10 April 2012

চীনে ৫০০ সাইট হ্যাক করলো অ্যানোনিমাস


চীনে ৫০০ সাইট হ্যাক করলো অ্যানোনিমাস

এবার হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের নজর পড়েছে চীনের দিকে। জানা গেছে, প্রায় ৫শ ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকারদের এই গোপন সংগঠনটি। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, যেসব সাইট আক্রমণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল এজেন্সির ওয়েবসাইট, ট্রেড গ্রুপ ইত্যাদি। এসব সাইট হ্যাক করে চীন সরকারের প্রতি বার্তা প্রকাশ করা হয়েছে। এ বার্তায় দেশটির নাগরিকদের প্রতি সরকারের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কেবল তাই নয়, গ্রুপটি চীনের সাধারণ মানুষকে অ্যানোনিমাসের সঙ্গে যুক্ত হয়ে এই নিয়ন্ত্রণের প্রতিবাদ করতে আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, চীন সরকার তার নাগরিকদের ইন্টারনেট বিচরণ বেশ কঠোরভাবেই নজরদারি এবং নিয়ন্ত্রণ করে। এই সমালোচিত ব্যবস্থাকে বহু আগে থেকেই বিভিন্ন মিডিয়াতে চীনের মহাপ্রাচীর-এর নামের অনুকরণে গ্রেট ফায়ারওয়াল অফ চায়না বলে ডাকা হয়।

No comments:

Post a Comment