27 November 2011

স্পিলবার্গের মুভিতে দেখানো প্রযুক্তি আসছে উইন্ডোজে


টেক জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গেমিং কনসোল এক্সবক্স কাইনেক্ট প্রযুক্তি যোগ করছে। নতুন এ প্রযুক্তিতে উইন্ডোজচালিত কম্পিউটার স্রেফ অঙ্গভঙ্গির সাহায্যে চালানো যাবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

মাইক্রোসফটের বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ প্রযুক্তিতে উইন্ডোজচালিত কম্পিউটারের সফটওয়্যারগুলো হাতের ইশারায় চালানো যাবে। উল্লেখ্য, এমন একটি প্রযুক্তি পরিচালক ও নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘মাইনোরিটি রিপোর্ট’ ছবিতে দেখানো হয়েছিলো।

গেমিং কনসোলে ব্যবহৃত প্রযুক্তি কম্পিউটারে জুড়ে দেওয়া প্রসঙ্গে কাইনেক্ট উইন্ডোজ প্রোগ্রামের জেনারেল ম্যানেজার ক্রেইগ এসলার জানিয়েছেন, ‘এক্সবক্স ৩৬০ ডিভাইসের জন্য কাইনেক্ট প্রযুক্তির সঙ্গে আরো হার্ডওয়্যার বা যন্ত্রাংশ যুক্ত করে উইন্ডোজের জন্য নতুন এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।’

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটো একটি ডিভাইস স্রেফ কম্পিউটারের সঙ্গে জুড়ে দিয়ে দূর থেকে হাতের ইশারায় বিভিন্ন সফটওয়্যার  নিখুঁতভাবে চালানো যাবে। এ ডিভাইসটি ‘নিয়ার মোড‘ তৈরি করতে পারে যাতে যেকোনো ডেস্ক থেকেও উইন্ডোজ অ্যাপ্লিকেশন চালানো যাবে।

এদিকে, মোশন-কন্ট্রোলড উইন্ডোজ অ্যাপ্লিকেশনস তৈরি করতে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপারদের সঙ্গে মাইক্রোসফট কাজ করছে বলেও জানা গেছে। নতুন এ প্রযুক্তি আনতে আল গোরের একটি প্রযুক্তি ফার্মও সম্প্রতি কিনেছে মাইক্রোসফট।