10 April 2013

সাহায্য কর্মীদের রক্ষা করবে ব্রেসলেট


বিরুপ পরিস্থিতিতে কাজ করা সাহায্য কর্মীদের অপহরণ ও হত্যার হাত রক্ষা করতে খুব শীঘ্রই আসছে উন্নত প্রযুক্তির ব্রেসলেট। বিপজ্জনক পরিস্থিতিতে ব্রেসলেটটি স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কর্মীর অবস্থান। ব্রেসলেটটি তৈরি করেছে ‘সিভিল রাইট ডিফেন্ডারস ক্যাম্পেইন গ্রুপ’।  সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এটি জানিয়েছে।

ব্রেসলেটটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম উপগ্রহ ও মোবাইল ফোন প্রযুক্তি। প্রয়োজন মনে করলে ব্যবহারকারী নিজেই ব্রেসলেটটির মাধ্যমে নিজের পরিস্থিতি জানাতে পারবেন। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে নিজের অবস্থান জানানোর মতো প্রযুক্তি থাকবে ব্রেসলেটটিতে। জোর করে খুলে নিতে গেলেই বিপদ সংকেত পাঠাবে ব্রেসলেটটি। মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রেসলেটটির মাধ্যমে একটি সম্পূর্ণ মেসেজ পাঠানো যাবে।

এ সপ্তাহেই বেশ কিছু ব্রেসলেট দেয়া হবে সাহায্য কর্মীদের। আরো ব্রেসলেট তৈরির জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। ২০১৪ সাল নাগাদ মোট ৫৫টি ব্রেসলেট সাহায্য কর্মীদের দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের।

২০০৯ সালে চেচনিয়ার অধিকার কর্মী নাটালিয়া এস্টেমিরোভা দায়িত্বপালনরত অবস্থায় মারা যান। ওই ঘটনার পর প্রতিষ্ঠানটি সাহায্য কর্মীদের রক্ষায় উন্নত প্রযুক্তির ব্রেসলেট তৈরির পরিকল্পনা হাতে নেয়।

আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য গুগল আনলো কুইকঅফিস


আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিজের স্মার্টফোনেই মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এডিট করার সুবিধা দিতে গুগল নিয়ে এসেছে নতুন কুইক অফিস অ্যাপ। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, গুগলের কুইক অফিস অ্যাপ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট বানানো থেকে শুরু করে এডিট পর্যন্ত সবই করতে পারবেন একজন ব্যবহারকারী।

টেকট্রি জানিয়েছে, গুগল অ্যাপসের বিজনেস সাবস্ক্রাইবাররা অ্যাপটি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। অন্য আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কুইকঅফিস প্রো অ্যাপটির জন্য খরচ করতে হবে ১৫ ডলার। আর অ্যাপটির ট্যাবলেট ভার্সন কুইকঅফিস প্রো এইচডির জন্য খরচ করতে হবে ২০ ডলার।

গুগল ডিভাইসে ডক ফাইল ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগ ছিলো অনেকদিন ধরেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কুইকঅফিস অ্যাপটি চালু হওয়ায় এখন আর ওই অভিযোগের মুখে পড়তে হবে না গুগলকে। ২০১২ সালের জুনে অ্যাপটির মালিকানা কিনে নিয়েছিলো গুগল। প্রথম দিকে কেবল অ্যাপল এবং নোকিয়ার তৈরি ডিভাইসেই ব্যবহার করা যেত অ্যাপটি।