06 May 2013

বৃহত্তম সাইবার আক্রমণের ঘটনায় গ্রেপ্তার


২৩ মার্চ ঘটা ‘বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণ’-এর ঘটনায় জড়িত সন্দেহে এক ডাচ নাগরিককে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ডাচ পুলিশের অনুরোধে স্পেনের বার্সেলোনা থেকে ওই ডাচ নাগরিককে গেপ্তার করে স্থানীয় আইনশৃক্সখলা রক্ষা বাহিনী।

গ্রেপ্তার ডাচ নাগরিক নেদারল্যান্ডসের হোস্টিং ফার্ম সাইবারবাংকারের ব্যবস্থাপক স্ভেন কাম্ফিয়াস বলে সন্দেহ করছে পুলিশ। মার্চ মাসের শেষ দিকে স্প্যাম ফিল্টার প্রতিষ্ঠান স্প্যামহসের উপর সাইবার আক্রমণ চালিয়েছিল সাইবারবাংকার। বিবিসি এবং গার্ডিয়ানের মতো একাধিক প্রভাবশালী বার্তা সংস্থা এই ঘটনাকে ‘বিশ্বের বৃহত্তম সাইবার আক্রমণ’ বলে জানিয়েছিল।

মার্চের শেষের দিকেই স্প্যামহসের উপর ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস আক্রমণ শুরু করেছিল সাইবারবাংকার। ডিডিওএস আক্রমণের সময় প্রচুর ডেটা পাঠিয়ে প্রতিপক্ষের সার্ভার এবং ওয়েবসাইট ক্র্যাশ করার চেষ্টা করে হ্যাকাররা। এ ধরনের আক্রমণের সময় পাঠানো ডেটা সাধারণত প্রতি সেকেন্ডে গড়ে ৫০ গিগাবাইট হলেও, স্প্যাসহসের উপর সাইবারবাংকারের আক্রমণের সময় তা প্রতি সেকেন্ডে ৩০০ গিগাবাইট ছাড়িয়ে গিয়েছিল।

স্প্যামহসে সাইবার আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাম্ফিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেদারল্যান্ডসের এক সরকারি আইনজীবী। দ্রুত কাম্ফিয়াসকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।