07 June 2012

পরিবেশ দূষণের প্রমাণ দিল জ্বলন্ত জেব্রা ফিস


পরিবেশ দূষণের প্রমাণ দিলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি গ্লোয়িং জেব্রা ফিস। বিভিন্ন রাসায়নিক পদার্থ পরিবেশের সঙ্গে মিশে প্রাণীজগতের কি ক্ষতি করে তা নিয়ে বিস্তারিত গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্য নিয়ে জেব্রা মাছটির জন্ম দেন বিজ্ঞানীরা। আর ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলেই উজ্জ্বল সবুজ রঙে জ্বলে শারীরিক ক্ষতির কথা জানান দেয় মাছটির শরীরের বিভিন্ন অংশ। খবর ইসায়েন্সনিউজ-এর।

পানিতে রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে এই মাছটির শরীরের বিভিন্ন অংশ উজ্জল সবুজ রঙের ফ্লুরোসেন্ট আলোতে জ্বলে ওঠে। আর ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ ব্যবহার করেও বিজ্ঞানীরা ওই রাসায়নিক পদার্থ মাছটির শরীরের কোথায় কি ক্ষতি করছে তা জানতে পারেন। এর মাধ্যমে শুধু মাছ নয়, পুরো প্রাণীজগৎ ও মানুষের শরীরে এই রাসায়নিক পদার্থগুলো কিভাবে এবং শরীরের কোন কোন অংশে ক্ষতি করতে পারে সে ব্যাপারে নানাবিধ নতুন তথ্য আবিষ্কার করছেন বিজ্ঞানীরা।

বৃটেনের ইউনিভার্সিটি অফ এক্সিটার বিজ্ঞানীদের দলনেতা চালসি টেইলার জানান, ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে এই জেব্রা মাছটির শরীরে বিভিন্ন প্রোটিন থাকলেও জলের রাসায়নিক পদার্থের সঙ্গে কোনো বিক্রিয়া করে না।

এর আগে কয়েকটি গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে, এই রাসায়নিক পদার্থগুলো সরাসরি প্রাণীদের হৃদপিণ্ড এবং পাকস্থলির ক্ষতি করে। জলের রাসায়নিক পদার্থের মাত্রা সহ্যক্ষমতার বাইরে চলে যাওয়ায় মাছের বংশবৃদ্ধির ক্ষমতাও হ্রাস পাওয়ার প্রমাণ পেয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু নতুন এই গ্লোয়িং জেব্রা ফিসের বদৌলতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছের যে, কেবল হৃৎপিণ্ড বা পাকস্থলিতে নয় বরং মস্তিকেও মারাত্মক ক্ষতি করে রাসায়নিক পদার্থগুলো।

ভালোবাসার মানুষকে কাছে আনবে 'পেয়ার'


স্পর্শের বাইরে থাকা ভালোবাসার মানুষকে কাছে নিয়ে আসবে নতুন সেলফোন অ্যাপ্লিকেশন ‘পেয়ার’। প্রযুক্তির এই যুগে ভালোবাসার মানুষটিকে যারা সবসময়ই কাছে পেতে চান, শেয়ার করতে চান ছবি বা ভিডিও, নিভৃতে জানাতে চান ভালোবাসার কথা তাদের জন্যেই তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

সোশাল নেটওয়ার্কিংয়ের এই যুগে ফেইসবুক বা টুইটারের মাধ্যমে ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে গেলেও সমস্যা কেবল একটিই, ‘তোমায় ভালোবাসি’ কথাটি বললেই তা যেন পুরো দুনিয়া জেনে যায়। প্রেমিক তার প্রেমিকার ওয়ালে ভালোবেসে কিছু লিখলে তবেই সেরেছে! শুরু হয়ে যায় লাইক আর কমেন্টের বন্যা। এ অবস্থায় প্রেমিক জুটিরা যেন নিভৃতে, নিরাপদে প্রেম করতে পারেন, এজন্যই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন একদল প্রোগ্রামার।

‘পেয়ার’ অ্যাপ্লিকেশনটির ব্যবহার একেবারেই সহজ। কেবল মোবাইল ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি, আর ‘পেয়ার’ করে নিতে হবে ভালোবাসার মানুষটির মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের সঙ্গে। ব্যাস, এবার কারো নাক গলানোর দুঃশ্চিন্তা না করেই পাঠানো যাবে মেসেজ, ছবি কিংবা শেয়ার করা যাবে ভিডিও।

প্রেমিক জুটিদের জন্য বেশ কিছু মজার ফিচারও রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে। তারই একটির নাম ‘থাম্ব কিস’! এজন্যে প্রেমিক প্রেমিকা দু’জনকে একসঙ্গে তাদের বৃদ্ধাঙ্গুল রাখতে হবে সেলফোনের টাচ স্কিনে। আর দু’জনই যদি একই জায়গায়, একই সময়ে নিজেদের আঙ্গুল দুটি রাখতে পারেন ব্যাস হয়ে যাবে ‘থাম্ব কিস’, ভাইব্রেট করে উঠবে মোবাইল ফোন।

অ্যাপল এর অ্যাপ্লিকেশন স্টোরে ফ্রিতেই মিলবে এটি। গুগলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলোতেও ‘পেয়ার’ পাওয়া যাবে খুব শিগগিরই।

উইন্ডোজ ৮ সহ টাচ পিসি আনছে এসার


কিছুদিনের মধ্যেই বাজারে উইন্ডোজ ৮-এর টাচ ভার্সনের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এসার। খবর ওয়াল স্ট্রিট জার্নাল-এর।

কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলেবর মধ্যে আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে এসার। এবার তারা বাজারে নিয়ে আসছে টাচ মনিটরসহ উইন্ডোজ ৮ ভার্সনের ল্যাপটপ, ট্যাবলেট পিসি ও ডেস্কটপ। তাইওয়ানের বার্ষিক কম্পিউটেক্স কম্পিউটার ইন্ডাস্ট্রি ট্রেড শোতে এ ঘোষণা দেয় এসার। তবে পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি।

এসারের চিফ এক্সিকিউটিভ জে.টি ওয়াং বলেন, পণ্যগুলোর কোয়ালিটি ডেভেলপমেন্টের কাজ চলছে। যে কারণে দাম ও বাজারে ছাড়ার তারিখ তারা এখনো ঘোষণা করেননি। 

অ্যাপলের আইফোন, আইপ্যাডের কাছে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে বাজার হারাতে বসেছে, টাচ সুবিধাসহ উইন্ডোজ ৮ চালুর মাধ্যমে তা পুনরুদ্ধার করতে এসার মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমটিকে গুরুত্ব দিচ্ছে।

আসছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন


স্মার্টফোন ভক্তদের জন্য দারুন খবরই বটে। খুব শিগগিরই বাজারে আসছে ট্রান্সপারেন্ট স্মার্টফোন। এর সামনে পেছনে দুদিকেই থাকবে টাচ স্কিন। একসঙ্গে দু দু’টো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এতে; আর ডিসপ্লেটি হবে সি থ্রু। খবর ডিসকভারি নিউজ-এর।

জাপানি প্রতিষ্ঠান ফুজিৎসুর সহযোগিতায় ট্রান্সপারেন্ট স্মার্টফোনটি তৈরি করেছে ডোকোমো। নতুন এই স্মার্টফোনটির প্রটোটাইপের ব্যাপারে এক ইউটিউব ভিডিওতে বিস্তারিত জানান ডেকোমোর অ্যাডভান্সড টেকনোলজি গ্রুপের সদস্য মাসাশি তাগায়া।

ইউটিউবের ওই ভিডিওটিতে তাগায়া জানান, স্মার্টফোনটির সামনের এবং পেছনের টাচ প্যানেল ব্যবহার করে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। একসঙ্গেই গেইমিং আর টেক্সটিং করাও সম্ভব। আর এর ডিসপ্লেটি সম্পূর্ণ সি-থ্রু হওয়ায় এর সব কিছুই করা সম্ভব খুবই সহজে।

ডোকোমোর এই প্রটোটাইপ স্মার্টফোনের একমাত্র সমস্যা হলো ছোট ডিসপ্লে। এটির ডিসপ্লে মাত্র ২.৪ ইঞ্চি যা হালের যে কোনো স্মার্টফোনের তুলনায় ছোট। তবে মাসাশি তাগায়া এ ব্যাপারে জানান, প্রটোটাইপটির ডিসপ্লে ছোট হলেও মূল মডেলটির ডিসপ্লে বাজারের অন্য যে কোনো স্মার্টফোনের মতোই বড় হবে। আর এটি ট্রান্সপারেন্ট হওয়ায় এবং সামনে পেছনে দু’দিকের টাচ প্যানেল একসঙ্গে ব্যবহারের সুবিধা থাকায় এতে ব্যবহার করার মতো অ্যাপ্লিকেশনের সংখ্যাও বাড়বে।

Internet Traffic Will Quadruple in 2016

Believe it or not, but Cisco recently predicted that data explosion would soon break zettabyte barrier. Press reports confirm that online data will reach even more mind boggling growth, with the company predicting a 4-fold increase to IP traffic by 2016.
Analysts from Cisco expect global IP traffic to reach 1.3 zettabytes by 2016, which is equivalent to 1.3 trillion gigabytes being sent across the globe. You can also measure this in 38,000,000 DVDs streamed over an hour. In fact, it is around 4 times the traffic seen last year.

Visual Networking Index (VNI) Forecast for 2011-2016, published by Cisco, says that this rapid growth is being driven by several factors. It also says that the sheer weight of number of devices which are connected will continue increasing due to tablets and smartphones that are already pushing demand for connectivity, as well as machine to machine communications.

Cisco’s report estimated that there will be around 2.5 connections for each person on the planet in 4 years, with connected devices increasing massively from 10.3 to 18.9 billion. Meanwhile, the number of actual Internet users is expected to grow to 3.4 billion. At the same time, over 50% of the world’s traffic will come from Wi-Fi, so Cisco is expected to rub its hands with glee at the thought of router sales if the analysts’ predictions prove right.

According to the report, faster broadband speeds are going to contribute to more information being flung through the ether, while average speeds increase from 9 Mbps last year to 34 Mbps in 2016. As or video, it will provide a basis for much of the growth, because there will be 1.5 billion video users, sending 1.2 million video minutes per second in 2016. At the same time, video conferencing for businesses is predicted to see a boom, with the number of business Internet users growing from 1.6 to 2.3 billion.

The report also overviews the growth of separate regions. For example, Asia Pacific region is expected to see the most significant increase in IP traffic – around 40.5 exabytes a month, while North America will only see 27.5 exabytes per month. However, the fastest growing regions are predicted to be the Middle East and Africa, which will get a compound growth rate of 58%.