বিভিন্ন প্রযুক্তিসাইটে গুজব ছড়িয়ে পড়েছে, পরবর্তী অ্যান্ড্রয়েডচালিত সুপারফোনটির ব্র্যান্ড হতে যাচ্ছে সনি এরিকসন। খবর সিনেট-এর।
আইসক্রিম স্যান্ডউইচচালিত এ সুপারফোনটির নাম হতে পারে ‘সনি এরিকসন অ্যাট্রিক্স ব্লাক জেড প্লাস প্রাইম’। দশাসই এ নামের কারনে সনি এরিকসনের এ মোবাইলটিকে এখনই বলা হচ্ছে ‘আমেরিকার গ্লাডিয়েটর’।
অ্যান্ড্রয়েড ফোন নেম জেনারেটর নামের একটি প্রযুক্তিসাইট পরবর্তী অ্যান্ড্রয়েড ফোনটির নাম আগেই ধারণা করে হৈচৈ ফেলে দিয়েছে।
No comments:
Post a Comment