26 December 2011

গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছেন স্টিভ জবস


অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেয়া হবে। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।

রেকর্ডিং অ্যাকাডেমি জানিয়েছে, গান ছড়িয়ে দেয়া এবং গান শোনার ধরন পাল্টে দিয়েছিলেন স্টিভ জবস। তার অবদানের জন্যই ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস’ দেয়া হবে তাকে।

রেকর্ডিং অ্যাকাডেমি এক বৃবিতিতে জানিয়েছে, ‘স্টিভ জবস পণ্য এবং প্রযুক্তি তৈরি করে আমদের গান শোনা, টিভি দেখা, বই পড়ার ধরন পাল্টে দিয়েছিলেন। একজন সৃষ্টিশীল দূরদর্শী মানুষ হিসেবে আইপড, আইটিউনস স্টোর এর মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য এবং ক্ষেত্র তৈরি করে সঙ্গীত কেনার এবং সঙ্গীত শোনার ক্ষেত্র পাল্টে দিয়েছিলেন তিনি।’

১১ ফেব্রুয়ারি ট্রাস্টি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে স্টিভ জবসকে গ্র্যামি পুরষ্কার দেয়া হবে। এ বছর ৫ অক্টোবর মারা গেছেন স্টিভ জবস।

উল্লেখ্য, ২০০২ সালে অ্যাপল টেকনিক্যাল ক্যাটেগরিতে গ্র্যামি জিতেছিলো।

No comments:

Post a Comment