25 August 2011

আবারো প্রাইভেসিতে পরিবর্তন আনছে ফেসবুক

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক কর্র্তৃপক্ষ সাইটটিতে বড়ো ধরনের পরিবর্তন আনছে। কর্তৃপক্ষের ভাষ্য, ‘প্রাইভেসি কন্ট্রোল’ আরো সহজ এবং নিরাপদ করতেই এ পরিবর্তন আসছে ফেসবুকে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।






সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাইভেসি এবং নিরাপত্তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষকে বেশ সমালোচনা সইতে হয়েছে। নতুন একটি প্রাইভেসি টুলবার ফেসবুকে যুক্ত করে প্রাইভেসির বিষয়টিকে ফেসবুক গুরুত্ব দিয়েছে। এ টুলবার প্রাইভেসি কন্ট্রোল আরো সহজ করবে বলেই জানা গেছে।

জানা গেছে, নতুন টুলবারের সাহায্যে কে ব্যবহারকারীর তথ্য বা ছবি দেখবে বা দেখার সুযোগ পাবে না সে বিষয়টি ব্যাবহারকারীর জন্য আরো সহজ হবে। 

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টুলবার আনতে ছয়মাসেরও বেশি প্রাইভেসি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে। 

জানা গেছে, সবচেয়ে বড়ো পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে ‘অ্যাপ্রুভাল’ বিষয়টিকে। এ ফিচারটির বৈশিষ্ট্য হচ্ছে, কোনো পোস্ট ব্যবহারকারীর অনুমতি ছাড়া ওয়ালে দেখাবে না।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৫ আগস্ট বৃহস্পতিবার থেকে চালু হবে ফেসবুকের নতুন এ প্রাইভেসি কন্ট্রোল ফিচার।

১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল

সৌর প্যানেল সব সময় সমতল হতে হবে এমন কোনো কথা নেই। সম্প্রতি গাছ আকৃতির সৌর প্যানেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোর। তিনি গাছের ডালের মতো করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সমতল প্যানেলের চাইতে দ্বিগুণ আলো সংগ্রহ করতে পারে। খবর সিনেট-এর।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইডান ড্রয়ার নামের ৭ গ্রেডের এক শিক্ষার্থী পিভিসি পাইকে গাছের ডালের আকৃতি দিয়ে এ সোলার প্যানেল তৈরি করেছেন।ড্রয়ার জানিয়েছেন, ‘আমি প্রথমে খেয়াল করেছিলাম গাছের ডাল ফিবোনাচ্চি সংখ্যাক্রম মেনে চলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্যই গাছের ডালগুলো এ সংখ্যা মেনে চলে। আর এ বিষয়টি বুঝতে পেরেই আমি একটি সমতল সোলার প্যানেল এবং গাছের আকৃতির সোলার প্যানেল তৈরি করেছিলাম। সেখানে এক বছরের আলো সংগ্রহের হিসেবে সমতল প্যানেলকে পেছনে ফেলেছে গাছের আকৃতির এ প্যানেল।’সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আইডান ড্রয়ার তার এ উদ্ভাবন বিষয়ে একটি গবেষণা পত্রও লিখেছে। তার লেখাটি আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ইয়াং ন্যাচারালিস্ট অ্যাওয়ার্ড জিতেছে।জানা গেছে, নিজের উদ্ভাবিত সৌর প্যানেলের জন্য পেটেন্ট আবেদনও করেছেন ড্রয়ার।