01 April 2012

total views 1k is crossing today ; )

Today my personal blog is crossing over 1k of viewers..
Thanks & Regrets : )
k. k

নতুন সাজে বাংলা উইকিপিডিয়া


মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা হোম সাইটটিতে নতুন কিছু ফিচার যোগ করে নতুনভাবে সাজানো হয়েছে।

নতুন পাতায় নির্বাচিত নিবন্ধ, ভালো নিবন্ধ, আপনি জানেন কি এবং নির্বাচিত নিবন্ধে র‌্যানডম সুইচিংসহ নানা ফিচার যোগ করা হয়েছে বলে বাংলা উইকি সূত্রে জানা গেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, তারা বাংলা উইকিপিডিয়ার হোম পেজটি আরো আকর্ষণীয় করার অনুরোধ পাচ্ছিলেন। এর ফলে, নতুন একটি হোম পেজের ডিজাইন শুরু করা হয়। এ উদ্দেশ্যে জমা তিনটি ডিজাইন থেকে বাছাই করে একটি ডিজাইন নেয়া হয়। সেখানে সংযোজন ও বিয়োজনের পর বর্তমান হোম পেজটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, অলাভজনক প্রতিষ্ঠান উইকিপিডিয়ায় বিভিন্ন দেশের এক লাখেরও বেশি সক্রিয় স্বেচ্ছাসেবক মিলে ২৭০ টিরও বেশি ভাষায় প্রায় ২ কোটি ১০ লাখ আর্টিকেল তৈরি করেছেন।

বাংলা উইকিপিডিয়ার লিংকটি হচ্ছে- http://bn.wikipedia.org

এপ্রিলেই আসতে পারে গুগল ড্রাইভ


অনলাইন স্টোরেজ সেবা হিসেবে ড্রপবক্স অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সম্প্রতি গুজব রটেছে, গুগল ড্রপবক্সসহ অন্যান্য ক্লাউড স্টোরেজ সেবার সঙ্গে টেক্কা দিতে শিগগিরই চালু করছে গুগল ড্রাইভ। খবর গিগাওম-এর।

গিগাওম-এর ব্লগার ওম মালিক তার সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে ১ গিগাবাইট জায়গা নিয়ে গুগল ড্রাইভ আসছে এপ্রিলেই চালু হতে পারে। এতে ব্যবহারকারীরা সবচেয়ে বড় যে সুযোগ পাবেন তা হলো পুরনো গুগল অ্যাকাউন্ট দিয়েই নতুন কোনো রেজিস্ট্রেশন না করে ক্লাউড স্টোরেজ পাওয়া।

গুগলের কাছ থেকে ক্লাউড স্টোরেজ সেবা অনেক ব্যবহারকারীই দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছেন। গত বছর গুগল ঘোষণা করে, গুগল ডকস সেবায় কেবল ডকুমেন্ট নয় অন্য ফাইলও রাখা যাবে। কিন্তু এবার কেবল ফাইল রাখার জন্যই গুগল ড্রাইভ আনার পরিকল্পনা করছে গুগল।

তবে এই সেবা চালু হলেও ড্রপবক্সের সঙ্গে পাল্লা দেয়া বেশ কষ্টসাধ্য হবে বলে মনে করেন অনেকে। কেননা, ২ গিগাবাইট জায়গা দেয়া ড্রপবক্সের ক্যাপাসিটি বিনামূল্যেই ৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এ ছাড়াও এটি সবধরনের ডিভাইস, স্মার্টফোন ও কম্পিউটারে ফাইল আপডেট রাখার সুবিধা দেয়।

যে কোনো সাইটে কমেন্ট সুবিধা আনছে গুগল

সম্প্রতি জানা গেছে, সার্চ জায়ান্ট গুগল নতুন এক ধরনের কমেন্টিং সিস্টেম বা মন্তব্য করার সিস্টেম তৈরি করছে। এর মাধ্যমে গুগলের সাইটগুলো ছাড়াও অন্যান্য ব্লগ ও ওয়েবসাইটেও মন্তব্য করার সুবিধা যোগ করা যাবে। খবর দি নেক্সট ওয়েবের।

সূত্র জানিয়েছে, এক সৌদি ব্লগার স্থানীয় এক গুগল সভা শেষে তার ব্লগে জানিয়েছেন, বেশ কিছু নতুন আপডেট রিলিজ করতে যাচ্ছে গুগল যার মধ্যে রয়েছে নতুন এই কমেন্টিং প্লাটফরম। এটি অনেকটা ফেইসবুক প্লাগইনের মতোই কাজ করবে যা ভিজিটরদের বিভিন্ন সাইট বা ব্লগ পোস্টে মন্তব্য করার সুবিধা দেবে। পাশাপাশি গুগলের এই কমেন্ট সিস্টেম ব্যবহার করে মন্তব্য করলে সেসব মন্তব্য দ্রুত সার্চ ইঞ্জিনে ইনডেক্স হবে বলেও জানা গেছে।

নতুন এই কমেন্ট সিস্টেম সত্যিই চালু করা হলে ফেইসবুকের সঙ্গে তো বটেই, পাশাপাশি ডিসকাস, ইনটেন্সডিবেটসহ অন্যান্য কিছু কমেন্ট সিস্টেমের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় নামবে গুগল।