অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর, গুগল প্লেতে ছড়িয়ে পড়েছে ‘ব্যাডনিউজ’ নামের নতুন এক বাগ। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান লুকআউট আবিষ্কার করেছে এই বাগটি। জনপ্রিয় ৩২টি অ্যাপে বাগটির উপস্থিতি আবিষ্কার করেছে লুকআউট।
মূলত রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের মতো পূর্ব ইউরোপীয় দেশগুলোর ব্যবহারকারীরা শিকার হয়েছেন ‘ব্যাডনিউজ’-এর। বাগটির সংক্রমণের শিকার ব্যবহারকারীদের সঠিক সংখ্যাটি নিশ্চিত করতে না পারলেও, ২০ থেকে ৯০ লাখ ব্যবহারকারী বাগটির সংক্রমণের শিকার হতে পারেন বলে আশংকা করছে লুকআউট।
চারটি ডেভেলপার অ্যাকাউন্টের ৩২টি জনপ্রিয় অ্যাপে ‘ব্যাডনিউজ-এর উপস্থিতি খুঁজে পেয়েছে লুকআউট। এর মধ্যেই ডেভেলপার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে গুগল, অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে ওই ৩২টি অ্যাপ।
মূলত রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের মতো পূর্ব ইউরোপীয় দেশগুলোর ব্যবহারকারীরা শিকার হয়েছেন ‘ব্যাডনিউজ’-এর। বাগটির সংক্রমণের শিকার ব্যবহারকারীদের সঠিক সংখ্যাটি নিশ্চিত করতে না পারলেও, ২০ থেকে ৯০ লাখ ব্যবহারকারী বাগটির সংক্রমণের শিকার হতে পারেন বলে আশংকা করছে লুকআউট।
চারটি ডেভেলপার অ্যাকাউন্টের ৩২টি জনপ্রিয় অ্যাপে ‘ব্যাডনিউজ-এর উপস্থিতি খুঁজে পেয়েছে লুকআউট। এর মধ্যেই ডেভেলপার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে গুগল, অ্যাপ স্টোর থেকে সরিয়ে নিয়েছে ওই ৩২টি অ্যাপ।
No comments:
Post a Comment