20 May 2012

বৃটিশ ওয়েবসাইট হ্যাকার গ্রেপ্তার


বৃটেনের সিরিয়াস অরগানাইজড ক্রাইম এজেন্সির ওয়েবসাইট হ্যাক করায় নরওয়েতে দু’জন হ্যাকারকে আটক করা হয়েছে। খবর বিবিসি-এর।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিলো সেখানকার কম্পিউটারে রক্ষিত সব তথ্য নষ্ট করে ফেলা। বৃটেনের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের পর সাময়ীকভাবে বন্ধ হয়েছিলো বলে জানিয়েছে বিবিসি।

নরওয়ের প্রসিকিউটর এরিক ময়স্টু জানান, ‘সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আরো মানুষের সঙ্গে কথা বলছি।’

গ্রেপ্তার হওয়া ১৮ ও ১৯ বছর বয়স্ক এ দু’জন হ্যাকারের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় বছরের জেল হতে পারে।

জানা গেছে, নরওয়ের একটি লটারি ও জার্মান সংবাদপত্র বিল্ড হ্যাকিং এর ঘটনায়ও তাদের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ করা হচ্ছে।

নভেম্বরে আসছে উইন্ডোজ ৮ ট্যাব


সম্প্রতি জানা গেছে, উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট বাজারে আসবে এ বছরের নভেম্বরের দিকে। খবর ম্যাশএবল-এর।

নতুন এক প্রতিবেদনের বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, নভেম্বরের দিকেই মাইক্রোসফট উইন্ডোজ ৮ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে বলে জানা গেছে। আর ঠিক ওই সময়েই বিভিন্ন কোম্পানির চিপে তৈরি উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেটগুলো কিনতে পারবেন ক্রেতারা। 

উইন্ডোজ ৮ বর্তমান এক্স৮৬ এবং ট্যাবলেট ডিভাইসের এআরএম প্রসেসর উভয়েই চলবে বলে অনেক আগেই জানিয়েছে মাইক্রোসফট। নতুন এই প্রতিবেদন থেকে জানা গেছে, নভেম্বরকে লক্ষ্য রেখেই এসব ট্যাবলেট ডিভাইস উৎপাদনের কাজ চলছে।