সূত্র জানিয়েছে, ওপেনস্ট্রিটম্যাপ কিছু কিছু ক্ষেত্রে গুগল ম্যাপসের চেয়েও বেশি তথ্য দিতে পারে। এছাড়াও এর পেছনে বড় কোনো একক প্রতিষ্ঠান নেই। মূলত ওপেন সোর্সে আগ্রহী মানুষদের প্রচেষ্টায়ই ওপেনস্ট্রিটম্যাপ জনপ্রিয় হয়ে উঠছে। তবে উইকিপিডিয়ার মতো বড় আকারের প্রতিষ্ঠানের জন্য তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপসের বদলে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার করার ঘটনা অবাক করার মতো।
টেকডার্ট লিখেছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার শুরু হওয়ায় শিগগিরই গুগল ম্যাপসের বড় আকারের প্রতিদ্বন্দী হয়ে দাঁড়াতে পারে ওপেনস্ট্রিটম্যাপ।