বিজিআর জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘স্বৈরাচারী’ সরকারের বিরুদ্ধে ‘অপারেশন ফ্রি কোরিয়া’ নামের এক কর্মসূচি শুরু করেছে অ্যানোনিমাস হ্যাকাররা। দেশটির শাসক কিম জং-উনের পদত্যাগ এবং গণতন্ত্র চালু করার দাবি জানিয়েছে হ্যাকারদের সংগঠনটি। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং দেশটির নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের ওপর সব বাধানিষেধ উঠিয়ে নেবার দাবিও জানিয়েছে অ্যানোনিমাস।
দেশটির স্থানীয় ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, ইমেইল সার্ভার এবং ওয়েব সার্ভারের পাসওয়ার্ড নিজেদের হাতে রয়েছে বলে দাবি জানিয়েছে অ্যানোনিমাস। দাবি পূরণ করা না হলে পুরো শক্তি নিয়ে উত্তর কোরিয়ার ওপর সাইবার আক্রমণ চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।
অ্যানোনিমাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরিমিনজোকিরি ডটকমের ১৫ হাজার মেম্বারের যাবতীয় রেকর্ড রয়েছে আমাদের কাছে। প্রথমে আমরা তোমাদের ব্যক্তিগত ডেটা মুছে দেবো। তারপর মুছে দেবো স্বৈরাচারী সরকারকে।’
দক্ষিণ কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার চলতি সামরিক টানাপোড়নের মধ্যেই এই হুমকি দিয়েছে অ্যানোনিমাস। তবে হ্যাকারদের সংগঠনটি এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, মার্কিন সরকারকে সমর্থন করতে নয় বরং উত্তর কোরিয়ার নাগরিকদের স্বাধীনতা আদায়ের লক্ষ্যেই মাঠে নেমেছে তারা।
No comments:
Post a Comment