12 December 2011

নতুন চেহারায় টুইটার


নতুন রূপ পেয়েছে মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার। পারফর্মমেন্স আরো ভালো করতেই নতুন সংস্করণে এ পরিবর্তন আনলো কর্তৃপক্ষ। খবর রয়টার্স-এর।

বিজ্ঞাপনের অংশ বাড়াতে অনেকটাই সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুককে টুইটার অনুকরণ করছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে নতুন চেহারার টুইটারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

টুইটারে চিফ এক্সিকিউটিভ ডিক কস্টোলো জানিয়েছেন, ‘নতুন সংস্করণের টুইটারে ব্যবহারকারীর তথ্য দ্রুত শেয়ার প্রক্রিয়াকে আমরা আরো সহজ করেছি।’

টুইটারের নতুন এ সংস্করণ আসলো টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি‘র হাত ধরে। এ বছর মার্চ মাসে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে টুইটারে ফিরেছেন তিনি।

টুইটারে প্রোফাইল পেজসহ বেশকিছু নতুন ফিচার যোগ হয়েছে যা টুইটারে অনেকটা ‘ফেসবুকের মতো’ অভিজ্ঞতা দেবে বলেই টুইটার কর্তৃপক্ষের ভাষ্য।

No comments:

Post a Comment