‘গুগল এক্স’ নামের গোপন এক পরীক্ষাগারে সার্চ জায়ান্ট গুগল তাদের ভবিষ্যৎ পণ্যগুলো নিয়ে কাজ করছে। ‘গুগল এক্স’ নামের এ গবেষণাগারের অবস্থান কোথায় তা স্বয়ং গবেষকরাও জানেন না। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।
গুগলের গোপন এ পরীক্ষাগারেই চলছে নতুন ধরনের পণ্য তৈরির কাজ। নতুন পণ্য তৈরির জন্য ১০০টিরও বেশি আইডিয়া নিয়ে একটি তালিকা তৈরি হয়েছে গুগল ল্যাবে। আর এ আইডিয়াগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।
গুগল তাদের গোপন গবেষণাগারে কি হচ্ছে সে বিষয়ে এতোটাই গোপনীয়তা বজায় রেখে চলেছে যে, সেখানে যারা কাজ করেন তারা নিজেরাও জানেন না তাদের অবস্থান কোথায়।
গুগলের লিস্টে থাকা পণ্যগুলোর বেশকিছু আগামী বছরেই বাজারে আসতে পারে বলেও খবর রটেছে।
গুগলের গোপন গবেষণাগার বিষয়ে এমআইটি-এর বিশেষজ্ঞ রডনি ব্রুকস জানিয়েছেন, ‘গুগল সাধারণ কোনো কোম্পানি নয়, তাই এখনো কোনো কিছু প্রয়োগ করেনি।’
গুগল কর্তৃপক্ষ ‘গুগল এক্স’ বিষয়ে কোনো মন্তব্য না করলেও গুগল সিইও ল্যারি পেজ যে ‘গুগল এক্স’-এ দীর্ঘসময় ধরে কাজ করছেন সে তথ্যটি ফাঁস হয়ে গেছে।
No comments:
Post a Comment