08 April 2013

অ্যান্ড্রয়েডের জন্য ফেইসবুকের নতুন অ্যাপ ‘হোম’


মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড’ চালিত স্মার্টফোনের জন্য শীর্ষস্থানীয় সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুক নিয়ে এসেছে নতুন অ্যাপ ‘হোম’। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ফেইসবুকের ‘হোম’ অ্যাপ সোশ্যাল নেটওয়ার্কটির সব ফিড নিয়ে আসবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মেইন স্ক্রিনে।
‘হোম’ ইনস্টল করার পর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর স্মার্টফোনের মেইন স্ক্রিনেই চলে আসবে ফেইসবুক অ্যাকাউন্টের সব আপডেট। বাড়তি কোনো অ্যাপ চালু না করেই মেইন স্ক্রিন থেকেই চ্যাট করার সুবিধাও পাওয়া যাবে ‘হোম’ ইনস্টল করা থাকলে। স্ট্যাটাস আপডেট, কমেন্ট, লাইক দেয়া, এর সবই করা যাবে মেইনস্ক্রিনে থেকে হোম ব্যবহার করে। নোটিফিকেশনগুলোও চলে আসবে মেইন স্ক্রিনে।

ফেইসবুক নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনবে এমন গুজব অনেকদিন ধরেই রটেছিলো। তবে আলাদা স্মার্টফোন না এনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি অ্যাপ এনে সেই গুজবে একরকম পানি ঢেলে দিলো ফেইসবুক।
তবে এই অ্যাপটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিরুপ প্রভাব ফেলতে পারে বলে আশংকা করছেন অনেকেই। ‘হোম’ অ্যাপটি চালু করার পর স্মার্টফোনটি চুরি হয়ে গেলে অথবা হারিয়ে ফেললেই বেহাত হতে পারে ব্যক্তিগত গোপন তথ্য।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি। এর আগে ১২ এপ্রিল থেকেই নতুন ছয়টি স্মার্টফোনে প্রি ইনস্টল করা থাকবে অ্যাপটি। এর মধ্যে প্রথম স্মার্টফোনটি হবে এইচটিসি ফার্স্ট।

৪ দশকে মোবাইল ফোন


1 / 1
প্রথম মোবাইল ফোন কলটি করা হয়েছিলো ১৯৭৩ সালের ৩ এপ্রিল। বিবিসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কলিগকে কল করে বিশ্বের প্রথম মোবাইল ফোন দিয়ে কথা কথা বলার দাবিটা বেশ বুক ফুলিয়ে করেছিলেন মটোরোলার সিনিয়র ইঞ্জিনিয়ার মার্টি কুপার।
 
মোবাইল ফোন থেকে প্রথম কল করার পর পেরিয়ে গেছে ৪০ বছর। চার দশক পেরিয়ে ২০১৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন পা দিলো ৪১তম বছরে।
মোবাইল ফোনের ‘জনক’ বলা হয় মার্টি কুপারকে। প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলোর দাম পড়তো প্রায় ৩,০০০ ডলার। আর সেটগুলোও ছিলো বেশ বড় আকারের। আকার আর দামের কথা চিন্তা করে মোবাইল ফোনগুলো পুরোদস্তুর বাণিজ্যিক পণ্য হিসেবে খুব একটা সুবিধা করতে পারবে না বলে বিবিসিকে বলেছিলেন কুপার।
বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে কুপার আরো বলেছিলেন, ‘তবে আমরা এমন একটা মোবাইল ফোনের স্বপ্নও দেখেছিলাম, যা এতোই ছোট হবে যে, কানে ঝুলিয়ে রাখা যাবে। এটা আমাকে সত্যিই আনন্দ দেয় যে, মোবাইল ফোন জীবনযাত্রার উন্নয়নে প্রভাব ফেলতে পেরেছে।
চার দশকে পৃথিবীতে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০০ কোটি। ২০১২ সালেই এই তথ্য জানিয়েছিলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ওই একই সময় পৃথিবীর জনসংখ্যা ছিলো ৭০০ কোটি।

জুলাইয়ে আসছে নতুন নেক্সাস সেভেন


নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন একটি ভার্সন বাজারে ছাড়ছে টেক জায়ান্ট গুগল। গোপন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই মাসেই বাজারে আসবে নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি।
রয়টার্স জানিয়েছে, নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি বানিয়েছে আসুসটেক। ট্যাবলেটটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে। নেক্সাসের আগের মডেলটি থেকে পাতলা হবে নতুন ভার্সনটি।
নেক্সাস সেভেনের প্রথম ভার্সনটিও বানিয়েছিলো আসুসটেক। এনভিডিয়া টেগরা থ্রি প্রসেসর চালিত ট্যাবলেটটির স্ক্রিন রেজুলিউশন ছিলো ১২৮০ বাই ৮০০ পিক্সেল। রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, পুরনো ভার্সনটির তুলনায় স্ক্রিন রেজুলিউশন বেশি হবে নতুন নেক্সাস সেভেনে।
নেক্সাস সেভেনের নতুন ভার্সন সম্পর্কে ওই তথ্যগুলো গুগল নিশ্চিত না করলেও রয়টার্স জানিয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ডিসম্বেরের মধ্যে ৮০ লাখ নতুন নেক্সাস সেভেন বিক্রি করবে গুগল।
ট্যাবলেটটির নতুন ভার্সনের দাম কতো হবে, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি রয়টার্স। তবে পুরনো নেক্সাস সেভেনের বর্তমান বাজারমূল্য ১৯৯ ডলার।

উত্তর কোরিয়াকে অ্যানোনিমাসের হুমকি

বিজিআর জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘স্বৈরাচারী’ সরকারের বিরুদ্ধে ‘অপারেশন ফ্রি কোরিয়া’ নামের এক কর্মসূচি শুরু করেছে অ্যানোনিমাস হ্যাকাররা। দেশটির শাসক কিম জং-উনের পদত্যাগ এবং গণতন্ত্র চালু করার দাবি জানিয়েছে হ্যাকারদের সংগঠনটি। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং দেশটির নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ওপর সব বাধানিষেধ উঠিয়ে নেবার দাবিও জানিয়েছে অ্যানোনিমাস।

দেশটির স্থানীয় ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, ইমেইল সার্ভার এবং ওয়েব সার্ভারের পাসওয়ার্ড নিজেদের হাতে রয়েছে বলে দাবি জানিয়েছে অ্যানোনিমাস। দাবি পূরণ করা না হলে পুরো শক্তি নিয়ে উত্তর কোরিয়ার ওপর সাইবার আক্রমণ চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।
অ্যানোনিমাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরিমিনজোকিরি ডটকমের ১৫ হাজার মেম্বারের যাবতীয় রেকর্ড রয়েছে আমাদের কাছে। প্রথমে আমরা তোমাদের ব্যক্তিগত ডেটা মুছে দেবো। তারপর মুছে দেবো স্বৈরাচারী সরকারকে।’
দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার চলতি সামরিক টানাপোড়নের মধ্যেই এই হুমকি দিয়েছে অ্যানোনিমাস। তবে হ্যাকারদের সংগঠনটি এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, মার্কিন সরকারকে সমর্থন করতে নয় বরং উত্তর কোরিয়ার নাগরিকদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যেই মাঠে নেমেছে তারা।