টেক জায়ান্টদ্বয় অ্যাপল এবং গুগল পরিধেয় ডিভাইস তৈরি করছে বলেই খবর চাউর হয়েছে। এদের তৈরি পরিধেয় প্রযুক্তি স্মার্টফোনে ডেটা পাঠাতে সক্ষম হবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
নিউ হয়র্ক টাইমস-এর একটি প্রযুক্তি ব্লগ সম্প্রতি উল্লেখ করেছে, ‘গুগল এক্স’ নামে গুগলের গোপন ল্যাবে নতুন ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি হচ্ছে। সূত্রমতে, নতুন এ প্রযুক্তিপোশাক গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।
এদিকে, টেক জায়ান্ট অ্যাপল নতুন বাঁকনো চশমা এবং হাতঘড়ির মতো আইপড তৈরি করছে বলেও খবর রটেছে। এ ডিভাইসগুলোতে ব্যক্তিগত সফটওয়্যার ‘সিরি’ ব্যবহৃত হবে এবং আইফোনে যোগাযোগ করা যাবে।
প্রযুক্তিসাইট বিটস-এর তথ্যমতে, পরিধেয় বেশকিছু ডিভাইস তৈরির কাজ করছেন অ্যাপল-এর কিছু কর্মকর্তা। তারা নতুন প্রযুক্তি ফ্যাশন তৈরির কাজটি করছেন বরাবরের মতো আড়ালেই।
নিউ হয়র্ক টাইমস-এর একটি প্রযুক্তি ব্লগ সম্প্রতি উল্লেখ করেছে, ‘গুগল এক্স’ নামে গুগলের গোপন ল্যাবে নতুন ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি হচ্ছে। সূত্রমতে, নতুন এ প্রযুক্তিপোশাক গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবে।
এদিকে, টেক জায়ান্ট অ্যাপল নতুন বাঁকনো চশমা এবং হাতঘড়ির মতো আইপড তৈরি করছে বলেও খবর রটেছে। এ ডিভাইসগুলোতে ব্যক্তিগত সফটওয়্যার ‘সিরি’ ব্যবহৃত হবে এবং আইফোনে যোগাযোগ করা যাবে।
প্রযুক্তিসাইট বিটস-এর তথ্যমতে, পরিধেয় বেশকিছু ডিভাইস তৈরির কাজ করছেন অ্যাপল-এর কিছু কর্মকর্তা। তারা নতুন প্রযুক্তি ফ্যাশন তৈরির কাজটি করছেন বরাবরের মতো আড়ালেই।
No comments:
Post a Comment