18 April 2013

তৈরি হলো 'দূরপাল্লার' ত্রিমাত্রিক লেজার ক্যামেরা


যুক্তরাজ্যের এডিনবরায় এমন একটি ক্যামেরা তৈরি করা হয়েছে, যা এক কিলোমিটার দূরের কোনো বস্তুর ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম। বিবিসি জানিয়েছে, এডিনবরায় হেরিওট- ওয়াট ইউনিভার্সিটির পদার্থবিদদের তৈরি ক্যামেরাটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে প্রায় সব বস্তুকে লেজারের মাধ্যমে স্ক্যান করতে সক্ষম।

ক্যামেরাটি প্রথমে এটি দূরবর্তী বস্তুতে লেজার নিক্ষেপ করে এবং আলোর যাওয়া-আসার সময়কে পরিমাপ করে। গবেষকরা জানান, ভবিষ্যতে এর আওতা ১০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। আর একই প্রযুক্তি ব্যবহার করে বস্তুর বেগ এবং দিকও নির্ণয় করা যাবে।

কিন্তু যানবাহনের মতো বিভিন্ন বস্তু এই ক্যামেরা স্ক্যান করতে পারলেও, মানুষের চামড়া স্ক্যান করতে পারে না। কেননা, চামড়ায় লেজার অন্যান্য বস্তুর মতো প্রতিফলিত হয় না।

No comments:

Post a Comment