টেক জায়ান্ট মাইক্রোসফট সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করছে বলে আগেই গুজব রটেছিলো। এবারে মাইক্রোসফটের গোপন সেই সোশাল সাইটের তথ্য ফাঁস হয়েছে।
মাইক্রোসফটের গোপন এ নতুন প্রকল্পটির নাম ‘সোশাল সার্চ।’ এ সাইটটিতে সার্চ অপশন এবং শেয়ার অপশন থাকছে। এ ছাড়াও জানা গেছে, ফেসবুক এবং গুগলের সঙ্গে মিলিয়েই এ প্রকল্পটি বাস্তবায়ন করার পথে রয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, এ সাইটটিতে ফেসবুক এবং টুইটার সাইন-ইন বাটনও থাকতে পারে।
মাইক্রোসফটের এ সাইটটির নাম socl.com
মাইক্রোসফটের এ প্রকল্পটির একটি অংশ ভুলবশত মাইক্রোসফটের কাছ থেকে ওয়েবে চলে এসেছিলো বলেই মাইক্রোসফট ব্লগে জানানো হয়েছিলো। পরে দ্রুত এটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সোশাল এ সাইটটি এখনও ব্যক্তিগত বিটা পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে। তবে, এটি আলোর মুখ নাও দেখতে পারে বলে মাইক্রোসফট ব্লগে সংশয় প্রকাশ করা হয়েছে।
মাইক্রোসফটের গোপন এ নতুন প্রকল্পটির নাম ‘সোশাল সার্চ।’ এ সাইটটিতে সার্চ অপশন এবং শেয়ার অপশন থাকছে। এ ছাড়াও জানা গেছে, ফেসবুক এবং গুগলের সঙ্গে মিলিয়েই এ প্রকল্পটি বাস্তবায়ন করার পথে রয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, এ সাইটটিতে ফেসবুক এবং টুইটার সাইন-ইন বাটনও থাকতে পারে।
মাইক্রোসফটের এ সাইটটির নাম socl.com
মাইক্রোসফটের এ প্রকল্পটির একটি অংশ ভুলবশত মাইক্রোসফটের কাছ থেকে ওয়েবে চলে এসেছিলো বলেই মাইক্রোসফট ব্লগে জানানো হয়েছিলো। পরে দ্রুত এটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের সোশাল এ সাইটটি এখনও ব্যক্তিগত বিটা পর্যায়ে রয়েছে বলেই জানা গেছে। তবে, এটি আলোর মুখ নাও দেখতে পারে বলে মাইক্রোসফট ব্লগে সংশয় প্রকাশ করা হয়েছে।