26 December 2011

গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছেন স্টিভ জবস


অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেয়া হবে। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।

রেকর্ডিং অ্যাকাডেমি জানিয়েছে, গান ছড়িয়ে দেয়া এবং গান শোনার ধরন পাল্টে দিয়েছিলেন স্টিভ জবস। তার অবদানের জন্যই ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস’ দেয়া হবে তাকে।

রেকর্ডিং অ্যাকাডেমি এক বৃবিতিতে জানিয়েছে, ‘স্টিভ জবস পণ্য এবং প্রযুক্তি তৈরি করে আমদের গান শোনা, টিভি দেখা, বই পড়ার ধরন পাল্টে দিয়েছিলেন। একজন সৃষ্টিশীল দূরদর্শী মানুষ হিসেবে আইপড, আইটিউনস স্টোর এর মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য এবং ক্ষেত্র তৈরি করে সঙ্গীত কেনার এবং সঙ্গীত শোনার ক্ষেত্র পাল্টে দিয়েছিলেন তিনি।’

১১ ফেব্রুয়ারি ট্রাস্টি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্টিভ জবসকে গ্র্যামি পুরষ্কার দেয়া হবে। এ বছর ৫ অক্টোবর মারা গেছেন স্টিভ জবস।

উল্লেখ্য, ২০০২ সালে অ্যাপল টেকনিক্যাল ক্যাটেগরিতে গ্র্যামি জিতেছিলো।

তেলচালিত ল্যাপটপ বানাবে অ্যাপল


জ্বালানি তেলে চলে এমন ল্যাপটপ তৈরির জন্য সম্প্রতি দুটি পেটেন্ট আবেদন করেছে টেক জায়ান্ট অ্যাপল। এমনকি, ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করেও চালানো যাবে অ্যাপলের তৈরি ল্যাপটপ। খবর টাইম ম্যাগজিন-এর।
২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করা এ পেটেন্ট আবেদনে অ্যাপল প্রযুক্তিটির নাম দিয়েছে ‘ফুয়েল সেল সিস্টেম টু পাওয়ার এ পোর্টেবল কম্পিউটিং ডিভাইস’। এ প্রযুক্তির দুটি অংশ। এটি অংশের আবেদনে বলা হয়েছে, কম্পিউটারে তেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আর সে বিদ্যুৎই ল্যাপটপের শক্তি হিসেবে কাজ করবে। 

আরেকটি আবেদনে বলা হয়েছে, রিচার্জ করা যায় এমন ব্যাটারি এবং পোর্টেবল কম্পিউটিং ডিভাইসকে জ্বালানিচালিত নতুন ল্যাপটপ শক্তির যোগান দেবে যা প্রয়োজন হলে তা থেকে চার্জও নিতে পারবে। এ প্রযুক্তিতে জ্বালানি কোষ হিসেবে এমন ব্যাটারি ব্যবহার করা হবে যাতে ব্যাটারির আকার এবং ওজন কমে যাবে এবং ডিভাইস হবে অনেক হালকা-পাতলা। 

একবার তেল দেয়া হলে কম্পিউটার একসপ্তাহেরও বেশি চলবে বলেই বিশ্লেষকরা জানিয়েছেন। বোরোহাইড্রাইটের সঙ্গে পানি মিশিয়ে অ্যাপল ল্যাপটপের জ্বালানির কাঁচামাল তৈরি করা যাবে বলেও অ্যাপল তাদের আবেদনে উল্লেখ করেছে।

২০১২ সালের সম্ভাব্য প্রযুক্তিপণ্যগুলো (Up coming Technological Devices 2012)


৯ থেকে ১২ জানুয়ারী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)। এ আয়োজন ঘিরে প্রযুক্তিবিশ্বে থাকে উন্মাদনা। কারণ এ আয়োজনের মধ্যে দিয়েই বছরের শুরুতেই বিভিন্ন বাঘা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান আসন্ন প্রযুক্তিপণ্য বিষয়ে ধারণা দেয় এবং বিভিন্ন প্রযুক্তির ঘোষণাও দেয়। কিন্তু এবারে অন্যতম জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদটি। এবারই তারা শেষবারের মতো সিইএসএ অংশ নিচ্ছে। আর এ বছর কোনো ঘোষণা তারা নাও দিতে পারে। এদিকে, আরেক জায়ান্ট অ্যাপল ২০০৯ সাল থেকে নিজেরাই অনুষ্ঠান করে পণ্যের ঘোষণা দেয়। তবে, আরো অনেক প্রতিষ্ঠানই এবারের মেলায় তাদের প্রযুক্তিপণ্য ঘোষণা দেবে। ২০১২ সালে বাজারে আসতে পারে এমন সম্ভাব্য ১৫ টি প্রযুক্তিপণ্য নিয়েই এবারের মেইনবোর্ড। 


নিনটেনডো উয়ি ইউ
গেইমিং জায়ান্ট নিনটেনডো নতুন একটি কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে। ২০০৬ সালে উয়ি গেইমিং কনসোল আনার প্রায় পাঁচ বছর পর নতুন গেইমিং কনসোল আনার ঘোষণা দিলো নিনটেনডো। ২০১২ সালে উয়ি কনসোলটিরই ফলোআপ কনসোল আনছে প্রতিষ্ঠানটি। ‘উয়ি ইউ’ নামের এই গেইমিং কনসোলটি বিষয়ে নিনটেনডো থেকে বলা হচ্ছে, এটি হবে পরবর্তী প্রজন্মের গেইমিং কনসোল। উয়ি ইউ কনসোলটি ব্যবহার করে হাই-ডেফিনিশন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজসহ ভিডিও কলও করা যাবে। অনেক দিন ধরেই প্রযুক্তি বিশ্বে নিনটেনডোর উয়ি সংস্করণের আসন্ন একটি কনসোল বিষয়ে গুঞ্জণ ছিল। সম্প্রতি লস এঞ্জেলসের ই৩ গেইম শো উপলক্ষে এই গেইমিং কনসোলটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নিনটেনডো। উয়ি ২ কনসোলটিতে থাকবে ৬.২ ইঞ্চির টাচস্ক্রিন এবং ক্যামেরা সুবিধা। এ ছাড়াও উয়ির প্রথম সংস্করণের মতো উয়ি ইউ-তে থাকবে সেট টপ বক্স। এ কনসোলটি এক্সবক্স ৩৬০ এবং প্লেস্টেশন ৩ কনসোলের মতোই গ্রাফিক্স সুবিধা দেবে। এইচডি সুবিধার এই গেইমিং কনসোলটির দামও হবে কম। গুজব রটেছে, বাজারে থাকা অন্যান্য গেইমিং কনসোলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন কনসোলের দাম মাত্রই ১৫০ ডলার রাখতে পারে জাপানি এ গেইম মেকার প্রতিষ্ঠানটি। 

আইসক্রিম স্যান্ডউইচ ডিভাইসগুলো
গুগলের অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমের কোড নাম আইসক্রিম স্যান্ডউইচ। সদ্যই বাজারে আসা এ অপারেটিং সিস্টেমনির্ভর বেশকিছু পণ্য ২০১১ সালে বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে স্যামসাং-এর গ্যালাক্সি নেক্সাস। আইসক্রিম স্যান্ডউইচ নামের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের বৈশিষ্ট্য হলো, এটি স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের প্রোগ্রামগুলোকে সমন্বয় করছে। বলা হচ্ছে, এর মাধ্যমে সফটওয়্যার উন্নয়নকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে নতুন এই প্লাটফর্মটি। এ অপারেটিং সিস্টেমনির্ভর অনেক ডিভাইস-এর ঘোষণা দিয়ে রেখেছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। স্যামসাং, এইচটিসি, মটরোলা, আসুসসহ স্মার্টফোন এবং ট্যাবলেটনির্মাতা অনেক প্রতিষ্ঠানকেই আইসক্রিম স্যান্ডউইচনির্ভর ডিভাইস তৈরি করতে দেখা যাবে আগামী বছর। আইসক্রিম স্যান্ডউইচে বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশনও যোগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রোবোটো টাইপফেস। অপারেটিং সিস্টেমটির নিরাপত্তা বৈশিষ্ট্যও আগের চেয়ে অনেক বেশি উন্নত বলেই দাবী করা হচ্ছে। এতে ‘ফেস আনলক’ নামের একটি অ্যাপ্লিকেশন আছে। আগামী বছর তাই স্বাভাবিক কারণেই আইসক্রিম স্যান্ডউইচচালিত ডিভাইস চোখে পড়বে সবচেয়ে বেশি। ইতোমধ্যেই ২০১১ অ্যান্ড্রয়েড বাজার দখল করেছে শতকরা ৫০ ভাগেরও বেশি। আগামী বছর তা আরো বাড়বে বলেই গুগল আশা করছে। 

আইপ্যাড মিনি
টেক জায়ান্ট অ্যাপল আইপ্যাডের একটি ছোটো সংস্করণ আনছে বলে দীর্ঘদিন ধরেই গুজব চালু রয়েছে। গুজব রয়েছে, অ্যাপল ৭ ইঞ্চি বা ৭.৮৫ ইঞ্চি আইপ্যাড মিনি তৈরি করবে, আর এই ডিভাইসটি বাজারে চলে আসবে আগামী বছরই। বলা হচ্ছে, অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজনের তৈরি ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটটির সঙ্গে বাজার দখলের প্রতিযোগিতায় নামতেই ‘আইপ্যাড মিনি’ তৈরি করছে অ্যাপল। এ ডিভাইসটির নাম আইপ্যাড মিনি বা আইপ্যাড এইচডি রাখতে পারে অ্যাপল। এ ডিভাইসটিতে ‘বড়ো’ আইপ্যাডের সব প্রযুক্তিই থাকবে। ২০১০ সালে দায়িত্বে থাকা অ্যাপলের সিইও স্টিভ জবস ‘আইপ্যাড মিনি’ বা ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘ট্যাবলেট স্ক্রিনের মাপ কমপক্ষে ১০ ইঞ্চি হওয়া উচিত। আর তা না হলে অ্যাপ্লিকেশন মানানসই হবে না। এ ছাড়াও টাচস্ক্রিনের কতোটা কাছে থেকে কনটেন্ট দেখা হবে তারও একাট সীমা থাকা প্রয়োজন। নতুন সংস্করণটি দামের দিক থেকেও নাকি হবে ‘মিনি’। ২০০ ডলারের মধ্যেই পাওয়া যাবে এ ট্যাবলেট। ২০১২ সালের শেষদিকে এ ট্যাবলেটটি বাজারে আনতে পারে অ্যাপল। অবশ্য, ২০১২ সালে ফেব্রæয়ারিতে আইফোন ৫ এবং আইপ্যাডের নতুন সংস্করণ আসতে পারে বলেই প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন। 

আলট্রাবুক
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, ২০১২ সাল হবে আলট্রাবুকের। কারণ, মানুষের রুচির সঙ্গে মানিয়ে যাবে হালকা-পাতলা আলট্রাবুক। ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো চলতি বছরই আলট্রাবুক তৈরির কাজ শুরু করেছে। নেটবুক এবং ভারী ল্যাপটপ তৈরি বন্ধ করে আলট্রাবুক তৈরিতে আগামী বছরও লেগে থাকবে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে সবার আগে আছে ইনটেল। এরপর রয়েছে ডেল, এইচপি অ্যাপলসহ অনেক প্রতিষ্ঠানই। এদিকে, আলট্রাবুকের দামও কমছে তাই আগামী বছর হবে উন্নত আলট্রাবুকের বছর। ২০১২ সালে বিভিন্ন প্রতিষ্ঠান আলট্রাবুকের ঘোষণা দেবে। 

পরবর্তী প্রজন্মের ম্যাকবুক এয়ার
টেক জায়ান্ট অ্যাপল ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার-এর নতুন সংস্করণ তৈরি করছে বলেই খবর রটেছে। বিভিন্ন প্রযুক্তিসাইটের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যারা অ্যাপল ল্যাপটপ কেনার চিন্তা করছেন তারা একটু রয়ে সয়ে কিনলেই আনকোরা কনফিগারেশনের ম্যাকবুক প্রো বা এয়ার-এর মডেল কিনতে পারবেন। জানা গেছে, নতুন মাপের ১৩ ইঞ্চি, ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি স্ক্রিনের তিনটি ডিভাইস বাজারে আনছে অ্যাপল। নতুন ডিভাইসগুলোয় নকশায় কোনো পরিবর্তন না থাকলেও প্রসেসর হিসেবে যোগ হচ্ছে ইনটেলের স্যান্ডিব্রিজ। এছাড়াও আইভিব্রিজ প্রসেসরযুক্ত ম্যাকবুক প্রো তৈরি করছে অ্যাপল। সে ডিভাইসগুলোও আসবে আগামী বছরই। নতুন ডিভাইসটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এর পর্দার মাপ হবে এয়ারের চেয়ে বড়। নতুন মডেলের ডিভাইসগুলো হতে পারে ১৫ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি মাপের। নতুন ডিভাইসগুলোতে স্যান্ডিব্রিজ প্রসেসরের বদলে উন্নত আইভিব্রিজ প্রসেসর ব্যবহৃত হতে পারে। বর্তমানে বাজারে থাকা অ্যাপলের ম্যাকবুক সিরিজে পাতলা ম্যাকবুক এয়ারের সর্বোচ্চ মাপ ১৩ ইঞ্চি। কিন্তু জাপানী প্রযুক্তিসাইট ম্যাকোতাকারা’র তথ্য মতে, অ্যাপল এবারে পাতলা মডেলের ডিভাইসগুলোর মাপ আরো বড়ো করছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক এখন অ্যপলের ম্যাকবুক এয়ার। 

কিন্ডল ফায়ার ২
চলতি বছর মাত্র ৭ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে ছাড়ে অ্যামাজন। কিন্ডল ফায়ার নামের এ ট্যাবলেটটি বাজারে মাত করতে খুব কম সময়ই নিয়েছে। আগামী বছরই এই অনলাইন রিটেইল জায়ান্ট কিন্ডল ফায়ার ট্যাবলেটের নতুন সংস্করণের আনছে বলেই খবর রটেছে। নতুন সংস্করণের এ ডিভাইসটির পর্দাম মাপ হবে ৮.৯ ইঞ্চি। বাজারে ৮.৯ ইঞ্চির ট্যাবলেট হিসেবে এটিই হবে প্রথম। এ ছাড়াও ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার-এর একটি মডেল আনতে পারে এমন খবরও রটেছে। প্রথমে ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে অ্যামাজন ১০.১ ইঞ্চি মাপের নতুন ট্যাবলেট আনতে পারে বলে গুজব ছিলো। কিন্তু ট্যাবলেট বিপননকারীরা নাকি বাজারে থাকা ৯.৭ এবং ১০.১ ইঞ্চি মাপের ট্যাবলেটের আধিক্য থাকায় নতুন সংস্করণের মাপে ভিন্নতা চেয়েছে। তাই, অ্যামাজন কিন্ডল ফায়ারের পরবর্তী সংস্করণ হিসেবে ৮.৯ ইঞ্চি মাপের ট্যাবলেটই তৈরি করবে। ২০১২ সালের সেপ্টেম্বর নাগাদ এ ডিভাইসটি বাজারে আসতে পারে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে এসেছে অ্যামাজনের ৭ ইঞ্চি মাপের কিন্ডল ফায়ার ট্যাবলেট। মাত্র ১৯৯ ডলারের এ ট্যাবলেটি বিক্রিতে অ্যামজন লসও গুনছে। কিন্তু জনপ্রিয়তার কারণে এবার স্মার্টফোন বাজারেও অ্যামাজনের পা পড়ছে বলেই খবর রটেছে। ট্যাবলেট এবং স্মার্টফোন দুক্ষেত্রেই এবছর অ্যামাজনকে চাঙ্গা দেখা দিতে পারে। 

আইফোন ৫
২০১১ সালে প্রযুক্তিবিশ্বে সবচেয়ে আলোচিত সম্ভাব্য স্মার্টফোন আইফোন ৫। এ ফোনটি ঘিরে গুজবের ছড়াছড়ি ছিলো সবচেয়ে বেশি। চলতি বছরই এ ফোনটি বাজারে আসছে বলে ধারণা করেছিলেন প্রযুক্তিবিশ্লেষকরা। কিন্তু অ্যাপল গুজবে জল ঢেলে আইফোন ৫ না এনে আইফোন ৪ এস সংস্করণটি বাজারে ছাড়ে। কিন্ত গুজব এখানেই থেমে যায়নি। গুজবে প্রকাশ, আইফোন ৫ তৈরি করেছিলো অ্যাপল কিন্তু সিইও স্টিভ জবস-এর তা পছন্দ না হওয়ায় তিনি আইফোন ৫ বাজারে আনতে নিষেধ করেন। এরপরই আনা হয় আইফোন ৪এস। ৫ অক্টোবর স্টিভ জবস মারা যাবার পর নতুন আইফোন নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল এমন খবর চাউর হয়েছে। আইফোন ৫ আসলে দেখতে কেমন হবে তার বিভিন্ন কাল্পনিক মডেল ঘুরছে ইন্টারনেটের বিভিন্ন সাইটে। তবে, অ্যাপল মুখ না খুললেও প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, বাজারে প্রতিদ্বন্দিতা বেড়ে যাওয়ায় আগামী বছরই আইফোন ৫ বাজারে আনবে অ্যাপল। 

অ্যাপল আইটিভি
অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস ইঙ্গিত দিয়েছিলেন, অ্যাপল আইটিভি নামের একটি টিভি তৈরি করছে। আগামী বছর অ্যাপল-এর আইটিভির দেখা মিলতে পারে। টেক জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামে নতুন টেলিভিশন তৈরি করছে বলে তথ্যও দিয়েছেন যুক্তরাজ্যের এক প্রযুক্তি বিশ্লেষক। নতুন এ টেলিভিশনে এক্সবক্স গেইমিং কনসোলের মতো জেশ্চার বা অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি ব্যবহৃত হবে বলেও তিনি জানিয়েছেন। জেশ্চার প্রযুক্তিটি পরিচালক এবং নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো। পরে কাইনেক্ট ডিভাইসে এমন প্রযুক্তি আনে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এমন প্রযুক্তি আনার কথা মাইক্রোসফট ভাবছে বলে বাজারে গুজব রয়েছে। তবে, প্রযুক্তিবিশ্লেষকের দাবী, অ্যাপল কর্তৃপক্ষ টিভিতে যে প্রযুক্তি আনছে তার ব্যবহার গেইমিং কনসোলের চেয়েও বেশি হবে। আইটিভিতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে টিভির সামনে কোনো দর্শক মন্তব্য বা অঙ্গভঙ্গি করলে টিভি সেটা বুঝতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষক পিটার মিসেক জানিয়েছেন, নতুন প্রযুক্তির এমন টিভি তৈরির পরিকল্পনা করে গেছেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। তার বায়োগ্রাফিতেও এমন ইঙ্গিত দিয়ে গেছেন তিনি। ’ জায়ান্ট অ্যাপল ‘আইটিভি’ নামের টেলিভিশন আনতে পারে আর তাতে নতুন অনেক ফিচারের সঙ্গে হার্ডওয়্যার হিসেবে যোগ হতে পারে আইস্ক্রিনও। এ টিভিতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাঁকানো স্ক্রিন থাকতেও পারে বলে প্রযুক্তিবিদরা ধারণা করছেন। অবশ্য, অ্যাপল কর্তৃপক্ষ টিভি স্ক্রিন বিষয়ে মুখ বন্ধ করে রেখেছে। 

আইপ্যাড ৩
সম্প্রতি গুজব রটেছে, টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইপ্যাডের তৃতীয় সংস্করণ তৈরির কাজ শেষ করে ফেলেছে প্রতিষ্ঠানটি, এখন কেবল বাজারে ছাড়তেই যা দেরি। খবর রটেছিলো, ২০১১ সালে আইফোন ৫ এবং আইপ্যাড ৩ একসঙ্গে বাজারে এনে চমকে দেবে অ্যাপল। কিন্তু অ্যাপল সিইও স্টিভ জবস মারা যাবার আগে কেবল আইফোন ৪ এস ডিভাইসটির ঘোষণা দেয় তারা। এদিকে আইপ্যাড ঘিরে রহস্য থেকেই যায়। এখন প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আগামী বছর এ ডিভাইসটি বাজারে আনবে অ্যাপল। জানা গেছে, ডিভাইসটির নাম আইপ্যাড এইচডিও রাখতে পারে অ্যাপল। আইপ্যাড ঘিরে অনেক গুজব চাউর হলেও একটা গুজবের সঙ্গে সবগুলোর মিল রয়েছে; আর তা হচ্ছে- রেটিনা ডিসপ্লে। এ ছাড়াও অ্যাপলের এ ডিভাইসটিতে যোগ হতে পারে গ্লেয়ার প্রটেক্টর, হ্যাপটিক ফিডব্যাক, বায়োমেট্রিক সিকিউরিটি এবং তার ছাড়াই চার্জ দেবার মতো ফিচারগুলো। বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের দ্বিতীয় সংস্করণের চেয়ে আইপ্যাড ৩ বেশ হালকা-পাতলা হবে বলেই জানা গেছে। উল্লেখ্য, আইপ্যাড প্রথম বাজারে আসে ২০১০ সালের এপ্রিলে। তারপর আইপ্যাডের দ্বিতীয় সংস্করণ আইপ্যাড ২ বাজারে আসে ২০১১ সালের মার্চ মাসে। বিশ্লেষকরা বলছেন, নতুন আইপ্যাড আগামী বছরের ২০১২ ফেব্রæয়ারি মাসে বাজারে আসবে। অ্যাপল এই মুহূর্তে সারাবিশ্বের ৬৫% ট্যাবলেট বাজার দখল করে আছে। 

প্লেস্টেশন ভিটা
জাপানের রাজধানী টোকিও শহরে গত ১৭ ডিসেম্বর নতুন প্লেস্টেশন ভিটা বাজারে এনেছে সনি। খবর রটেছে, আগামী বছর প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণটি আন্তর্জাতিক বাজারে ছাড়বে তারা। নতুন সংস্করণের এই গেইমিং ডিভাইসটিতে থাকবে ডুয়াল এনালগ স্টিক, টাচ স্ক্রিন। সম্প্রতি জাপানের বাজারে আসা নতুন প্লেস্টেশনে রয়েছে ৫ ইঞ্চি মাপের পর্দা (১২ সেন্টিমিটার), এলইডি টাচস্ক্রিন, দুটি ক্যামেরা এবং জিপিএস রিসিভার ছাড়াও ওয়াইফাই এবং থ্রিজি সুবিধা। নতুন এ ডিভাইসটিতে ২০টি গেইম পাওয়া যাবে একেবারেই বিনামূল্যে। কেবল জাপানের বাজারে এ ডিভাইসটি আসায় ইতোমধ্যে বাজারে বেশ আগ্রহ বাড়িয়েছে। ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করলে এটি আরো বাজার দখল করবে বলেই বাজার বিশ্লেষকরা ধারণা করছেন। 

৪ জি ফোন
বাজারে আসবে বিভিন্ন মডেলের ফোরজি ফোন এবং ফোরজি সার্ভিস। বিভিন্ন টেলিকেম সার্ভিস তাদের গ্রাহকদের জন্য ফোরজি সুবিধার স্মার্টফোন তৈরি করবে। ফোরজি স্মার্টফোন তৈরি করতে এইচটিসি, স্যামসাং, অ্যাপল, মটেরোলাসহ অনেকেই এগিয়ে আসবে আগামী বছরই। 

নুক ট্যাবলেট ২
বার্নস এন্ড নোবল তাদের নুক ট্যাবলেট-এর দ্বিতীয় সংস্করণ আগামী বছর বাজারে আনতে পারে। ২০১১ সালে রঙিন নুক ট্যাবলেট পিসি বাজারে ২৪৯ ডলার মূল্যমানের এই ট্যাবলেটটিতে রয়েছে ৭-ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ ডুয়াল-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ১৬জিবি স্টোরেজ। নুক ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণে আরো উন্নত ফিচার যোগ করছে বার্নস এন্ড নোবেল। 

নিকন ডি ৮০০
৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)-এ আসতে পারে নিকন ডি ৮০০ মডেলের ক্যামেরা। ২০০৮ সাল থেকে বাজারে রয়েছে নিকন এসএলআর ক্যামেরা ডি৭০০। এ মডেলটির পরবর্তী সংস্করণই আগামী বছর বাজারে আসতে পারে। এ মডেলের ক্যামেরা হবে নিকনের সবচেয়ে বেশি রেজুলিউশনের ক্যামেরা। ছোট আকারের এ ক্যামেরায় ৩৬ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এতে থাকবে উন্নত অটোফোকাস এবং ফেস ডিটেকশন ব্যবস্থা । থ্রিডি ভিডিও করা যাবে এ ক্যামেরায়। এ ক্যামেরার দাম হতে পারে ৩ হাজার ডলার এর মত। 

ক্যানন ৫ডি মার্ক ৩
নিকন ডি ৮০০ মডেলের মতো ক্যাননের ফুল-ফ্রেম ফলো-আপ ইওএস ৫ডি মার্ক ৩ বাজারে আসবে আগামী বছরই। ২০১১ সালেই ক্যানন ৫ডি মার্ক ৩ সংস্করণটি বাজারে আসার খবর রটেছিলো। কিন্তু জাপানের ভূমিকম্প এবং সুনামির পাশাপাশি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতি অনুকূলে না থাকায় ক্যামেরায় নতুন সংস্করণটি ছাড়েনি ক্যানন। নতুন সংস্করণের ৫ডি মার্ক ৩-এর দাম আড়াই হাজার ডলারের বেশি হতে পারে। 

উইন্ডোজ ৮
উইন্ডোজ ৮কে বলা হচ্ছে মাইক্রোসফটের বাজীর ঘোড়া। টেক জায়ান্ট মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ঘিরে প্রযুক্তি বিশ্বে অনেকদিন ধরেই আলোচনা হয়েছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন এ অপারেটিং সিস্টেমের ওপর থেকে পর্দা সরিয়ে নিয়েছে। ক্যালিফোর্নিয়ার বিল্ড ডেভেলপারস কনফারেন্সে উইন্ডোজ ৮ বাজারে আনার কথা জানিয়েছেন মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি। কম্পিউটার, ট্যাবলেট এবং ল্যাপটপ প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হবে এ সংস্করণটি। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা উইন্ডোজ ৮ সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির। এ প্রসঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রেসিডেন্ট স্টিভেন সিনোফস্কি জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজকে নতুন করে সাজিয়েছি। উইন্ডোজ ৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ ৮ কেই গুরুত্ব দেয়া হয়েছে। এ সফটওয়্যারটি কোনো অ্যাপস ছাড়াই নতুন ক্ষমতার। ’

এবারের ‘বিল্ড’ নামে ডেভেলপার্স কনফারেন্সে টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর বিভিন্ন ফিচার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এ প্রসঙ্গে স্টিভেন সিনোফস্কি বলেছেন, ‘অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ ৮ এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিং-এর মজা। ’ কেবল ট্যাবলেট নয়, এ অপারেটিং সিস্টেম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন; যার ফলে উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও এখানে কাজ করবে। এতে থাকবে একটি অ্যাপ্লিকেশন স্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেমকে টক্কর দিতেই নতুন করে ভাবতে হয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষকে। ’ 

নতুন অনেকগুলো ফিচার রয়েছে উইন্ডোজ ৮-এ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ, অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশ কিছু নতুন ফিচার। এ ছাড়াও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা বাড়াতে নতুন পাসওয়ার্ড ব্যবস্থা আনছে মাইক্রোসফট। পাসওয়ার্ড হিসেবে প্রচলিত অক্ষর ছাড়াও টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমে ছবি পাসওয়ার্ড ব্যবস্থা আনছে বলে খবর রটেছে। বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস) থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফট-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৯-১২ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় এবারই তারা শেষবারের মতো অংশ নেবে। এ মেলাতেই উইন্ডোজ ৮-এর ঘোষণা দিতে পারে মাইক্রোসফট এমন ধারণা করছেন বিশ্লেষকরা। তবে মাইক্রোসফট বলছে, তারা যখন নিজেদের সুবিধামত সময় আসবে তখন অ্যাপলের মতো নিজেরা পণ্য প্রদর্শনের আয়োজন করে নতুন পণ্য আনার ঘোষণা দেবে। নতুন পণ্য আনার জন্য আর সিইএস মেলাকে প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হবে না। ২০১২ সালে মাইক্রোসফট নিজেরা অনুষ্ঠান করে হয়তো উইন্ডোজ ৮-এর ঘোষণা দেবে বলেই প্রযুক্তিবিশ্লেষকরা ধারণা করছেন।

21 December 2011

পরিধেয় ডিভাইস তৈরি করছে অ্যাপল, গুগল


টেক জায়ান্টদ্বয় অ্যাপল এবং গুগল পরিধেয় ডিভাইস তৈরি করছে বলেই খবর চাউর হয়েছে। এদের তৈরি পরিধেয় প্রযুক্তি স্মার্টফোনে ডেটা পাঠাতে সক্ষম হবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

নিউ হয়র্ক টাইমস-এর একটি প্রযুক্তি ব্লগ সম্প্রতি উল্লেখ করেছে, ‘গুগল এক্স’ নামে গুগলের গোপন ল্যাবে নতুন ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি হচ্ছে। সূত্রমতে, নতুন এ প্রযুক্তিপোশাক গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।

এদিকে, টেক জায়ান্ট অ্যাপল নতুন বাঁকনো চশমা এবং হাতঘড়ির মতো আইপড তৈরি করছে বলেও খবর রটেছে। এ ডিভাইসগুলোতে ব্যক্তিগত সফটওয়্যার ‘সিরি’ ব্যবহৃত হবে এবং আইফোনে যোগাযোগ করা যাবে।

প্রযুক্তিসাইট বিটস-এর তথ্যমতে, পরিধেয় বেশকিছু ডিভাইস তৈরির কাজ করছেন অ্যাপল-এর কিছু কর্মকর্তা। তারা নতুন প্রযুক্তি ফ্যাশন তৈরির কাজটি করছেন বরাবরের মতো আড়ালেই।

12 December 2011

বাগ-এর শিকার জুকারবার্গ


ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের প্রোফাইলে বাগ আক্রমণ করেছে। আর এ আক্রমণের ফলে তার ব্যক্তিগত বেশ কিছু তথ্য ফাঁস হয়ে গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ফেসবুকের নিরাপত্তা বাধা অতিক্রম করে এ বাগ সরাসরি জুকারবার্গের প্রোফাইলের তথ্য, বান্ধবীর সঙ্গে তার তোলা ছবিসহ বেশ কিছু তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে নিরপত্তা এবং প্রাইভেসি বিষয়টি বারবার পরিবর্তন করায় সমালোচনার মুখে রয়েছেন জুকারবার্গ। ঠিক এমন সময়ই তার অ্যাকাউন্টে বাগ ঢুকেছে যা তার বেশকিছু ছবি ও তথ্য ফাঁস করে দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষও এ বাগ-এর অস্তিত্ব স্বীকার করে জানিয়েছে, এ বাগটি ছোটো একটি নিরাপত্তা সমস্যা যা অন্য কোনো ব্যবহারকারীর সাম্প্রতিক আপলোড করা ছবির তথ্য জানিয়ে দেয়। ফেসবুকে নতুন কোড ব্যবহার করতে গিয়েই এ সমস্যা তৈরি হয়েছে। আর এ সমস্যা ধরতে পারার পরই আমরা সিস্টেম বন্ধ করে দিয়েছি। বাগ সমস্যার সমাধান হলে জানিয়ে দেয়া হবে।

নতুন চেহারায় টুইটার


নতুন রূপ পেয়েছে মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার। পারফর্মমেন্স আরো ভালো করতেই নতুন সংস্করণে এ পরিবর্তন আনলো কর্তৃপক্ষ। খবর রয়টার্স-এর।

বিজ্ঞাপনের অংশ বাড়াতে অনেকটাই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুককে টুইটার অনুকরণ করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে নতুন চেহারার টুইটারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

টুইটারে চিফ এক্সিকিউটিভ ডিক কস্টোলো জানিয়েছেন, ‘নতুন সংস্করণের টুইটারে ব্যবহারকারীর তথ্য দ্রুত শেয়ার প্রক্রিয়াকে আমরা আরো সহজ করেছি।’

টুইটারের নতুন এ সংস্করণ আসলো টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি‘র হাত ধরে। এ বছর মার্চ মাসে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে টুইটারে ফিরেছেন তিনি।

টুইটারে প্রোফাইল পেজসহ বেশকিছু নতুন ফিচার যোগ হয়েছে যা টুইটারে অনেকটা ‘ফেসবুকের মতো’ অভিজ্ঞতা দেবে বলেই টুইটার কর্তৃপক্ষের ভাষ্য।

বিল গেটস-এর ফেরা নিয়ে তোলপাড় প্রযুক্তি বিশ্ব


বিল গেটস কি আবারো মাইক্রোসফটের দায়িত্ব নিয়ে ফিরে আসছেন? এ প্রশ্নটির বিশ্লেষণ করে প্রভাবশালী সাময়িকী ফরচুন ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। আর তার ফলেই বিল গেটসের  ফেরা না ফেরা নিয়ে প্রযুক্তিব্লগগুলো এখন তোলপাড়। ফরচুন সাময়িকীর ওই প্রতিবেদনে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও দায়িত্ব নিয়ে ফেরার কথা ভাবছেন বলে জানানো হয়েছে। খবর ফরচুন সাময়িকী এবং কম্পিউটার ওয়ার্ল্ড-এর।২০০৮ সালে মাইক্রোসফটের সিইও এবং চিফ সফটওয়্যার আর্কিটেক্ট-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিল গেটস। তবে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাইক্রোসফটে চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এমন বাস্তবতায় ফরচুন সাময়িকীর প্রতিবেদন বলছে, প্রতিদিনের কাজ তদারকির জন্য আবারো ফিরে আসার কথা ভাবছেন তিনি।এদিকে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ বিল গেটসের ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই বিভিন্ন লেখা প্রকাশ করছে। ওই ব্লগ আর্টিকেলগুলোর প্রায় প্রতিটিতেই বিভিন্ন যুক্তি দিয়ে তার ফেরার সম্ভবনা নাকচ করে দেয়া হচ্ছে।
বিল গেটস বর্তমানে তার ‘গেটস ফাউন্ডেশন’-এর কাজে ব্যস্ত। এমনকি, চলতি বছরের জুন মাসে বৃটিশ দৈনিক মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাইক্রোসফটে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন। 

মাইক্রোসফটের জন্য বিল গেটস এখনও সময় দেন, তবে পুরো দায়িত্ব আবারও তিনি কাঁধে নেবেন এমন বিষয়ে প্রযুক্তিবিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন।

সম্প্রতি বিল গেটস চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরমাণু চুল্লী তৈরির কাজে হাত দিচ্ছেন বলেও জানা গেছে। বিল গেটস ফিরছেন কি ফিরছেন না এ বিষয়টি তোলপাড় হলেও গেটস নিজে বা মাইক্রোসফট কর্তৃপক্ষ কেউই এখনো মুখ খোলেনি।

অ্যাপল নির্বাচিত বছরের সেরা অ্যাপস


টেক জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষ জনপ্রিয়তার ভিত্তিতে আইটিউনস স্টোর থেকে অ্যাপস ডানউলোডের একটি তালিকা করেছে। সে তালিকায় অ্যাপ্লিকেশন অফ দ্য ইয়ারের মর্যাদা পেয়েছে ফটোগ্রাফির অ্যাপ্লিকেশন ‘ইনস্ট্রগ্রাম’। খবর এমএসএনবিসি-এর।‘রিউইয়ান্ড ২০১১’ নামের ওই তালিকায় গেম অফ দ্য ইয়ার ট্রফি জিতেছে ‘টাইনি টাওয়ার’ গেমটি। র‌্যাপিড ক্যাটেগরিতে সেরা অবস্থানে ‘অ্যাংরি বার্ড’ আর ফ্রি ক্যাটেগরিতে সেরা অ্যাপ্লিকেশন হিসেবে নির্বাচিত হয়েছে আইওএস ফেসবুক।

পরবর্তী সুপার অ্যান্ড্রয়েড ফোন হবে সনি এরিকসন



বিভিন্ন প্রযুক্তিসাইটে গুজব ছড়িয়ে পড়েছে, পরবর্তী অ্যান্ড্রয়েডচালিত সুপারফোনটির ব্র্যান্ড হতে যাচ্ছে সনি এরিকসন। খবর সিনেট-এর।

আইসক্রিম স্যান্ডউইচচালিত এ সুপারফোনটির নাম হতে পারে ‘সনি এরিকসন অ্যাট্রিক্স ব্লাক জেড প্লাস প্রাইম’। দশাসই এ নামের কারনে সনি এরিকসনের এ মোবাইলটিকে এখনই বলা হচ্ছে ‘আমেরিকার গ্লাডিয়েটর’।

অ্যান্ড্রয়েড ফোন নেম জেনারেটর নামের একটি প্রযুক্তিসাইট পরবর্তী অ্যান্ড্রয়েড ফোনটির নাম আগেই ধারণা করে হৈচৈ ফেলে দিয়েছে।

07 December 2011

$100 tablet now shipping with Android 4.0


China-based Ainol is shipping a $100 Ice Cream Sandwich tablet. It's also headed to the U.S.

China-based Ainol is shipping a $100 Ice Cream Sandwich tablet. It's also headed to the U.S.
(Credit: Ainol Electronics)
Move over, Kindle Fire. Google's Ice Cream Sandwich operating system has landed on a $100 tablet now shipping in China. The 7-inch tablet is also bound for the U.S. market.
U.S.-based MIPS Technologies and Ingenic Semiconductor, a China-based mobile chip provider, announced worldwide availability of the "world's first tablet" based on Android 4.0, aka Ice Cream Sandwich.
"I'm thrilled to see the entrance of MIPS-Based Android 4.0 tablets into the market. Low cost, high performance tablets are a big win for mobile consumers and a strong illustration of how Android's openness drives innovation and competition for the benefit of consumers around the world," Andy Rubin, senior vice president of mobile at Google, said in a statement.
The tablet is available in China and online through Ainol Electronics and will be available in the U.S. and other geographies within the next several months under brands from companies including Leader International and OMG Electronics.
Larger 8- and 9-inch form factors will be available soon.
Salient specs include Ingenic's MIPS-based JZ4770 processor running at 1GHz, graphics based on a Vivante GC860 graphics processing unit, 1080p video decoding, dual front/rear cameras, a 7-inch capacitive multi-touch screen, WiFi, and USB 2.0, HDMI 1.3 and microSD ports.