08 April 2013

৪ দশকে মোবাইল ফোন


1 / 1
প্রথম মোবাইল ফোন কলটি করা হয়েছিলো ১৯৭৩ সালের ৩ এপ্রিল। বিবিসি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কলিগকে কল করে বিশ্বের প্রথম মোবাইল ফোন দিয়ে কথা কথা বলার দাবিটা বেশ বুক ফুলিয়ে করেছিলেন মটোরোলার সিনিয়র ইঞ্জিনিয়ার মার্টি কুপার।
 
মোবাইল ফোন থেকে প্রথম কল করার পর পেরিয়ে গেছে ৪০ বছর। চার দশক পেরিয়ে ২০১৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন পা দিলো ৪১তম বছরে।
মোবাইল ফোনের ‘জনক’ বলা হয় মার্টি কুপারকে। প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলোর দাম পড়তো প্রায় ৩,০০০ ডলার। আর সেটগুলোও ছিলো বেশ বড় আকারের। আকার আর দামের কথা চিন্তা করে মোবাইল ফোনগুলো পুরোদস্তুর বাণিজ্যিক পণ্য হিসেবে খুব একটা সুবিধা করতে পারবে না বলে বিবিসিকে বলেছিলেন কুপার।
বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে কুপার আরো বলেছিলেন, ‘তবে আমরা এমন একটা মোবাইল ফোনের স্বপ্নও দেখেছিলাম, যা এতোই ছোট হবে যে, কানে ঝুলিয়ে রাখা যাবে। এটা আমাকে সত্যিই আনন্দ দেয় যে, মোবাইল ফোন জীবনযাত্রার উন্নয়নে প্রভাব ফেলতে পেরেছে।
চার দশকে পৃথিবীতে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০০ কোটি। ২০১২ সালেই এই তথ্য জানিয়েছিলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ওই একই সময় পৃথিবীর জনসংখ্যা ছিলো ৭০০ কোটি।

No comments:

Post a Comment