12 December 2011

বাগ-এর শিকার জুকারবার্গ


ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের প্রোফাইলে বাগ আক্রমণ করেছে। আর এ আক্রমণের ফলে তার ব্যক্তিগত বেশ কিছু তথ্য ফাঁস হয়ে গেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ফেসবুকের নিরাপত্তা বাধা অতিক্রম করে এ বাগ সরাসরি জুকারবার্গের প্রোফাইলের তথ্য, বান্ধবীর সঙ্গে তার তোলা ছবিসহ বেশ কিছু তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে নিরপত্তা এবং প্রাইভেসি বিষয়টি বারবার পরিবর্তন করায় সমালোচনার মুখে রয়েছেন জুকারবার্গ। ঠিক এমন সময়ই তার অ্যাকাউন্টে বাগ ঢুকেছে যা তার বেশকিছু ছবি ও তথ্য ফাঁস করে দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষও এ বাগ-এর অস্তিত্ব স্বীকার করে জানিয়েছে, এ বাগটি ছোটো একটি নিরাপত্তা সমস্যা যা অন্য কোনো ব্যবহারকারীর সাম্প্রতিক আপলোড করা ছবির তথ্য জানিয়ে দেয়। ফেসবুকে নতুন কোড ব্যবহার করতে গিয়েই এ সমস্যা তৈরি হয়েছে। আর এ সমস্যা ধরতে পারার পরই আমরা সিস্টেম বন্ধ করে দিয়েছি। বাগ সমস্যার সমাধান হলে জানিয়ে দেয়া হবে।

No comments:

Post a Comment