আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের নিজের স্মার্টফোনেই মাইক্রোসফট অফিস ডকুমেন্ট এডিট করার সুবিধা দিতে গুগল নিয়ে এসেছে নতুন কুইক অফিস অ্যাপ। প্রযুক্তি বিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, গুগলের কুইক অফিস অ্যাপ দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ডকুমেন্ট বানানো থেকে শুরু করে এডিট পর্যন্ত সবই করতে পারবেন একজন ব্যবহারকারী।
টেকট্রি জানিয়েছে, গুগল অ্যাপসের বিজনেস সাবস্ক্রাইবাররা অ্যাপটি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। অন্য আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কুইকঅফিস প্রো অ্যাপটির জন্য খরচ করতে হবে ১৫ ডলার। আর অ্যাপটির ট্যাবলেট ভার্সন কুইকঅফিস প্রো এইচডির জন্য খরচ করতে হবে ২০ ডলার।
গুগল ডিভাইসে ডক ফাইল ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগ ছিলো অনেকদিন ধরেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কুইকঅফিস অ্যাপটি চালু হওয়ায় এখন আর ওই অভিযোগের মুখে পড়তে হবে না গুগলকে। ২০১২ সালের জুনে অ্যাপটির মালিকানা কিনে নিয়েছিলো গুগল। প্রথম দিকে কেবল অ্যাপল এবং নোকিয়ার তৈরি ডিভাইসেই ব্যবহার করা যেত অ্যাপটি।
টেকট্রি জানিয়েছে, গুগল অ্যাপসের বিজনেস সাবস্ক্রাইবাররা অ্যাপটি ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। অন্য আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কুইকঅফিস প্রো অ্যাপটির জন্য খরচ করতে হবে ১৫ ডলার। আর অ্যাপটির ট্যাবলেট ভার্সন কুইকঅফিস প্রো এইচডির জন্য খরচ করতে হবে ২০ ডলার।
গুগল ডিভাইসে ডক ফাইল ব্যবহারের অসুবিধা নিয়ে অভিযোগ ছিলো অনেকদিন ধরেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কুইকঅফিস অ্যাপটি চালু হওয়ায় এখন আর ওই অভিযোগের মুখে পড়তে হবে না গুগলকে। ২০১২ সালের জুনে অ্যাপটির মালিকানা কিনে নিয়েছিলো গুগল। প্রথম দিকে কেবল অ্যাপল এবং নোকিয়ার তৈরি ডিভাইসেই ব্যবহার করা যেত অ্যাপটি।