08 April 2013

জুলাইয়ে আসছে নতুন নেক্সাস সেভেন


নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন একটি ভার্সন বাজারে ছাড়ছে টেক জায়ান্ট গুগল। গোপন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুলাই মাসেই বাজারে আসবে নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি।
রয়টার্স জানিয়েছে, নেক্সাস সেভেন ট্যাবলেটের নতুন ভার্সনটি বানিয়েছে আসুসটেক। ট্যাবলেটটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে। নেক্সাসের আগের মডেলটি থেকে পাতলা হবে নতুন ভার্সনটি।
নেক্সাস সেভেনের প্রথম ভার্সনটিও বানিয়েছিলো আসুসটেক। এনভিডিয়া টেগরা থ্রি প্রসেসর চালিত ট্যাবলেটটির স্ক্রিন রেজুলিউশন ছিলো ১২৮০ বাই ৮০০ পিক্সেল। রয়টার্সের দেয়া তথ্য অনুযায়ী, পুরনো ভার্সনটির তুলনায় স্ক্রিন রেজুলিউশন বেশি হবে নতুন নেক্সাস সেভেনে।
নেক্সাস সেভেনের নতুন ভার্সন সম্পর্কে ওই তথ্যগুলো গুগল নিশ্চিত না করলেও রয়টার্স জানিয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ডিসম্বেরের মধ্যে ৮০ লাখ নতুন নেক্সাস সেভেন বিক্রি করবে গুগল।
ট্যাবলেটটির নতুন ভার্সনের দাম কতো হবে, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি রয়টার্স। তবে পুরনো নেক্সাস সেভেনের বর্তমান বাজারমূল্য ১৯৯ ডলার।

No comments:

Post a Comment