সম্প্রতি পেপাল ডকুসাইন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা শুরু করেছে, যার ফলে ব্যবসা সংক্রান্ত লেনদেনগুলো আরও সহজ, দ্রুত ও নিরাপদে সম্পন্ন করা যাবে। খবর ম্যাশএবল-এর।
ডকুসাইন এর আগে ডিজিটাল সিগনেচার দেয়ার কাজ কেবল আইনি দলিলে ব্যবহৃত হতো। পেপালের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এখন লেনদেনের কাজেও ডিজিটাল সিগনেচার পদ্ধতি ব্যবহার করা যাবে। ডকুসাইন জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদে অর্থ গ্রহণ এবং সেবা বা পণ্য দেয়ার সুবিধা দিতেই পেপালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা; যার ফলে মাত্র কয়েক সেকেণ্ডেই লেনদেন সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, এই পদ্ধতিতে ওয়েব ব্রাউজার ছাড়াও মোবাইলের ওয়েব ব্রাউজার ও অ্যাপ্লিকেশন থেকে অর্থ আদান-প্রদান করা যাবে।
ডকুসাইন এর আগে ডিজিটাল সিগনেচার দেয়ার কাজ কেবল আইনি দলিলে ব্যবহৃত হতো। পেপালের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এখন লেনদেনের কাজেও ডিজিটাল সিগনেচার পদ্ধতি ব্যবহার করা যাবে। ডকুসাইন জানিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদে অর্থ গ্রহণ এবং সেবা বা পণ্য দেয়ার সুবিধা দিতেই পেপালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তারা; যার ফলে মাত্র কয়েক সেকেণ্ডেই লেনদেন সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, এই পদ্ধতিতে ওয়েব ব্রাউজার ছাড়াও মোবাইলের ওয়েব ব্রাউজার ও অ্যাপ্লিকেশন থেকে অর্থ আদান-প্রদান করা যাবে।