সাদাকালো টিভির সাথে সাথে রঙ্গীন সিআরটি টিভির সময়ও ফুরিয়ে গেল। এলো এলসিডি, প্লাজমা এবং এলইডি সহ বিভিন্ন প্রযুক্তি। এই নতুন প্রযুক্তিগুলো আধুনিক টিভির ধারণাই বদলে দিয়েছে। সর্বশেষ যে প্রযুক্তিটি টিভি দর্শকদের মাথা ঘুরিয়ে দিতে সমর্থ হয়েছে তার নাম ওএলইডি।
টিভি প্রযুক্তিটি বাজারে এনেছে স্যামসাং এবং এলজি। সিইএস ২০১২ তে এই প্রযুক্তি প্রদর্শন করে এলজি পেয়েছে সেরা এ্যাওয়ার্ড। বাজারে আসার আগেই তাই সাড়া ফেলে দিয়েছে নতুন প্রযুক্তির এই টিভি। গত কয়েক দশকের মধ্যে এই আবিস্কার নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে। জেনে নিন নতুন এই প্রযুক্তির আদ্যোপান্ত।
এলসিডিতে কালার ফিল্টার এবং লিকুইড ক্রিস্টাল ব্যবহার করা হয়। আর এলইডি নামে আমরা যে টিভি বা ডিসপ্লে ব্যবহার করি সেটাতে পুরোপুরি এলইডি ব্যবহার করা হয় না, বরং এটি এলসিডি প্রযুক্তির ভিন্ন এক রূপমাত্র। যেসব এলসিডি টিভিতে শুধুমাত্র ব্যাকলাইটে এলইডি ব্যবহার করা হয় সেটাকেই আমরা এলইডি টিভি বলে জানি। প্লাজমা টিভি প্রযুক্তিতে ব্যবহার করা হয় আলট্রা ভায়োলেট রশ্মি।
ওএলইডি এর পূর্ণরূপ অর্গানিক লাইট এমিটিং ডায়োড। সাধারণ ভাষায় বলতে গেলে এলইডি হল একধরণের ডায়োড যা বিদ্যুৎ প্রবাহের কারণে আলো বিচ্ছুরিত করে। আর ওএলইডি হল একটি আলোক নিঃসরণকারী পৃষ্টতল। টিভিতে ছবি দেখাতে মূলতঃ তিনটি মৌলিক রঙের ব্যবহার করা হয়; লাল, নীল এবং সবুজ। ওএলইডি টিভি প্রযুক্তিতে কিছু নির্দিষ্ট পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে এই রংগুলোকে দীপ্ত করা হয়। যখন বিদ্যুৎ প্রবাহ চালানো হয় তখন আলো তৈরির জন্য সাধারণত যে পদার্থ ব্যবহার করা হয়, তা কার্বনজাতক তথা অরগানিক। ফলে এটি বিদ্যুৎ সাশ্রয়ী হয়। এভাবে সরাসরি আলো তৈরীর পদ্ধতি ওএলইডি ছাড়া এর আগে অন্য কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয় নি।
হালকা পাতলা গড়নের এই টিভি দেখতে আকর্ষণীয়। মনলোভা ডিজাইনের পাশাপাশি এটি অনেক বেশী কর্মক্ষমতা সম্পন্ন। সরাসরি আলো তৈরির ফলে বাজারে বর্তমান যে কোন টিভির চেয়ে ভালো মানের ছবি পাওয়া যাবে এতে। এর প্রতিটি পিক্সেল বন্ধ করে ফেলা যায় বলে এতে পুরোপুরি কালো রং(অ্যাবসলিউট ব্ল্যাক) পাওয়া সম্ভব । ফলে এর কন্ট্রাস্ট রেশিও অসীম।
এনার্জি এফিশিয়েন্ট, অসীম কন্ট্রাস্ট সম্পন্ন , ওজন কম , চমৎকার ছবি আর ডিজাইন; একটি টিভিতে মানুষ যা যা আশা করে তার সবকিছুই আছে এতে। আর সেকারণেই এটি এখন পর্যন্ত সেরা টিভি প্রযুক্তি।
No comments:
Post a Comment