অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন। জীবনবৃত্তান্তে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ তুলে কয়েকজন শেয়ার হোল্ডার ৭ মে এর মধ্যে থম্পসনের পদত্যাগ দাবি করলে তিনি ভুল তথ্য দেয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তবে তার পদত্যাগের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
শেয়ারহোল্ডারদের অভিযোগের প্রেক্ষিতে ইয়াহু পরিচালনা পর্ষদের মুখোমুখি হন থম্পসন। সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে নিজের বক্তব্য দেন। তবে কেন তিনি তার স্নাতক ডিগ্রি নিয়ে মিথ্যাচার করেছেন তা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
গণমাধ্যমকে দেয়া লিখিত চিঠিতে থম্পসন উল্লেখ করেন, ‘আমরা সবাই কঠোর পরিশ্রম করে চলেছি প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে। কিন্তু এধরনের কর্মকাণ্ড আমাদের অগ্রগতিতে বাধার সৃষ্টি করছে। তাই আমি ব্যাপারটি নিয়ে আর জটিলতা সৃষ্টি করতে চাইনা। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, ব্যাপারটি যেন এখানেই শেষ হয়’।
No comments:
Post a Comment