18 April 2013

কাগজেই টাচস্ক্রিন আনলো ফুজিৎসু


টাচস্ক্রিন হিসেবে কাগজ ব্যবহারের নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপানের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফুজিৎসুর এই নতুন প্রযুক্তি শুধু কাগজে নয়, যে কোনো অসমতল পৃষ্ঠেও কাজ করবে।

ফুজিৎসুর মিডিয়া সার্ভিস সিস্টেম ল্যাবের গবেষক টাইচি মুরাসি জানিয়েছেন, এই প্রযুক্তিতে আলাদাভাবে তৈরি কোনো হার্ডওয়্যার ব্যবহার করা হয়নি। এতে ব্যবহার করা হয়েছে সাধারণ ওয়েবক্যাম আর সহজলভ্য প্রজেক্টর। একে কাগজ থেকে শুরু করে সমতল এবং অসমতল যে কোনো পৃষ্ঠ টাচস্ক্রিন হিসেবে ব্যবহারের ক্ষমতা দেয় এর ইমেজ প্রসেসিং প্রযুক্তি।

প্রজেক্টরের মাধ্যমে কাগজের উপর যে ছবি পড়ে, তা হাতের আঙুল নাড়িয়েই নিয়ন্ত্রণ করা যাবে সাধারণ টাচস্ক্রিনের মতো। ইমেজ কপি করা বা টেক্সট মেসেজ পড়া-এর সবই করা যাবে এটি দিয়ে।

অবশ্য প্রযুক্তিটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন ফুজিৎসুর কর্মকর্তারা। তবে ২০১৪ সাল নাগাদ এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে বলেই জানিয়েছেন তারা

No comments:

Post a Comment