সম্প্রতি বিনামূল্যে জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের ধারণ ক্ষমতা বাড়িয়ে ১০ গিগাবাইট করেছে সার্চ জায়ান্ট গুগল। গুগলের ক্লাউড স্টোরেজ সেবা গুগল ড্রাইভের উদ্বোধন উপলক্ষেই ব্যবহারকারীদের জিমেইলে এই বাড়তি জায়গা দিয়েছে তারা। খবর দি নেক্সট ওয়েব-এর।
সূত্র জানিয়েছে, এর আগে যে কেউ বিনামূল্যে জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করে প্রায় সাড়ে সাত গিগাবাইট জায়গা পেতেন। গুগল তা সম্প্রতি ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ গিগাবাইট করেছে। জিমেইলের লগইন পেইজেই বরাবরের মতো এই তথ্য দিয়ে রেখেছে গুগল।
দি নেক্সট ওয়েব বলছে, গুগল ড্রাইভের পাশাপাশি জিমেইলের এই বাড়তি জায়গাও ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করা সম্ভব। কেবল একটি ফাইল অ্যাটাচমেন্টে জুড়ে দিয়ে নিজের ঠিকানায় ইমেইল করলেই তা ক্লাউডে সংরক্ষিত থাকবে। অর্থাৎ, কেবল জিমেইল আর গুগল ড্রাইভ থাকলেই যে কেউ ১৫ গিগাবাইট জায়গা একেবারে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে ইউটিউব আর গুগল প্লাসে ভিডিও ও ছবির জন্য সীমাহীন জায়গা তো রয়েছেই।
সূত্র জানিয়েছে, এর আগে যে কেউ বিনামূল্যে জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করে প্রায় সাড়ে সাত গিগাবাইট জায়গা পেতেন। গুগল তা সম্প্রতি ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ গিগাবাইট করেছে। জিমেইলের লগইন পেইজেই বরাবরের মতো এই তথ্য দিয়ে রেখেছে গুগল।
দি নেক্সট ওয়েব বলছে, গুগল ড্রাইভের পাশাপাশি জিমেইলের এই বাড়তি জায়গাও ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করা সম্ভব। কেবল একটি ফাইল অ্যাটাচমেন্টে জুড়ে দিয়ে নিজের ঠিকানায় ইমেইল করলেই তা ক্লাউডে সংরক্ষিত থাকবে। অর্থাৎ, কেবল জিমেইল আর গুগল ড্রাইভ থাকলেই যে কেউ ১৫ গিগাবাইট জায়গা একেবারে বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে ইউটিউব আর গুগল প্লাসে ভিডিও ও ছবির জন্য সীমাহীন জায়গা তো রয়েছেই।