ম্যাশএবল জানিয়েছে, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ফেইসবুক টাইমলাইনে সোমবার একটি পোস্টে তথ্যটি জানিয়েছেন। দুই-একমাসের মধ্যেই লেনদেনের কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ইনস্টাগ্রামের বর্তমান নয় জন কর্মীকেও ফেইসবুকের অধীনে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
জুকারবার্গ জানিয়েছেন, জীবনে ঘটে চলা বিভিন্ন মূহুর্তের ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করা সহজ করে তুলতেই ইনস্টাগ্রামকে ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে একে কেবল ফেইসবুকের সঙ্গে যুক্ত করাই হবে না, বরং একে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবেও পরিচালনা করা হবে।
এছাড়াও ফেইসবুকের ফ্রেন্ড লিস্টে না থাকলেও ইউজাররা যে কোনো ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ফলো করতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল।