বিল গেটস কি আবারো মাইক্রোসফটের দায়িত্ব নিয়ে ফিরে আসছেন? এ প্রশ্নটির বিশ্লেষণ করে প্রভাবশালী সাময়িকী ফরচুন ৮ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। আর তার ফলেই বিল গেটসের ফেরা না ফেরা নিয়ে প্রযুক্তিব্লগগুলো এখন তোলপাড়। ফরচুন সাময়িকীর ওই প্রতিবেদনে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও দায়িত্ব নিয়ে ফেরার কথা ভাবছেন বলে জানানো হয়েছে। খবর ফরচুন সাময়িকী এবং কম্পিউটার ওয়ার্ল্ড-এর।২০০৮ সালে মাইক্রোসফটের সিইও এবং চিফ সফটওয়্যার আর্কিটেক্ট-এর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিল গেটস। তবে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাইক্রোসফটে চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এমন বাস্তবতায় ফরচুন সাময়িকীর প্রতিবেদন বলছে, প্রতিদিনের কাজ তদারকির জন্য আবারো ফিরে আসার কথা ভাবছেন তিনি।এদিকে, বিভিন্ন প্রযুক্তি ব্লগ বিল গেটসের ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই বিভিন্ন লেখা প্রকাশ করছে। ওই ব্লগ আর্টিকেলগুলোর প্রায় প্রতিটিতেই বিভিন্ন যুক্তি দিয়ে তার ফেরার সম্ভবনা নাকচ করে দেয়া হচ্ছে।
বিল গেটস বর্তমানে তার ‘গেটস ফাউন্ডেশন’-এর কাজে ব্যস্ত। এমনকি, চলতি বছরের জুন মাসে বৃটিশ দৈনিক মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাইক্রোসফটে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন।
মাইক্রোসফটের জন্য বিল গেটস এখনও সময় দেন, তবে পুরো দায়িত্ব আবারও তিনি কাঁধে নেবেন এমন বিষয়ে প্রযুক্তিবিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন।
সম্প্রতি বিল গেটস চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরমাণু চুল্লী তৈরির কাজে হাত দিচ্ছেন বলেও জানা গেছে। বিল গেটস ফিরছেন কি ফিরছেন না এ বিষয়টি তোলপাড় হলেও গেটস নিজে বা মাইক্রোসফট কর্তৃপক্ষ কেউই এখনো মুখ খোলেনি।
বিল গেটস বর্তমানে তার ‘গেটস ফাউন্ডেশন’-এর কাজে ব্যস্ত। এমনকি, চলতি বছরের জুন মাসে বৃটিশ দৈনিক মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মাইক্রোসফটে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন।
মাইক্রোসফটের জন্য বিল গেটস এখনও সময় দেন, তবে পুরো দায়িত্ব আবারও তিনি কাঁধে নেবেন এমন বিষয়ে প্রযুক্তিবিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন।
সম্প্রতি বিল গেটস চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পরমাণু চুল্লী তৈরির কাজে হাত দিচ্ছেন বলেও জানা গেছে। বিল গেটস ফিরছেন কি ফিরছেন না এ বিষয়টি তোলপাড় হলেও গেটস নিজে বা মাইক্রোসফট কর্তৃপক্ষ কেউই এখনো মুখ খোলেনি।
No comments:
Post a Comment