01 August 2013

British ISP: “Want Filtering? Move to North Korea!”

One Internet service provider from the United Kingdom simply told its subscribers that if they want filtering they should choose another provider or move to North Korea.

David-Cameron-001.jpg


In response to David Cameron’s unpopular pornography filtering crusade, an ISP Andrew & Arnolds pointed out that the authorities demanded providers to offer filtering as an option, so they offered an active choice when users sign up. The subscribers are suggested to choose between two options: unfiltered internet access and censored internet access. The first option means no filtering of any material within the ISP network, with the user being responsible for any filtering in their own network. The other option offers restricted access to unpublished government mandated filter list and Daily Mail website, but still fails to guarantee that children are safe from porn. In case the potential clients choose the latter option, the ISP tells they have to either pick another provider or move to North Korea. Andrew & Arnolds claims: “Our services are all unfiltered” and wonders if that is enough of a choice for the government.

The ISP also believes that it isn’t up to the broadband provider to filter access. Andrew & Arnolds assures that they don’t try and log or limit what users are accessing, saying that it’s subscribers’ responsibility to stick to the laws that apply to them. Of course, some convincingly snarky reasoning behind the A&A’s actions followed, like welcoming customers to create their own adult content filters or suggesting that parental responsibility may be more effective than a state filtering policy which is technically doomed to fail anyway.

Moreover, the ISP offers some pretty solid advice on how to protect from snooping, along with a call to use encryption for all regular Internet traffic wherever possible. Indeed, Cameron’s “opt-in” option for all adult material is strongly criticized as a slippery slope which could lead to wider censorship for something else. Critics claim that it is widely seen outside the pages of the Mail as a power grab dressed up as a moral crusade that has set a nasty precedent for online basic freedoms.

Google Accounts for 25% of all American Traffic

A survey by online monitoring company Deepfield revealed that Google takes a quarter of American Internet traffic. Over 60% all web-enabled devices exchange traffic with Google’s servers on a daily basis. In other words, the tech giant is bigger than Facebook, Netflix, and Twitter altogether.
 
edff508e771da0f8ad00e661775e36db663d1fb2.jpeg

Experts of the monitoring firm explained that based on measurements of end device and user audience share, 60% of all web end devices and users exchange traffic with Google servers every day. The survey covers computers, mobile devices, game consoles, home media appliances, and other embedded devices. In the meantime, it isn’t just Google’s search sucking up the traffic – in fact, the tech giant also gets huge amounts of traffic via its analytics, hosting, and advertising platforms. In addition, the company harvests other sources of traffic, like its Google Global Cache servers, used by most of American Internet providers and in over 100 other countries. The experts admit that this is a huge jump on previous figure – according to the 2010 study on Google’s web traffic, the company only had 6%

এশিয়ায় দুর্যোগের আগাম তথ্য জানাতে ৬ টি অ্যাপ্লিকেশন

 এশিয়া মহাদেশে প্রাকৃতিক দুর্যোগ এক নিত্তনৈমত্তিক ব্যাপার। প্রতি বছর বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি প্রভৃতি নানান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য মানুষ। যদিও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার মত ক্ষমতা এখনও মানুষের হাতে আসেনি, তবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে স্বাভাবিকভাবেই যেকোনো দুর্যোগ মোকাবিলা অনেক সহজ হয় ও ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব হয়। সৌভাগ্যবশত বিভিন্ন সংস্থা ও দল মিলে তাদের দুর্যোগ মোকাবিলা ও ত্রাণকার্য্যের সুবিধার কারণে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। এমনি ছয়টি অ্যাপ্লিকেশন নিয়ে আজকের আলোচনা যেগুলো বিভিন্ন দুর্যোগে মানুষকে পূর্বপ্রস্তুতি নিতে সহয়তা করবে।

১. প্রজেক্ট নোয়াহ (Project NOAH)

1.png
প্রজেক্ট নোয়া “Project NOAH (Nationwide Operational Assessment of Hazards)” হচ্ছে ফিলিপাইন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সরকারী মোবাইল অ্যাপ্লিকেশন। এটি আবহাওয়ার খবর কিংবা বন্যা পূর্বাভাসের মত অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা দিয়ে থাকে। এছাড়া এটি ফিলিপাইনের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের সম্ভাবনা, রাডারে ধারণকৃত ছবি ও ঘূর্ণিঝড় পূর্বাভাস দিয়ে থাকে। এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও ছবি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, জিমেইল এমনকি ব্লুটুথের মাধ্যমে শেয়ার করা যাবে।

২. ফ্লাড পেট্রোল (Flood Petrol)

2.png
ফিলিপাইনের বন্যা পর্যবেক্ষণ ও চিহ্নিত করার উদ্দেশ্যে এন্টিনিও জাভা ওয়্যারলেস কম্পেটেন্সির বন্যা পর্যবেক্ষণ অধিদপ্তর ও প্রোজেক্ট নোয়া একযোগে কাজ করে থাকে। ফ্লাড পেট্রোল অ্যাপলিকেশনটি শুধু যে একটি নির্দিষ্ট এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাই নয়, এটি আরও উন্নত ম্যাপিং সেবা দিতে ঐ এলাকার অধিবাসীদের কাছ থেকে বন্যা পরিস্থিতির বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রজেক্ট নোয়া’র নিকট প্রেরণ করে থাকে। এই প্রতিবেদনগুলো পরে কোন এলাকায় ত্রাণ সহয়তা বেশি দরকার তা নির্ধারণ করতে সাহায্য করে।

৩. ওয়াটার ফর থাই (Wayter4Thai)

3.png
‘ওয়াটার ফর থাই’ অ্যাপ্লিকেশনটি থাইল্যান্ডের অধিবাসীদেরকে আসন্ন বন্যা সম্পর্কে পূর্বাভাস দিয়ে সহয়তা করে থাকে। এটি জাতীয় আবহাওয়া বিভাগ থেকে আবহাওয়া ও বৃষ্টিপাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। এছাড়া নদীতে পানির উচ্চতা সম্পর্কিত তথ্যও প্রকাশ করে থাকে। এটি মূলত চার্ট, গ্রাফ ও লিস্টের মাধ্যমে তথ্য প্রকাশ করে থাকে।

৪. সুনামি ট্র্যাকার (Tsunami Tracker)

4.png
২০০৪ সালের ভয়াবহ সুনামি বিশ্বকে থমকে দেয়। তারপর আরও একবার ২০১১ সালে জাপানে ভয়াবহ সুনামিতেও। এর পরেই ভূমিকম্প পরবর্তী সুনামি সম্পর্কিত তথ্য আগাম জানার উপায় খুঁজে বের করতে তোড়জোড় শুরু হয়। এটি ন্যাশনাল ওশেনিক অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে সরাসরি বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রদান করে থাকে। এছাড়া এটি এশিয়ার বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা হতে ইমারজেন্সি ফোনকল প্রয়োজনীয় নম্বরে প্রেরণ করার কাজও করে থাকে।

৫. ডিজাস্টার অ্যালার্ট (Disaster Alert)

5.png
এই অ্যাপ্লিকেশনটি নিজের নামের মতই বিশ্বের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে তালিকা প্রকাশ করে থাকে। এটি একই সময়ে বিভিন্ন স্থানের দুর্যোগ সম্পর্কিত তথ্যের যোগান দিতে সক্ষম।

৬. ইউবি অ্যালার্ট - ডিজাস্টার অ্যালার্ট নেটওয়ার্ক (ubAlert – Disester Alert Network )

6.png
অন্যান্য দুর্যোগ সম্পর্কিত অ্যাপ্লিকেশনের মত এই অ্যাপ্লিকেশনটি কেবলমাত্র যে বিভিন্ন সংস্থার ওয়েবসাইট ঘেঁটে তথ্য সংগ্রহ করে তা নয়। বরঞ্চ এটি ব্যবহারকারীদের নিকট হতেও তথ্য সংগ্রহ করে। এটি গ্রাফ, লিস্ট, চার্ট, চিত্র, এবং ভিডিওর মাধ্যমে তথ্য সরবরাহ করে থাকে যেগুলো পরে ইমেইল, ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করা যাবে। আরেকটি মজার ব্যাপার হল এটি আবহাওয়ার তথ্য ছাড়াও সন্ত্রাসী হামলা ও কোন এলাকায় ভাইরাস সংক্রান্ত মহামারীর তথ্য দিতে সক্ষম।
সবশেষে বলা যায় যে, এই এ ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমাদের দেশের জন্যে উপযোগী করে তৈরি করা হলে প্রতি বছর লাখো মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে আগে থেকেই সতর্ক হতে পারবে।
তথ্যসূত্রঃ ম্যাশেবল