আলোচিত ‘গুগল গ্লাস’ প্রকল্প নিয়ে আবারও মাঠে নামছে ওয়েবজায়ান্ট গুগল। তবে এবার পুরো ডিভাইস ডিজাইন করা হবে নতুন করে। প্রকল্পের নেতৃত্ব দেবেন টনি ফ্যাডেল।
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আইপড বিভাগের প্রধান টনি ফ্যাডেলের নেতৃত্বে ‘গুগল গ্লাস’ একেবারে নতুন করে ডিজাইন করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
গুগল গ্লাসের প্রথম সংস্করণটির বিক্রি ও নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে জানুয়ারি মাসে। এবার পুরো নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার পরই বাজারজাত করা হবে ওই স্মার্টগ্লাস।
২০১১ সালে উন্মোচন করা হলেও ‘গুগল গ্লাস’ প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করে ২০১২ সালের মাঝামাঝি সময়ে। ডেভেলপার্স কনফারেন্সে স্মার্টগ্লাসটির সম্ভাব্য কার্যক্ষমতার প্রদর্শনী করে ডেভেলপার আর প্রযুক্তিভক্ত উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিল গুগল।
ডিভাইসটির দুর্বল পারফর্মেন্স আর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মূল নির্মাতাদের অনেকেই প্রকল্পটি ত্যাগ করেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তবে টনি ফ্যাডেল প্রকল্পটির হাল ধরায় আবারও আলোচনায় ফিরেছে ডিভাইসটি। প্রযুক্তিপণ্যের বাজারে ‘ফাদার অফ আইপড’ নামেই বেশি পরিচিত তিনি।
অ্যাপল ছাড়ার পর থার্মোস্ট্যাট নির্মাতা প্রতিষ্ঠান নেস্ট ল্যাবস প্রতিষ্ঠা করেন ফ্যাডেল। গুগল ২০১৪ সালের জানুয়ারি মাসে নেস্ট ল্যাবস কিনে নেওয়ার ফলে গুগলে যোগ দেন তিনি।