01 October 2012

জাভা নিরাপত্তা ঝুঁকিতে ১শ' কোটি কম্পিউটার!

জাভা প্লাগইনের নিরাপত্তা ব্যবস্থায় খুঁত থাকায় ইন্টারনেটের মাধ্যমে হ্যাক হবার ঝুঁকিতে রয়েছে বিশ্বব্যাপী ১’শ কোটিরও বেশি কম্পিউটার। জাভা প্লাগইনের ওই খুঁতটি ব্যবহার করে চাইলেই কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করতে পারবে হ্যাকাররা। খবর ম্যাশএবল-এর।

শীর্ষস্থানীয় একটি কম্পিউটার সিকিউরিটি ডেভেলপার প্রতিষ্ঠানের বরাতে ম্যাশএবল জানিয়েছে, জাভা ৫, ৬, ৭ ভার্সন এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর আসা জাভা ৭ আপডেট ১০-এর নিরাপত্তা ব্যবস্থায় খুঁত রয়েছে।

এদিকে জাভা নির্মাতা ওরাকল জানিয়েছে, পরবর্তী সিকিউরিটি আপডেটেই ঠিক করে ফেলা হবে নিরাপত্তা ব্যবস্থার সমস্যাটি। তার আগ পর্যন্ত কম্পিউটারের জাভা প্লাগইনগুলো ডিজঅ্যাবল করে রাখার পরামর্শ দিয়েছেন সিকিউরিটি এক্সপার্টরা।

ব্রাজিলে গ্রেপ্তার হলেন গুগল সিইও

ইউটিউব থেকে বিতর্কিত রাজনৈতিক ভিডিও না সরানোর কারণে ব্রাজিলে গ্রেপ্তার হয়েছেন গুগলের ব্রাজিল অফিসের সিইও ফাবিও কোয়েলহো। মঙ্গলবার ব্রাজিলের একটি স্থানীয় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর, বুধবার সাও পাওলো থেকে কোয়েলহোকে গ্রেপ্তার করে ব্রাজিলের ফেডারেল পুলিশ। খবর ইয়াহু নিউজ-এর।

ব্রাজিলের মেয়র ইলেকশন নিয়ে ইউটিউবের আপলোড করা একটি বিতর্কিত রাজনৈতিক ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে কোয়েলহোকে। ইউটিউব থেকে ওই ভিডিও সরিয়ে নিতে ব্যর্থতার জন্য কোয়েলহোকেই দায়ী করেছে ব্রাজিলের আদালত।

কোয়েলহোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য ব্রাজিলে ইউটিউব বন্ধ রাখার আদেশও দিয়েছে দেশটির আদালত।

ইউটিউবে অন্যদের আপলোড করা ভিডিওর জন্য প্রতিষ্ঠানটি দায়ী হতে পারে না বলে আদালতে আপিল করেছে গুগল।

অন্যদিকে ইউটিউব থেকে ইসলামবিদ্বেষী ভিডিও নামিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় বিশ্বব্যাপী বিরুপ প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে এলো টেকলা

কনস্ট্রাকশন শিল্পের জন্য থ্রিডি বিআইএম প্রযুক্তির সেবাদাতা প্রতিষ্ঠান টেকলা বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠানটি এদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান উইন-উইন ইনফোসিস লিমিটেড-এর মাধ্যমে বাংলাদেশের প্রি-ইঞ্জিনিয়ারিং বিল্ডিং (পিইবি)-এর জন্য তাদের থ্রিডি বিআইএম সফটওয়ার সেবা প্রদান করবে।

২৪ সেপ্টেম্বর, ২০১২ তারিখে ঢাকার ওয়েস্টিন হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেকলা ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার নির্মালয়া চ্যাটার্জি বাংলাদেশের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য সহায়ক এই সফটওয়্যারটির নানা সুবিধা বর্ণনা করেন।
তিনি জানান, টেকলা বিআইএম সফটওয়ার প্রকল্পের সময় দ্রুততার সঙ্গে সম্পন্ন, কার্যনির্বাহের গতি, উন্নততর ডিজাইন ম্যানেজমেন্ট এবং ব্যয় সাশ্রয়ে সহায়ক।

অনুষ্ঠানে অতিথি ছিলেন টেকলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর সিওও উইন-উইন ইনফোসিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তারিক।

বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সফটওয়ার পণ্যের বিশেষায়িত প্রতিষ্ঠান উইন-উইন ইনফোসিস লিমিটেডের সঙ্গে টেকলার চুক্তি অনুযায়ী সংস্থাটি বাংলাদেশের কনস্ট্রাকশন ক্ষেত্রে টেকলা’র প্রযুক্তি বিতরণে সাহায্য করবে।

স্পেনের সরকার বিরোধী প্রতিবাদে অ্যানোনিমাস

স্পেনের সরকারের কঠোর কৃচ্ছ¡তাসাধন পরিকল্পনার বিরুদ্ধে সংগ্রামে জনগণের সঙ্গে এবার যোগ দিয়েছে সাইবার হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। খবর সফটপিডিয়ার।

মাদ্রিদের পার্লামেন্ট ভবন ঘিরে রাখা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অ্যানোনিমাস দেশটির সরকারকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছে। আন্দোলনকারীদের প্রতিরোধে নিষ্ঠুর আচরণ করার জন্য দেশটির পুলিশ বাহিনীর ওয়েবসাইট ইতোমধ্যে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে হ্যাকাররা।

অ্যানোনিমাস হুমকি দিয়েছে, দেশটির ক্ষমতাসীন ‘কংগ্রেস অফ ডেপুটিস’-এর ওয়েবসাইট আক্রমণ করার। তারা জানিয়েছে, ওয়েবসাইট শুধু হ্যাক করবে না, ব্ল্যাক ফ্যাক্স ও ই-মেইল বোম্ব এর মাধ্যমে পার্লামেন্ট অফ স্পেন এর সব তথ্য ইন্টারনেট থেকে মুছে ফেলবে।

রিপোর্টটি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত দেশটির পুলিশ বাহিনীর ওয়েবসাইট বন্ধ অবস্থায় পাওয়া গেছে। তবে দেশটির পার্লামেন্টের ওয়েবসাইট সচল ছিলো।

এবার সাইবার আক্রমণের শিকার কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার সাইবার আক্রমণের শিকার কানাডা। শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু’বার সাইবার আক্রমণের শিকার হবার কথা জানিয়েছে কানাডা। খবর রয়টার্স-এর।

কানাডার ওপর সাইবার আক্রমণে চীনের হাত থাকার কথা জানিয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ইনকর্পোরেটেড। কানাডার দু’টি এনার্জি ফার্মের ওপর সাইবার আক্রমণের সঙ্গে জড়িত হ্যাকাররা বেইজিংভিত্তিক সার্ভার ব্যবহার করেছে বলেই নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে ডেল। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কানাডার পাবলিক সেফটি মিনিস্ট্রির মুখপাত্র জন-পল ডুভাল এ ব্যাপারে জানান, ‘সাইবার আক্রমণ দু’টির ব্যাপারে অবগত রয়েছে কানাডার সাইবার ইনসিডেন্ট রেসপন্স সেন্টার।’ আক্রমণের সঙ্গে চীন জড়িত কিনা, এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ডুভাল। সাইবার আক্রমণের শিকার এনার্জি ফার্ম দু’টির নামও প্রকাশ করেনি কানাডা কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের মদদদাতা হিসেবে চীনের দিকে সন্দেহের তীরটি রয়েছে অনেকদিন ধরেই। তবে বরাবরের মতোই সাইবার আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে চীন।