19 May 2013

দিনে ৫০ কোটিবার 'মাথা চুলকায়' গুগল!


রতিদিন গড়ে প্রায় ৫০ কোটিবার ‘মাথা চুলকায়’ গুগলের সার্চ ইঞ্জিন। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, প্রতিষ্ঠার ১৫ বছর পরেও গুগল সার্চ ইঞ্জিনের ওই দৈনিক বিপাকে পড়ার খবর নিশ্চিত করেছেন সার্চ ইঞ্জিনটির লিড ডিজাইনার জন ওয়াইলি।

সার্চ ইঞ্জিন হিসেবে গুগল যতই শক্তিশালী হোক না কেন, প্রতিদিন তাকে এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, মাথা চুলকিয়েও সঠিক উত্তর দিতে হিমশিম খায়। ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গুগল সার্চ ইঞ্জিনের প্রতিদিনকার এই বিপাকের খবর জানান ওয়াইলি। এই সমস্যা সমাধান করাটাও যে অতি জরুরি, তাও স্বীকার করেন তিনি।

প্রতিমাসে ১০ হাজার কোটিবার বিভিন্ন বিষয়ে গুগলে অনুসন্ধান চালান সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের ওই অনুসন্ধানে সঠিক তথ্য সরবরাহ করতে প্রতিদিন ২ হাজার কোটি ওয়েবসাইট থেকে নতুন তথ্য সংগ্রহের চেষ্টা করে গুগল।

এই বিপুল তথ্যের মধ্যে প্রতিদিন প্রায় ৫০ কোটি অনুসন্ধানে সঠিক জবাব দিতে হিমশিম খায় গুগলের সার্চ ইঞ্জিনটি। এ সংখ্যা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের দৈনিক অনুসন্ধানের ১৫ শতাংশ।

Microsoft Officially Replaced Hotmail with Outlook

The software giant has completed the transition from Hotmail to the new Outlook.com. As a result, the latter now boasts over 400 million accounts overall. The representatives of the company point out that the new Outlook email application has a number of different features from Hotmail. For example, it offers two-factor authentication, an updated calendar and app, as well as integration with cloud service called Skydrive and Skype.

Experts admit that most Hotmail users won’t notice any difference, so you can continue using your account as long as you want. You can also claim an Outlook email address whenever you like. Microsoft mentioned that Hotmail had over 300 million active accounts before its closure. Thus, upgrading had meant communicating with millions of people, upgrading all the mailboxes and also making sure that everyone’s details like mail, calendar, contacts, folders, and personal preferences were all preserved during the upgrade. This process was done live and as fast as in 6 weeks.

Industry observers remind that Hotmail was one of the first Internet-based email services, created by Sabeer Bhatia and Jack Smith in July 1996 as “HoTMaiL”. Three years later Microsoft acquired the Internet email service for about $400 million to rebrand it as “MSN Hotmail”. Finally, Outlook.com was launched three months ago, based around the company’s Metro design language. Apparently, the service closely mimics the interface of Microsoft Outlook. Now we can officially say goodbye to Hotmail, which already doesn’t exist.

US President Planning Online Wiretapping Law

As you know, the British Labour Government will surely go down in history for its extensive use of CCTV cameras, but in the meanwhile, Barack Obama can become known for his online wiretapping laws.

ndaa+2013+big+brother.jpg


Media reports say that Barack Obama is going to end the long-running debate over online snooping with a legislation allowing law-enforcement agencies tapping into many types of online communications.

Everyone understands that bringing in this law will surely have political, technical and legal obstacles. Indeed, if Obama gets it through it would really represent a sea change in American culture. Industry experts point out that if he succeeds, the FBI and other agencies will have a right to snoop on voice-over-Internet-protocol (VoIP) services like Skype and real-time chats.

Apparently, it would end a regime where the FBI has difficultly snooping but is able to eavesdrop on traditional telephone calls. Of course, tech firms hate the idea, which would likely face stiff opposition in Congress. At the moment, spooks can ask the courts to wiretap almost anything, but only traditional telecommunications carriers are demanded to make it easy.

The law in question – Communications Assistance for Law Enforcement Act – doesn’t apply to any of Microsoft’s services, for example. This includes Skype, as it doesn’t class Microsoft as a traditional telecommunications carrier.

Thus, Obama’s new legislation would encompass VoIP, chat and any other online communication services. However, it is still unclear how tech companies could be compelled to help the authorities unscramble encrypted communications, apart from providing access. Actually, Obama’s proposed legislation is a slightly watered down version of what the Federal Bureau of Investigation wants. The FBI had called for a blanket requirement that ISPs provide authorized officials the same kind of sweeping, turn-key access to their networks that phone companies do.

However, tech firms, civil libertarians and some government officials claimed that it was impractical for smaller firms and such back doors can present serious security risks. Some of the critics insist that the fact the President would end up pushing the legislation will make him the punching bag for every American citizen who is already worried about their government.

২০১৩ সালের সেরা ৫০ ওয়েবসাইট


প্রতিবছর মার্কিন প্রকাশনা টাইম ম্যাগাজিন বিভিন্ন ক্ষেত্রে সেরাদের তালিকা প্রকাশ করে। সম্প্রতি টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৩ সালের সেরা ৫০টি ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেছে। এতে ১০টি ক্যাটাগরিতে ৫০টি ওয়েবসাইট শীর্ষ তালিকায় এসেছে। সেসব ওয়েবসাইট নিয়েই এবারের মেইনবোর্ড। দ্বিতীয় কিস্তিতে আজ থাকছে ওয়েব টুলস এবং সামাজিক যোগাযোগের সাইট।

ওয়েব টুলস বিষয়ক সাইট
ফিডলি
Feedly.com

গুগল যেখানে অনেক মানুষের প্রিয় আরএসএস ফিডার নিয়ে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি সেখানে এর উত্তম প্রতিস্থাপন করার সম্ভাবনা দেখা দিয়েছে। বলা হচ্ছে, এই সাইটটি গুগলের তুলনায় ভালো আরএসএস ফিডারের সার্ভিস চালু করেছে এবং তা হালনাগাদসহ এই সার্ভিসের উন্নয়ন ঘটাতে তৎপর রয়েছে।   

মাই পারমিশন্স
Mypermissions.org 

ওয়েবে এটি একটি কমিউনিটি সার্ভিস, যেখানে ব্যক্তিগত নিরাপত্তা সংরক্ষিত রেখে ফেইসবুক, টুইটার, গুগল এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্ক সাইটে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চাইবে। আর অনুমতি দেওয়া হলে লিংকের মাধ্যমে নির্দিষ্ট তথ্য এক্সেস করা যাবে। যখন আপনার ফেইসবুকসহ অন্যান্য অ্যাপস হতে আপনার ব্যক্তিগত তথ্য এক্সেস করা হবে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনি অ্যালার্ট পাবেন এবং চাইলে একটিমাত্র ক্লিকের মাধ্যমে তা মুছে ফেলতে পারবেন। ব্যক্তিগত তথ্যসমূহ সুরক্ষিত রাখতে এই টুল ব্যবহার করা যেতে পারে।

সিগফিগ
SigFig.com

এই সাইটটি মার্কেট যাচাই-বাছাইয়ের একটি টুল হিসেবে কাজ করে। এখানে মার্কেট ওঠানামার চেহারা চার্ট এবং গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়, যা সিদ্ধান্তগ্রহণে সহায়তা করবে। বিনিয়োগকারীদের জন্য এটি যথেষ্টই উপকারী টুল বলে মন্তব্য করেছে টাইম। এতে মার্কেটের সবশেষ খবরসহ ভালো পরামর্শ পাওয়া যায়।

ইভেন্টব্রাইট
Eventbrite.com

আপনার কোনো ইভেন্ট ঠিকঠাক চালাতে গেলে এটি উপকারী সাইট। বইপড়া থেকে রক কনসার্ট পর্যন্ত সবকিছুই ইভেন্টব্রাইট টুল ব্যবহারে উপকার পাওয়া যাবে। এ জন্য এই সাইটে সাইনআপ করুন এবং তারপরেই ইভেন্ট তৈরি করতে পারবেন।

গুড নুজ
Good Noows.com

এটি একটি ওয়েব টুল, যা ব্যক্তিগত নিউজ স্ট্রিম হিসেবে কাজ করে। বিশ্বাসযোগ্য উৎস থেকে আপনার পছন্দের বিষয় নিয়ে সর্বশেষ খবর শেয়ার করতে এই টুল সহায়তা করবে। এই সাইটে জনপ্রিয় নিউজ উৎস থেকে সংক্ষিপ্ত খবর উপস্থাপন করা যাবে এবং তা আরএসএস ফিডে যোগ করা যাবে।

সুইজল
Theswizzle.com

অনেক বাণিজ্যিক ই-মেইল ঠিকানা রয়েছে, যা আপনি পুনরায় দেখতে চান না। বাণিজ্যিক ই-মেইল ঠিকানা আপনার দরকার, তবে এই মুহূর্তে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে এই সাইটটি একটি টুল হিসেবে এসব ই-মেইল ঠিকানা আলাদা করতে সহায়তা করবে। প্রথমে ই-মেইল ইনবক্স হতে স্বয়ংক্রিয়ভাবে মেসেজগুলো স্ক্যান করার পরে আনসাবস্ক্রাইব কিংবা ভবিষ্যতে ব্যবহারের জন্য আলাদাভাবে রেখে দেওয়া যাবে। ব্যবহারকারী বিনামূল্যে এই সেবা পাবেন।

অফিস ওয়েব অ্যাপ
Office.microsoft.com/en-us/web-apps/

যখন ডেস্কটপ প্রোডাকটিভি স্যুট প্রসঙ্গ আসে, তখন মাইক্রোসফট অফিস বাজারে প্রাধান্য পায় এমন বিষয় নিয়েও প্রতিযোগিতায় আছে। গুগল ইন্টারনেটে স্বতন্ত্রভাবে গুগল ডকস বিনামূল্যে অফিস অনলাইন সংস্করণ নিয়ে এসেছিল। তবে এক্ষেত্রে মাইক্রোসফট তার ব্রাউজারনির্ভর সংস্করণে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোট নিয়ে এগিয়ে আসে।

পিক্সলার
http://pixlr.com/

একে ঠিক ফটোশপ বলা যাবে না, তবে এটি ফটোশপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য নিয়ে একটি ইমেজ এডিটিং টুল হিসেবে বেশ ভালো কাজ করে। এটি বিনামূল্যে ব্রাউজারের অভ্যন্তরে থেকে এর সুবিধা পাওয়া যাবে।

সামাজিক সাইট
রেবেলমাউস
Rebelmouse.com

এটি একটি নেটওয়ার্ক, যা আপনার ফেইসবুক, গুগল প্লাস, টুইটার অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংযোগ স্থাপন করবে এবং তারপরে অনলাইনে সংক্ষিপ্ত আকারে সংগঠিত করে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করতে পারবেন। এই সাইটের মাধ্যমে সকল সামাজিক কার্যক্রম একটি প্যাকেজের আওতায় বেধে রাখা সম্ভব।  

অ্যাপ ডট নেট
App.net 

এই সাইটের অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন বিস্ময়কর সামাজিক অ্যাপসের নেটওয়ার্কে প্রবেশ করা যাবে। গ্রুপ মেসেজিং অ্যাপসহ বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলা যাবে, ছবি শেয়ার করা এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল ব্যবহার করা যাবে। এই অ্যাকাউন্টটি আপনার পাসপোর্টের মাধ্যমে অ্যাপস খুঁজে নিন এবং সম্ভাব্য উপযোগিতা উপভোগ করুন।

পিনস্টাগ্রাম
Pinstagram.co

পেকটাকিউলার পিনস্টাগ্রাম হিসেবে ব্যবহৃত হয়। এই সাইটটি থেকে বিনামূল্যে সেবা পাওয়া যাবে। সামাজিক নেটওয়ার্ক হিসেবে এর অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার ফিড, জনপ্রিয় ফটো এবং আরও অনেক কিছু দেখা যাবে। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যেমন সেলেব্রিটিস, এনিমেলস, ট্রাভেল এবং টেক হিসেবে ছবি সাজাতে পারবেন।

নেক্সটডোর
Nextdoor.com

বিশ্বব্যাপী অধিকাংশ সামাজিক নেটওয়ার্কে প্রচুর সংখ্যক ‘বন্ধু’ পাওয়া সহজ। কিন্তু ওইসব বন্ধু যে বাস্তবেও কতটা নির্ভরযোগ্য তার কোনো নিশ্চয়তা থাকে না। ‌সাইটটি অপরিচিত কাউকে আপনার নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করবে না। নেক্সটডোর আপনার প্রয়োজনীয় উপকরণ শেয়ার করতে দেবে। এই সেবার আওতায় সদস্যদের ঠিকানা পরীক্ষা করে দেখবে এবং সকল কনটেন্টে প্রবেশ করতে শর্ত আরোপ করে থাকে। 

লিফিড
Lefeed.com

নামটি নতুন মনে হলেও সাইটটি নতুন কোনো সামাজিক নেটওয়ার্ক নয়। আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগইন করে আপনার যে কোনো তথ্য উপকরণ একটি ইন্টারফেসের মাধ্যমে ফেইসবুকে শেয়ার করার সুবিধা এনে দেবে। যেমন লিংক, ফটো ও স্ট্যাটাসসমূহ এবং ভিডিওসহ অনেক উপকরণ বন্ধু-বান্ধবদের কাছে উপস্থাপন করা যাবে।