23 April 2013

ছাত্র শিবিরের ওয়েবসাইট হ্যাক


                  ছাত্র শিবিরের ওয়েবসাইট হ্যাক

ঢাকা: ছাত্র শিবিরের ওয়েবসাইট হ্যাক করে তা শাহবাগ আন্দোলনের নামে উৎসর্গ করেছে XTOR নামের এক হ্যাকার।
শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক করে হোম পেইজে ইংরেজিতে লেখা হয়, “দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহাবাগ। মাই ওয়ার ইজ ডিক্লেয়ার এগেইনস্ট ইউ।
হ্যাকর তার পরিচয় দিয়েছেন ‘XTOR’। এছাড়া লাল অক্ষরে লেখা আছে প্রাউড টু বি এ বাংলাদেশি।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী দল জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের আন্দোলনের মধ্যেই এ ওয়েবসাইট হ্যাক করা হলো।

No comments:

Post a Comment