18 April 2012

Harder than diamond, stronger than steel


AlexanderAlUS-Graphene-WikimediaImagine a material that is just one atom thick, 300 times stronger than steel, harder than diamond, a fantastic conductor of heat and electricity and super-flexible to boot.
This might sound like the stuff of science fiction, but believe it or not, such a material already exists.
The name of this supermaterial is graphene and it’s one of the most exciting prospects in science today.
In the latest graphene-related research – released last week – researchers from Vanderbilt University found a way to overcome one of graphene’s most problematic flaws – a high sensitivity to external influences which causes graphene-based devices to operate more slowly than they should.
The researchers found a way to dampen external influences on the graphene, and could then observe electrons moving through their graphene three times faster than was previously possible.
This development could pave the way for a new generation of graphene-based devices including touch screens and solar panels.
More on the uses of graphene in a moment, but first: what is graphene?
Quite simply, graphene is a new structural form (or 'allotrope') of carbon – one of the most versatile elements in the universe. It was discovered in 2004 by Russian-born physicists Andre Geim and Konstantin Novoselov, who jointly received the 2010 Nobel Prize in Physics for their troubles.
Graphene is a single, flat layer of carbon atoms packed tightly into a two-dimensional honeycomb arrangement. The in-plane (two-dimensional) carbon-carbon bonds in graphene are the strongest bonds known to science. It is these bonds that give graphene its unbelievable mechanical strength and flexibility.
Graphene is essentially a single layer of graphite, the material found in pencil 'lead'. When you draw on paper with a pencil, weakly bound graphene sheets in the graphite spread over your paper like a pack of cards.
But because graphene is so thin – the thickness of a single carbon atom – it is extremely difficult to see. This is one of the reasons it took researchers so long to find graphene sheets among thicker stacks of graphite.
Despite being so thin, graphene is an excellent conductor of electricity. Electrons flow through graphene with almost zero electrical resistance. This unusual property, and the fact graphene is nearly invisible, makes it an ideal material for the transparent electrodes used in computer displays and solar cells.

16 April 2012

এখন আর্থিক লেনদেনেও ডিজিটাল সিগনেচার


সম্প্রতি পেপাল ডকুসাইন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা শুরু করেছে, যার ফলে ব্যবসা সংক্রান্ত লেনদেনগুলো আরও সহজ, দ্রুত ও নিরাপদে সম্পন্ন করা যাবে। খবর ম্যাশএবল-এর।

ডকুসাইন এর আগে ডিজিটাল সিগনেচার দেয়ার কাজ কেবল আইনি দলিলে ব্যবহৃত হতো। পেপালের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এখন লেনদেনের কাজেও ডিজিটাল সিগনেচার পদ্ধতি ব্যবহার করা যাবে। ডকুসাইন জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদে অর্থ গ্রহণ এবং সেবা বা পণ্য দেয়ার সুবিধা দিতেই পেপালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা; যার ফলে মাত্র কয়েক সেকেণ্ডেই লেনদেন সম্পন্ন করা যাবে।

উল্লেখ্য, এই পদ্ধতিতে ওয়েব ব্রাউজার ছাড়াও মোবাইলের ওয়েব ব্রাউজার ও অ্যাপ্লিকেশন থেকে অর্থ আদান-প্রদান করা যাবে।

15 April 2012

উইকিতে গুগল ম্যাপ আউট, এলো ওপেনস্ট্রিট

সম্প্রতি তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকডার্ট জানিয়েছে, উইকিপিডিয়ার মোবাইল অ্যাপ্লিকেশনে থাকা গুগল ম্যাপস মুছে ফেলা হয়েছে। এর বদলে ওপেনস্ট্রিটম্যাপ নামে ওপেনসোর্স আরেকটি ম্যাপ যোগ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ওপেনস্ট্রিটম্যাপ কিছু কিছু ক্ষেত্রে গুগল ম্যাপসের চেয়েও বেশি তথ্য দিতে পারে। এছাড়াও এর পেছনে বড় কোনো একক প্রতিষ্ঠান নেই। মূলত ওপেন সোর্সে আগ্রহী মানুষদের প্রচেষ্টায়ই ওপেনস্ট্রিটম্যাপ জনপ্রিয় হয়ে উঠছে। তবে উইকিপিডিয়ার মতো বড় আকারের প্রতিষ্ঠানের জন্য তাদের মোবাইল অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপসের বদলে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার করার ঘটনা অবাক করার মতো।

টেকডার্ট লিখেছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে ওপেনস্ট্রিটম্যাপ ব্যবহার শুরু হওয়ায় শিগগিরই গুগল ম্যাপসের বড় আকারের প্রতিদ্বন্দী হয়ে দাঁড়াতে পারে ওপেনস্ট্রিটম্যাপ।

12 April 2012

ইনস্টাগ্রাম এলো ফেইসবুকে


সম্প্রতি ফেইসবুক কিনে নিয়েছে আইফোন ও আইপ্যাডের জনপ্রিয় ফটো-শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামকে। জানা গেছে, প্রায় ১শ’ কোটি ডলার দিয়ে এই বিকিকিনি সম্পন্ন হয়েছে। খবর ম্যাশএবল-এর।

ম্যাশএবল জানিয়েছে, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ফেইসবুক টাইমলাইনে সোমবার একটি পোস্টে তথ্যটি জানিয়েছেন। দুই-একমাসের মধ্যেই লেনদেনের কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ইনস্টাগ্রামের বর্তমান নয় জন কর্মীকেও ফেইসবুকের অধীনে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

জুকারবার্গ জানিয়েছেন, জীবনে ঘটে চলা বিভিন্ন মূহুর্তের ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করা সহজ করে তুলতেই ইনস্টাগ্রামকে ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে একে কেবল ফেইসবুকের সঙ্গে যুক্ত করাই হবে না, বরং একে আলাদা অ্যাপ্লিকেশন হিসেবেও পরিচালনা করা হবে।

এছাড়াও ফেইসবুকের ফ্রেন্ড লিস্টে না থাকলেও ইউজাররা যে কোনো ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ফলো করতে পারবেন বলে জানিয়েছে ম্যাশএবল।

শিক্ষার্থীদের নতুন ট্যাবলেট ইনটেল স্টাডিবুক


উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য নতুন এক ট্যাবলেট ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে ইনটেল। ইনটেল স্টাডিবুক নামের এই ট্যাবলেট বেশ মজবুত করে তৈরি করা হয়েছে, যেন বাচ্চাদের হাত থেকে পড়ে গেলেও কোনো সমস্যা না হয়। খবর ম্যাশএবল-এর।

সূত্র জানিয়েছে, ইনটেলের লার্নিং সিরিজ সফটওয়্যার সমৃদ্ধ এই ট্যাবলেটে ইন্টারঅ্যাকটিভ ইরিডার এবং ল্যাবক্যাম অ্যাপ্লিকেশন থাকছে। এ ছাড়াও এটি পানি এবং ধূলোবালি প্রতিরোধক। ডিভাইসটির কাঠিন্য পরীক্ষা করার জন্য এটি বাচ্চাদের স্কুলের ডেস্কের সমান উচ্চতা বা ৭০ সেন্টিমিটার থেকে কংক্রিটের ফ্লোরে ফেলেও দেখা হয়েছে।

এ সম্পর্কে ইনটেলের এডুকেশন মার্কেট প্লাটফর্মস গ্রুপের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালক ওয়েন গ্র্যান্ট কথা বলার সময় ডিভাইসটি টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুড়ে দেন। এর মাধ্যমে ডিভাইস কতোটা মজবুত তা দেখানো হয়েছে।

সাত ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেটের ডিসপ্লে হবে মাল্টিটাচ সুবিধার এবং ১০৬০ বাই ৬০০ পিক্সেল রেজুলিউশনের। এটি উইন্ডোজ ৭ অথবা অ্যান্ড্রয়েডের হানিকম্ব অপারেটিং সিস্টেমে চলতে সক্ষম। এছাড়াও এতে সামনে ও পেছনে দু’টি ক্যামেরা, লাইট সেন্সর সাপোর্ট এবং মাইক্রোফোন রয়েছে।

আধুনিক প্রায় সব বৈশিষ্ট্য সংবলিত এই ইনটেল স্টাডিবুকটি ইনটেল অ্যাটম জেড৬৫০ প্রসেসরে চলবে। এর দাম ২শ ডলারের নিচে থাকতে পারে বলেই এক প্রস্তুতকারকের বরাত দিয়েছে জানিয়েছেন গ্র্যান্ট

10 April 2012

হ্যাকিং আক্রান্ত বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়


সম্প্রতি হ্যাকারদের গোপন সংগঠন অ্যানোনিমাস জানিয়েছে, তারা যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আক্রমণ করেছে। খবর গার্ডিয়ান-এর।

সংবাদপত্রটি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য অফলাইন ছিল। এ সময় ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়, অতিরিক্ত ট্রাফিকের জন্য সাইট ডাউন হয়ে আছে। সাধারণত ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস পদ্ধতিতে হ্যাকাররা ওয়েবসাইট কিছুক্ষণের জন্য অচল করে দিতে পারে। ধারণা করা হচ্ছে, এই পদ্ধতিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অচল করা হয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, এই তথ্য সঠিক প্রমাণিত হলে তা সরকারের জন্য লজ্জাজনক হয়ে দাঁড়াবে। কেননা, ওয়েবসাইট অচল করার এই পদ্ধতি অনেক পুরনো এবং প্রচলিত। 

অ্যানোনিমাস তাদের এই আক্রমণ অব্যাহত রাখার কথাও টুইটারে জানিয়েছে।

লন্ডন অলিম্পিকে সাইবার আক্রমণ হবেই!


লন্ডনে অনুষ্ঠিতব্য অলিম্পিক ২০১২ গেইমে সাইবার আক্রমণের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে সাইবার আক্রমণ প্রতিরোধকারী একটি বিশাল টিম কাজ করছে বলে জানা গেছে। খবর গার্ডিয়ান-এর।

বৃটিশ ওই সংবাদপত্রটি জানিয়েছে, লন্ডন ২০১২ অলিম্পিকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্যারি পেনেল বলেছেন, ‘আমরা সাইবার আক্রমণের শিকার হবো, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এর আগের গেইমগুলোতেও আক্রমণ করা হয়েছে।’ তবে এবার নিরাপত্তার লক্ষ্যে সরকার ও অন্যান্য পার্টনারের সঙ্গে তারা কাজ করছেন বলে জানিয়েছেন।

সাইবার আক্রমণ করা হবে এই বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে অ্যাটোস অরিজিন নামের একটি প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখার দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠান ৪৫০ জনের এক বিশেষ টিমকে এই কাজে নিয়োগ করেছে।

অলিম্পিক চলাকালীন ৯০টি ভেন্যু এবং বিভিন্ন প্রতিযোগীর প্রতিটি পয়েন্ট হাজার হাজার কম্পিউটারে জমা থাকবে। এসব ডেটার নিরাপত্তা দেয়া বেশ কঠিন কাজ হবে বলে মন্তব্য করেছে গার্ডিয়ান।

চীনে ৫০০ সাইট হ্যাক করলো অ্যানোনিমাস


চীনে ৫০০ সাইট হ্যাক করলো অ্যানোনিমাস

এবার হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের নজর পড়েছে চীনের দিকে। জানা গেছে, প্রায় ৫শ ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকারদের এই গোপন সংগঠনটি। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, যেসব সাইট আক্রমণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল এজেন্সির ওয়েবসাইট, ট্রেড গ্রুপ ইত্যাদি। এসব সাইট হ্যাক করে চীন সরকারের প্রতি বার্তা প্রকাশ করা হয়েছে। এ বার্তায় দেশটির নাগরিকদের প্রতি সরকারের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কেবল তাই নয়, গ্রুপটি চীনের সাধারণ মানুষকে অ্যানোনিমাসের সঙ্গে যুক্ত হয়ে এই নিয়ন্ত্রণের প্রতিবাদ করতে আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, চীন সরকার তার নাগরিকদের ইন্টারনেট বিচরণ বেশ কঠোরভাবেই নজরদারি এবং নিয়ন্ত্রণ করে। এই সমালোচিত ব্যবস্থাকে বহু আগে থেকেই বিভিন্ন মিডিয়াতে চীনের মহাপ্রাচীর-এর নামের অনুকরণে গ্রেট ফায়ারওয়াল অফ চায়না বলে ডাকা হয়।

05 April 2012

নতুন চমক ওএলইডি টিভি প্রযুক্তি! নতুন চমক ওএলইডি টিভি প্রযুক্তি!

সাদাকালো টিভির সাথে সাথে রঙ্গীন সিআরটি টিভির সময়ও ফুরিয়ে গেল। এলো এলসিডি, প্লাজমা এবং এলইডি সহ বিভিন্ন প্রযুক্তি। এই নতুন প্রযুক্তিগুলো আধুনিক টিভির ধারণাই বদলে দিয়েছে। সর্বশেষ যে প্রযুক্তিটি টিভি দর্শকদের মাথা ঘুরিয়ে দিতে সমর্থ হয়েছে তার নাম ওএলইডি।
টিভি প্রযুক্তিটি বাজারে এনেছে স্যামসাং এবং এলজি। সিইএস ২০১২ তে এই প্রযুক্তি প্রদর্শন করে এলজি পেয়েছে সেরা এ্যাওয়ার্ড। বাজারে আসার আগেই তাই সাড়া ফেলে দিয়েছে নতুন প্রযুক্তির এই টিভি। গত কয়েক দশকের মধ্যে এই আবিস্কার নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে। জেনে নিন নতুন এই প্রযুক্তির আদ্যোপান্ত।
এলসিডিতে কালার ফিল্টার এবং লিকুইড ক্রিস্টাল ব্যবহার করা হয়। আর এলইডি নামে আমরা যে টিভি বা ডিসপ্লে ব্যবহার করি সেটাতে পুরোপুরি এলইডি ব্যবহার করা হয় না, বরং এটি এলসিডি প্রযুক্তির ভিন্ন এক রূপমাত্র। যেসব এলসিডি টিভিতে শুধুমাত্র ব্যাকলাইটে এলইডি ব্যবহার করা হয় সেটাকেই আমরা এলইডি টিভি বলে জানি। প্লাজমা টিভি প্রযুক্তিতে ব্যবহার করা হয় আলট্রা ভায়োলেট রশ্মি।
ওএলইডি এর পূর্ণরূপ অর্গানিক লাইট এমিটিং ডায়োড। সাধারণ ভাষায় বলতে গেলে এলইডি হল একধরণের ডায়োড যা বিদ্যুৎ প্রবাহের কারণে আলো বিচ্ছুরিত করে। আর ওএলইডি হল একটি আলোক নিঃসরণকারী পৃষ্টতল। টিভিতে ছবি দেখাতে মূলতঃ তিনটি মৌলিক রঙের ব্যবহার করা হয়; লাল, নীল এবং সবুজ। ওএলইডি টিভি প্রযুক্তিতে কিছু নির্দিষ্ট পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে এই রংগুলোকে দীপ্ত করা হয়। যখন বিদ্যুৎ প্রবাহ চালানো হয় তখন আলো তৈরির জন্য সাধারণত যে পদার্থ ব্যবহার করা হয়, তা কার্বনজাতক তথা অরগানিক। ফলে এটি বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এভাবে সরাসরি আলো তৈরীর পদ্ধতি ওএলইডি ছাড়া এর আগে অন্য কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয় নি।
হালকা পাতলা গড়নের এই টিভি দেখতে আকর্ষণীয়। মনলোভা ডিজাইনের পাশাপাশি এটি অনেক বেশী কর্মক্ষমতা সম্পন্ন। সরাসরি আলো তৈরির ফলে বাজারে বর্তমান যে কোন টিভির চেয়ে ভালো মানের ছবি পাওয়া যাবে এতে। এর প্রতিটি পিক্সেল বন্ধ করে ফেলা যায় বলে এতে পুরোপুরি কালো রং(অ্যাবসলিউট ব্ল্যাক) পাওয়া সম্ভব । ফলে এর কন্ট্রাস্ট রেশিও অসীম।
এনার্জি এফিশিয়েন্ট, অসীম কন্ট্রাস্ট সম্পন্ন , ওজন কম , চমৎকার ছবি আর ডিজাইন; একটি টিভিতে মানুষ যা যা আশা করে তার সবকিছুই আছে এতে। আর সেকারণেই এটি এখন পর্যন্ত সেরা টিভি প্রযুক্তি।

ইয়াহু ২ হাজার কর্মী ছাটাই করছে


ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু দুই হাজার কর্মীকে অব্যাহতি দিতে যাচ্ছে। এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার ১৪ শতাংশ।

ব্যয় হ্রাস কর্মসূচির আওতায় এসব কর্মী ছাটাই করা হবে জানিয়ে বুধবার ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে বছরে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয় কমে আসবে বলে তারা আশা করছে।

এটি হতে যাচ্ছে গত চার বছরে ইয়াহুর ষষ্ঠ দফায় কর্মী ছাঁটাই। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ছয় হাজার কর্মীকে বাদ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক এ প্রতিষ্ঠান বলেছে, ইয়াহুর পরিসর কমানো ও বেশি লাভজনক করার প্রচেষ্টার অংশ হিসেবে কর্মী ছাটাই করা হচ্ছে।

ইয়াহুর প্রধান নির্বাহী স্কট টমসন বলেন, “মূল ব্যবসার দিকে আমরা আরো জোর দিচ্ছি এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পদের ব্যবহার বাড়াচ্ছি।”

১৭ এপ্রিল নতুন কৌশল প্রকাশের পর ইয়াহুর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়।