সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি দেশেরই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ে এই ঘোষণা দেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কেরি।
সম্প্রতি সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগের কারণে দেশ দুটির সম্পর্কে টানাপোড়েনের আশংকা তৈরি হয়েছিল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লির সঙ্গে বৈঠকের পর কেরি বলেন, ‘অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং এবং অর্থনৈতিক লেনদেন থেকে সময় করে আধুনিক জীবনযাপনের সবক্ষেত্রেই প্রয়োজন সাইবার নেটওয়ার্কিং। প্রতিটি জাতিই চায় জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কেরি। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এ বিষয়টি পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা বৃদ্ধি করাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি কিছু সাইবার আক্রমণ এবং সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনছিল যুক্তরাষ্ট্র ও চীন। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো প্রভাবশালী সংবাদপত্রের উপর সাইবার আক্রমণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতার খবর ফাঁস হওয়ায় পর উত্তেজনা বৃদ্ধি পায় দেশ দুটির মধ্যে
No comments:
Post a Comment