অ্যাপল সম্প্রতি তাদের আইফোন ও আইপ্যাডের জন্য নতুন আইফটো অ্যাপ্লিকেশন রিলিজ করেছে। কিন্তু এর মধ্যে জিওট্যাগিং সুবিধা দিতে যে ম্যাপ রয়েছে, তা গুগল ম্যাপস নয়। খবর হাফিংটন পোস্টের।
সূত্র জানিয়েছে, গুগল ম্যাপস-এ সাধারণত গুগলের লোগো থাকে এবং দেখামাত্রই বোঝা যায় এটি গুগল ম্যাপ। কিন্তু আইফটোর সঙ্গে যে ম্যাপ জুড়ে দেয়া হয়েছে তাতে গুগলের নামগন্ধ নেই। এ ছাড়াও এতে তথ্যাদি অনেক কম এবং খুব একটা জুম করার সুবিধা নেই।
জানা গেছে, গুগলকে বাদ দিয়ে ওপেন সোর্স প্রজেক্ট ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনের তৈরি ম্যাপ ব্যবহার করছে অ্যাপল। এই অলাভজনক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে ম্যাপ তৈরি করা এবং যাদের প্রয়োজন তাদেরকে দেয়া। ফাউন্ডেশনটি তাদের সাইটেও অ্যাপলকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে।
তবে আইফটো ডেস্কটপ সংস্করণ এখনো গুগল ম্যাপস ব্যবহার করে বলেই জানা গেছে।
সূত্র জানিয়েছে, গুগল ম্যাপস-এ সাধারণত গুগলের লোগো থাকে এবং দেখামাত্রই বোঝা যায় এটি গুগল ম্যাপ। কিন্তু আইফটোর সঙ্গে যে ম্যাপ জুড়ে দেয়া হয়েছে তাতে গুগলের নামগন্ধ নেই। এ ছাড়াও এতে তথ্যাদি অনেক কম এবং খুব একটা জুম করার সুবিধা নেই।
জানা গেছে, গুগলকে বাদ দিয়ে ওপেন সোর্স প্রজেক্ট ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনের তৈরি ম্যাপ ব্যবহার করছে অ্যাপল। এই অলাভজনক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে ম্যাপ তৈরি করা এবং যাদের প্রয়োজন তাদেরকে দেয়া। ফাউন্ডেশনটি তাদের সাইটেও অ্যাপলকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে।
তবে আইফটো ডেস্কটপ সংস্করণ এখনো গুগল ম্যাপস ব্যবহার করে বলেই জানা গেছে।