10 April 2013

আইফোন ও অ্যান্ড্রয়েডের জন্য গুগল আনলো কুইকঅফিস


আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিজের স্মার্টফোনেই মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এডিট করার সুবিধা দিতে গুগল নিয়ে এসেছে নতুন কুইক অফিস অ্যাপ। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, গুগলের কুইক অফিস অ্যাপ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট বানানো থেকে শুরু করে এডিট পর্যন্ত সবই করতে পারবেন একজন ব্যবহারকারী।

টেকট্রি জানিয়েছে, গুগল অ্যাপসের বিজনেস সাবস্ক্রাইবাররা অ্যাপটি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। অন্য আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কুইকঅফিস প্রো অ্যাপটির জন্য খরচ করতে হবে ১৫ ডলার। আর অ্যাপটির ট্যাবলেট ভার্সন কুইকঅফিস প্রো এইচডির জন্য খরচ করতে হবে ২০ ডলার।

গুগল ডিভাইসে ডক ফাইল ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগ ছিলো অনেকদিন ধরেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কুইকঅফিস অ্যাপটি চালু হওয়ায় এখন আর ওই অভিযোগের মুখে পড়তে হবে না গুগলকে। ২০১২ সালের জুনে অ্যাপটির মালিকানা কিনে নিয়েছিলো গুগল। প্রথম দিকে কেবল অ্যাপল এবং নোকিয়ার তৈরি ডিভাইসেই ব্যবহার করা যেত অ্যাপটি।

08 April 2013

অ্যান্ড্রয়েডের জন্য ফেইসবুকের নতুন অ্যাপ ‘হোম’


মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড’ চালিত স্মার্টফোনের জন্য শীর্ষস্থানীয় সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুক নিয়ে এসেছে নতুন অ্যাপ ‘হোম’। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ফেইসবুকের ‘হোম’ অ্যাপ সোশ্যাল নেটওয়ার্কটির সব ফিড নিয়ে আসবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মেইন স্ক্রিনে।
‘হোম’ ইনস্টল করার পর অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর স্মার্টফোনের মেইন স্ক্রিনেই চলে আসবে ফেইসবুক অ্যাকাউন্টের সব আপডেট। বাড়তি কোনো অ্যাপ চালু না করেই মেইন স্ক্রিন থেকেই চ্যাট করার সুবিধাও পাওয়া যাবে ‘হোম’ ইনস্টল করা থাকলে। স্ট্যাটাস আপডেট, কমেন্ট, লাইক দেয়া, এর সবই করা যাবে মেইনস্ক্রিনে থেকে হোম ব্যবহার করে। নোটিফিকেশনগুলোও চলে আসবে মেইন স্ক্রিনে।

ফেইসবুক নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনবে এমন গুজব অনেকদিন ধরেই রটেছিলো। তবে আলাদা স্মার্টফোন না এনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি অ্যাপ এনে সেই গুজবে একরকম পানি ঢেলে দিলো ফেইসবুক।
তবে এই অ্যাপটি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিরুপ প্রভাব ফেলতে পারে বলে আশংকা করছেন অনেকেই। ‘হোম’ অ্যাপটি চালু করার পর স্মার্টফোনটি চুরি হয়ে গেলে অথবা হারিয়ে ফেললেই বেহাত হতে পারে ব্যক্তিগত গোপন তথ্য।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি। এর আগে ১২ এপ্রিল থেকেই নতুন ছয়টি স্মার্টফোনে প্রি ইনস্টল করা থাকবে অ্যাপটি। এর মধ্যে প্রথম স্মার্টফোনটি হবে এইচটিসি ফার্স্ট।

৪ দশকে মোবাইল ফোন


1 / 1
প্রথম মোবাইল ফোন কলটি করা হয়েছিলো ১৯৭৩ সালের ৩ এপ্রিল। বিবিসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কলিগকে কল করে বিশ্বের প্রথম মোবাইল ফোন দিয়ে কথা কথা বলার দাবিটা বেশ বুক ফুলিয়ে করেছিলেন মটোরোলার সিনিয়র ইঞ্জিনিয়ার মার্টি কুপার।
 
মোবাইল ফোন থেকে প্রথম কল করার পর পেরিয়ে গেছে ৪০ বছর। চার দশক পেরিয়ে ২০১৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন পা দিলো ৪১তম বছরে।
মোবাইল ফোনের ‘জনক’ বলা হয় মার্টি কুপারকে। প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলোর দাম পড়তো প্রায় ৩,০০০ ডলার। আর সেটগুলোও ছিলো বেশ বড় আকারের। আকার আর দামের কথা চিন্তা করে মোবাইল ফোনগুলো পুরোদস্তুর বাণিজ্যিক পণ্য হিসেবে খুব একটা সুবিধা করতে পারবে না বলে বিবিসিকে বলেছিলেন কুপার।
বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে কুপার আরো বলেছিলেন, ‘তবে আমরা এমন একটা মোবাইল ফোনের স্বপ্নও দেখেছিলাম, যা এতোই ছোট হবে যে, কানে ঝুলিয়ে রাখা যাবে। এটা আমাকে সত্যিই আনন্দ দেয় যে, মোবাইল ফোন জীবনযাত্রার উন্নয়নে প্রভাব ফেলতে পেরেছে।
চার দশকে পৃথিবীতে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০০ কোটি। ২০১২ সালেই এই তথ্য জানিয়েছিলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ওই একই সময় পৃথিবীর জনসংখ্যা ছিলো ৭০০ কোটি।

জুলাইয়ে আসছে নতুন নেক্সাস সেভেন


নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন একটি ভার্সন বাজারে ছাড়ছে টেক জায়ান্ট গুগল। গোপন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই মাসেই বাজারে আসবে নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি।
রয়টার্স জানিয়েছে, নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি বানিয়েছে আসুসটেক। ট্যাবলেটটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে। নেক্সাসের আগের মডেলটি থেকে পাতলা হবে নতুন ভার্সনটি।
নেক্সাস সেভেনের প্রথম ভার্সনটিও বানিয়েছিলো আসুসটেক। এনভিডিয়া টেগরা থ্রি প্রসেসর চালিত ট্যাবলেটটির স্ক্রিন রেজুলিউশন ছিলো ১২৮০ বাই ৮০০ পিক্সেল। রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, পুরনো ভার্সনটির তুলনায় স্ক্রিন রেজুলিউশন বেশি হবে নতুন নেক্সাস সেভেনে।
নেক্সাস সেভেনের নতুন ভার্সন সম্পর্কে ওই তথ্যগুলো গুগল নিশ্চিত না করলেও রয়টার্স জানিয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ডিসম্বেরের মধ্যে ৮০ লাখ নতুন নেক্সাস সেভেন বিক্রি করবে গুগল।
ট্যাবলেটটির নতুন ভার্সনের দাম কতো হবে, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি রয়টার্স। তবে পুরনো নেক্সাস সেভেনের বর্তমান বাজারমূল্য ১৯৯ ডলার।

উত্তর কোরিয়াকে অ্যানোনিমাসের হুমকি

বিজিআর জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘স্বৈরাচারী’ সরকারের বিরুদ্ধে ‘অপারেশন ফ্রি কোরিয়া’ নামের এক কর্মসূচি শুরু করেছে অ্যানোনিমাস হ্যাকাররা। দেশটির শাসক কিম জং-উনের পদত্যাগ এবং গণতন্ত্র চালু করার দাবি জানিয়েছে হ্যাকারদের সংগঠনটি। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং দেশটির নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ওপর সব বাধানিষেধ উঠিয়ে নেবার দাবিও জানিয়েছে অ্যানোনিমাস।

দেশটির স্থানীয় ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, ইমেইল সার্ভার এবং ওয়েব সার্ভারের পাসওয়ার্ড নিজেদের হাতে রয়েছে বলে দাবি জানিয়েছে অ্যানোনিমাস। দাবি পূরণ করা না হলে পুরো শক্তি নিয়ে উত্তর কোরিয়ার ওপর সাইবার আক্রমণ চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।
অ্যানোনিমাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরিমিনজোকিরি ডটকমের ১৫ হাজার মেম্বারের যাবতীয় রেকর্ড রয়েছে আমাদের কাছে। প্রথমে আমরা তোমাদের ব্যক্তিগত ডেটা মুছে দেবো। তারপর মুছে দেবো স্বৈরাচারী সরকারকে।’
দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার চলতি সামরিক টানাপোড়নের মধ্যেই এই হুমকি দিয়েছে অ্যানোনিমাস। তবে হ্যাকারদের সংগঠনটি এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, মার্কিন সরকারকে সমর্থন করতে নয় বরং উত্তর কোরিয়ার নাগরিকদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যেই মাঠে নেমেছে তারা।

04 April 2013

Hackers Attacked South Korean Banks

On the 20th of March, computer networks at a number of South Korean banks and TV broadcasters crashed due to a cyber attack, which paralysed ATMs across the country. South Korean authorities reacted quickly and set up a cyber crisis team, but this didn’t help. It turned out that the large scale attack overwhelmed the infrastructure, including Nonghyup Bank, Shinhan Bank, Munhwa Broadcasting Corp., YTN and Korea Broadcasting System.

Nobody has claimed responsibility for the hacker attack thus far, and South Korean officials are still not pointing fingers, but most experts think the attack was launched by North Korea, which always has a reason to attack the neighbour. Security experts admitted that the malware used in the attack wrecked the machines and destroyed their ability to reboot. A number of operators reported they saw skulls on the screens before their computers went down. Apparently, tech support had a bad day, but a number of services were restored in a few hours.
This hacker attack is considered the biggest cyber onslaught against the country in over 2 years. It is clear that simultaneous, coordinated attacks were carried out by an attacker with plenty of resources – for example, a state sponsored group. In the meantime, North Korea is believed to have a cyber warfare unit able to hack networks of the United States and South Korea. However, the level of sophistication used in the attacks is very surprising, taking into account the state of North Korea’s economy and infrastructure. It is easy to recruit hackers in the United States, Europe or Japan, but it isn’t so in a country having virtually no Internet and frequent power outages.
Still, it might be worth the effort. It is known that South Korea operates some of the fastest broadband networks in the world and its economy is heavily dependent on broadband access. In addition, such attack also poses a massive security risk, because multiple facilities can be targeted. Finally, a more serious attack could potentially wreak havoc on the country’s infrastructure.
In contrast, North Korea is almost unhackable – and this is not due to having the best cyber security program in the world or the wisest and greatest supreme leaders, but due to the fact that it has almost no Internet infrastructure at all.

South Korea Was Hacked from China?

photo.jpg

The investigators of the tremendous hack which crippled the South Korean banking system have traced it back to… Chinese servers! However, even despite Chinese IP addresses being used in the hack, North Korea still remains the prime suspect.

As you know, IP addresses can be manipulated and the chances are that the intruders could just be hiding behind the Chinese servers. Previously, South Korea has accused its northern neighbour of starting massive cyber attacks, and the industry observers believe that North Korea is the one behind the latest attack, which disabled almost 32,000 machines used by three banks and three media outlets. The country’s authorities think this attack originated from a single organization.
In the meantime, the hack came amid high tensions in the Korean peninsula, thus representing an escalation of North Korean rhetoric. Recently, North Korea carried out its 3rd nuclear test, while making multiple threats against South Korea and US interests in the area. Last week, North Korea claimed it would attack American bases in Okinawa and Guam if provoked. Apparently, it doesn’t take much to provoke the country, so the United States should better watch its step in the region.
In addition, North Korea was eager to tell the world that the country now has its own drones through the state news agency, which claimed that its glorious armed forces carried out a mock drone attack on the South. According to the report, the drones went on to complete the mission and deliver a super-precision attack on enemy targets. At the same time, a missile defence unit shot down a target which mimicked a Tomahawk cruise missile. Of course, these reports can’t be independently confirmed, but US analysts can still find them quite amusing.

02 April 2013

Windows 9 Might Arrive in 2014

The rumors are that Microsoft is going to release another version of Windows as soon as in 2014. The speculations are that next Windows OS can hit the streets a year from November next.

However, the rumors don’t explain why users should feel the need to upgrade to Windows 9 before Windows 8 takes off. In fact, at the moment lots of users are in the same boat, believing that Windows 7 is good enough. As for me, I personally think that a line should be drawn at Windows XP, which has never let me down, and I am not alone.

The rumors come from Win8China, which has provided a number of good Windows leaks before. Win8China reveals that Microsoft is developing Windows 9 for a tentative November 2014 product launch, with a beta expected to be out to try as early as next January.

Actually, the announced dates are around the time of year that we would be expecting a Windows yearly OS update. Taking all this into account, this does make it possible that new Windows OS could have a November 2014 release. In addition, there’s a chance that Microsoft has finally understood that making people pay for regular short term upgrades, like Apple, is a better business model than making users pay for a bigger one every few years.

US Authorities Go Paranoid about Hackers

It seems that the US Justice Department has become too paranoid about the hackers: for instance, last week Andrew Auernheimer went to prison for 41 months after obtaining the personal information of over 100,000 iPad owners from AT&T’s publicly accessible site.

The problem is that Andrew didn’t even hack anything – all he did was visiting the non-public bit of AT&T’s server and downloading the details. During the trial, Auernheimer, 26, was ruled guilty of one count of identity fraud and one count of conspiracy to access a machine without authorization. This was when he and his fellow developed a program to gather information on iPad owners which had been exposed by a security flaw in AT&T’s site. All they did was writing a program to send Get requests to the site.

Unfortunately, neither the prosecutors nor the jury knew or cared about technology. They somehow got a conviction based around the Computer Fraud and Abuse Act, which can’t make clear distinctions between criminal hacking and simple unauthorized access. As such, the innocent researchers whose activities are not criminal in intent can’t be protected. In other words, any sensible security expert will probably want to work for North Korea, whose authorities don’t arrest people for helping the IT industry.

In the meantime, Andrew Auernheimer and his colleague made no money from their hack, but instead contacted Gawker to report the vulnerability, claiming that AT&T must be held responsible for their insecure infrastructure. In response, prosecutors showed the court 150 pages of chat logs from an IRC channel where Spitler and Auernheimer admitted conducting the breach to destroy AT&T’s reputation and promote themselves as security specialists. In other words, the “hackers” were doing it for some form of gain, and the prosecutor’s attitude is odd – should anyone promoting themselves by showing a need for their services be banged up?

This situation puts the United States in a difficult position: on one side, the country is suffering from hacking attacks on companies with security flaws, while on the other side it is locking up those who expose those flaws. As a result, all the security experts will just give up doing their job and give the nation over to hackers elsewhere, by moving to places where their skills are appreciated.

31 March 2013

জিপিএসের মাধ্যমে তৈরি হয় অবস্থানের ‘ফিঙ্গারপ্রিন্ট’

স্মার্টফোন ব্যবহারকারীদের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থেকে পাওয়া তথ্য নিয়ে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও কয়েকটি প্রতিষ্ঠান। সিএনএন জানিয়েছে, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দিন বা সপ্তাহের বিভিন্ন সময়ে স্মার্টফোন ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়, যা থেকে তাদের অবস্থানের ‘ফিঙ্গারপ্রিন্ট’ বানানো সম্ভব।
স্মার্টফোন ব্যবহারকারীদের বিভিন্ন সময়ে অবস্থান সম্পর্কে তথ্য জানতে জিপিএস উপাত্ত নিয়ে গবেষণায় দেখা গেছে, প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারী একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় অবস্থান করে। এতে টাওয়ারের মাধ্যমে বিভিন্ন সময়ে তাদের অবস্থান সম্পর্কে হালনাগাদ তথ্য জানা যায়, যেটা আগেকার যে কোন ট্র্যাকিং পদ্ধতির চেয়ে অনেক সহজ।
১৫ মাস ধরে চলা এ গবেষণায় ১৫ লাখ অপরিচিত মোবাইল ফোন ব্যবহারকারীদের অবস্থান ট্র্যাকিং করা হয়। এতে মোবাইল ফোন টাওয়ারের মাধ্যমে ৯৫ ভাগ ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা গেছে। এছাড়া প্রতিজন মানুষের আচরণ আলাদা ও সবাই একটা সাপ্তাহিক অভ্যাস মেনে চলায় তাদের অবস্থান সম্পর্কে তথ্যের ‘ফিঙ্গারপ্রিন্ট’ জানা যায়। সপ্তাহে পাঁচদিন অফিস, একদিন প্রার্থনা করতে উপাসনালয়ে, বিকেলে কফি হাউস এভাবে একজন স্মার্টফোন ব্যবহারকারী কিভাবে দিন কিংবা সপ্তাহের সময় ব্যয় করেন সে তথ্য উঠে এসেছে গবেষণায়।