21 December 2011

পরিধেয় ডিভাইস তৈরি করছে অ্যাপল, গুগল


টেক জায়ান্টদ্বয় অ্যাপল এবং গুগল পরিধেয় ডিভাইস তৈরি করছে বলেই খবর চাউর হয়েছে। এদের তৈরি পরিধেয় প্রযুক্তি স্মার্টফোনে ডেটা পাঠাতে সক্ষম হবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

নিউ হয়র্ক টাইমস-এর একটি প্রযুক্তি ব্লগ সম্প্রতি উল্লেখ করেছে, ‘গুগল এক্স’ নামে গুগলের গোপন ল্যাবে নতুন ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি হচ্ছে। সূত্রমতে, নতুন এ প্রযুক্তিপোশাক গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।

এদিকে, টেক জায়ান্ট অ্যাপল নতুন বাঁকনো চশমা এবং হাতঘড়ির মতো আইপড তৈরি করছে বলেও খবর রটেছে। এ ডিভাইসগুলোতে ব্যক্তিগত সফটওয়্যার ‘সিরি’ ব্যবহৃত হবে এবং আইফোনে যোগাযোগ করা যাবে।

প্রযুক্তিসাইট বিটস-এর তথ্যমতে, পরিধেয় বেশকিছু ডিভাইস তৈরির কাজ করছেন অ্যাপল-এর কিছু কর্মকর্তা। তারা নতুন প্রযুক্তি ফ্যাশন তৈরির কাজটি করছেন বরাবরের মতো আড়ালেই।