সাফিক্সটি ব্যবহার করে হ্যাকাররা স্প্যাম পাঠানো ও অর্থ চুরির মতো অপরাধ করছে। আরএসএ অ্যান্টি-ফ্রড ইউনিট নিরাপত্তা সংস্থার কর্মী ওরেন ডেভিড বলেন, “আমার মনে হয় না, এটি একটি রাজনৈতিক বিষয়। এটি শুধুই অবৈধ একটি ব্যবসা।”
ডেভিড এবং অন্যান্য বিশেষজ্ঞরা জানান, ২০১১ সালে রাশিয়া ডটআরইউ সাফিক্সটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হ্যাকাররা ডটএসইউ সাফিক্সটি ব্যবহার শুরু করে।
গ্রুপ-আইবির আন্দ্রেই কোমারোভ জানান, সোভিয়েত ডোমেইনে অনেক সমস্যা রয়েছে। তিনি বলেন, “আমার মতে, অর্ধেকেরও বেশি সাইবার অপরাধী এবং প্রাক্তন ইউএসএসআর সাফিক্সটি ব্যবহার করে।”
কোমারোভ আরও জানান, এক লাখ ২০ হাজারেরও বেশি ডোমেইন সাফিক্সটিতে রেজিস্টার্ড অবস্থায় আছে। এখন এটি বন্ধ করাটাও খুবই জটিল একটি কাজ।