18 April 2013

তৈরি হলো 'দূরপাল্লার' ত্রিমাত্রিক লেজার ক্যামেরা


যুক্তরাজ্যের এডিনবরায় এমন একটি ক্যামেরা তৈরি করা হয়েছে, যা এক কিলোমিটার দূরের কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম। বিবিসি জানিয়েছে, এডিনবরায় হেরিওট- ওয়াট ইউনিভার্সিটির পদার্থবিদদের তৈরি ক্যামেরাটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রায় সব বস্তুকে লেজারের মাধ্যমে স্ক্যান করতে সক্ষম।

ক্যামেরাটি প্রথমে এটি দূরবর্তী বস্তুতে লেজার নিক্ষেপ করে এবং আলোর যাওয়া-আসার সময়কে পরিমাপ করে। গবেষকরা জানান, ভবিষ্যতে এর আওতা ১০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। আর একই প্রযুক্তি ব্যবহার করে বস্তুর বেগ এবং দিকও নির্ণয় করা যাবে।

কিন্তু যানবাহনের মতো বিভিন্ন বস্তু এই ক্যামেরা স্ক্যান করতে পারলেও, মানুষের চামড়া স্ক্যান করতে পারে না। কেননা, চামড়ায় লেজার অন্যান্য বস্তুর মতো প্রতিফলিত হয় না।

সাইবার নিরাপত্তায় একজোট যুক্তরাষ্ট্র-চীন


সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি দেশেরই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ে এই ঘোষণা দেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কেরি।
সম্প্রতি সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগের কারণে দেশ দুটির সম্পর্কে টানাপোড়েনের আশংকা তৈরি হয়েছিল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির সঙ্গে বৈঠকের পর কেরি বলেন, ‘অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং এবং অর্থনৈতিক লেনদেন থেকে সময় করে আধুনিক জীবনযাপনের সবক্ষেত্রেই প্রয়োজন সাইবার নেটওয়ার্কিং। প্রতিটি জাতিই চায় জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কেরি। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এ বিষয়টি পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা বৃদ্ধি করাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি কিছু সাইবার আক্রমণ এবং সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনছিল যুক্তরাষ্ট্র ও চীন। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী সংবাদপত্রের উপর সাইবার আক্রমণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতার খবর ফাঁস হওয়ায় পর উত্তেজনা বৃদ্ধি পায় দেশ দুটির মধ্যে

গ্যালাক্সি মেগা হ্যান্ডসেটের ঘোষণা দিলো স্যামসাং


অবশেষে গ্যালাক্সি মেগা হ্যান্ডসেটের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, ৬.৩ ইঞ্চি এবং ৫.৮ ইঞ্চি স্ক্রিনের দু’টি ভার্সনে পাওয়া যাবে গ্যালাক্সি মেগা। দু’টি স্মার্টফোনেই থাকবে ডুয়াল কোর প্রসেসর।

মেগা হ্যান্ডসেটটিতে থাকবে ৬.৩ ইঞ্চি হাই ডেফিনিশন (এইচডি) স্ক্রিন, ১.৭ গিগাহার্টজ ডুয়াল-কোর সিপিইউ এবং ১.৫ গিগাবাইট র‌্যাম। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি। ৮ থেকে ১৬ জিবি  ইন্টারনাল মেমোরির পাশাপাশি সর্বোচ্চ ৬৪ জিবির মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করা যাবে এতে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০ এবং ওয়াই-ফাই সংযোগ সুবিধা। স্মার্টফোনটিতে থাকবে ৩২০০ মিলি অ্যাম্পের ব্যাটারি।

স্ক্রিনের আকার ছাড়াও সিপিইউ এবং ব্যাটারি হিসেবে মেগার ৬.৩ ইঞ্চি ভার্সনটির সঙ্গে পার্থক্য রয়েছে ৫.৮ ইঞ্চি ভার্সনের। ১.৪ গিগাহার্টজের সিপিইউ থাকবে ৫.৮ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি মেগায়। স্মার্টফোনটি চলবে ২৬০০ মিলিঅ্যাম্পের ব্যাটারিতে। স্মার্টফোনটির বাকি ফিচারগুলো ৬.৩ ইঞ্চি ভার্সনটির মতোই। আছে জেলি বিন অপারেটিং সিস্টেম, ১.৫ গিগাবাইটের র‌্যাম, ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেল সম্মুখ ক্যামেরা, ইউএসবি ২.০, ব্লুটুথ ৪.০ এবং ওয়াই-ফাই সংযোগ, ৮ জিবির ইন্টারনাল মেমোরি এবং ৬৪ জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ। 

এশিয়া এবং ইউরোপের বাজার দিয়েই বিক্রি শুরু হবে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি মেগা স্মার্টফোনের।

কাগজেই টাচস্ক্রিন আনলো ফুজিৎসু


টাচস্ক্রিন হিসেবে কাগজ ব্যবহারের নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপানের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফুজিৎসুর এই নতুন প্রযুক্তি শুধু কাগজে নয়, যে কোনো অসমতল পৃষ্ঠেও কাজ করবে।

ফুজিৎসুর মিডিয়া সার্ভিস সিস্টেম ল্যাবের গবেষক টাইচি মুরাসি জানিয়েছেন, এই প্রযুক্তিতে আলাদাভাবে তৈরি কোনো হার্ডওয়্যার ব্যবহার করা হয়নি। এতে ব্যবহার করা হয়েছে সাধারণ ওয়েবক্যাম আর সহজলভ্য প্রজেক্টর। একে কাগজ থেকে শুরু করে সমতল এবং অসমতল যে কোনো পৃষ্ঠ টাচস্ক্রিন হিসেবে ব্যবহারের ক্ষমতা দেয় এর ইমেজ প্রসেসিং প্রযুক্তি।

প্রজেক্টরের মাধ্যমে কাগজের উপর যে ছবি পড়ে, তা হাতের আঙুল নাড়িয়েই নিয়ন্ত্রণ করা যাবে সাধারণ টাচস্ক্রিনের মতো। ইমেজ কপি করা বা টেক্সট মেসেজ পড়া-এর সবই করা যাবে এটি দিয়ে।

অবশ্য প্রযুক্তিটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন ফুজিৎসুর কর্মকর্তারা। তবে ২০১৪ সাল নাগাদ এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে বলেই জানিয়েছেন তারা