05 April 2012

ইয়াহু ২ হাজার কর্মী ছাটাই করছে


ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু দুই হাজার কর্মীকে অব্যাহতি দিতে যাচ্ছে। এ সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যার ১৪ শতাংশ।

ব্যয় হ্রাস কর্মসূচির আওতায় এসব কর্মী ছাটাই করা হবে জানিয়ে বুধবার ইয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে বছরে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ব্যয় কমে আসবে বলে তারা আশা করছে।

এটি হতে যাচ্ছে গত চার বছরে ইয়াহুর ষষ্ঠ দফায় কর্মী ছাঁটাই। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ছয় হাজার কর্মীকে বাদ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক এ প্রতিষ্ঠান বলেছে, ইয়াহুর পরিসর কমানো ও বেশি লাভজনক করার প্রচেষ্টার অংশ হিসেবে কর্মী ছাটাই করা হচ্ছে।

ইয়াহুর প্রধান নির্বাহী স্কট টমসন বলেন, “মূল ব্যবসার দিকে আমরা আরো জোর দিচ্ছি এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পদের ব্যবহার বাড়াচ্ছি।”

১৭ এপ্রিল নতুন কৌশল প্রকাশের পর ইয়াহুর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়। 

No comments:

Post a Comment