সম্প্রতি জানা গেছে, অ্যাপলের সাম্প্রতিক এক অভিযোগ অনুসারে ধারণা করা হচ্ছে, আইফোনের পরবর্তী সংস্করণের নাম আইফোন ৫-ই হবে। এর আগেই আইফোন ৫ বের করা হবে বলে ধারণা করা হলেও সিইও টিম কুক ঘোষণা করেছিলেন আইফোন ৪এস-এর। খবর ম্যাশএবল-এর।
সূত্র জানিয়েছে, আইফোন৫ ডটকম নামের একটি ওয়েবসাইট বন্ধ করার জন্য অ্যাপল ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের কাছে দাবি জানিয়েছে। এতে করে অ্যাপলের পণ্য আইফোন-এর নামে রেজিস্ট্রেশন করা এই ডোমেইনের মালিকানা অ্যাপলের হাতে চলে যেতে পারে।
২০০৮ সালে অস্ট্রেলিয়ার রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন করা আইফোন৫ ডটকম সাইটে মূলত আইফোন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এক পোস্টে এর এক ব্যবহারকারী দাবি করেছেন, তারা এই সাইট বন্ধের বিরোধিতা করবেন।
তবে ডোমেইনের মালিকানা অ্যাপলের হাতে যাক বা না যাক, এই ঘটনার মধ্য দিয়ে পরবর্তী আইফোনের নাম আইফোন ৫ হবে, এই ধারণা আরও পাকাপোক্ত হয়েছে ব্লগার ও প্রযুক্তিবিদদের মাঝে।
সূত্র জানিয়েছে, আইফোন৫ ডটকম নামের একটি ওয়েবসাইট বন্ধ করার জন্য অ্যাপল ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের কাছে দাবি জানিয়েছে। এতে করে অ্যাপলের পণ্য আইফোন-এর নামে রেজিস্ট্রেশন করা এই ডোমেইনের মালিকানা অ্যাপলের হাতে চলে যেতে পারে।
২০০৮ সালে অস্ট্রেলিয়ার রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন করা আইফোন৫ ডটকম সাইটে মূলত আইফোন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এক পোস্টে এর এক ব্যবহারকারী দাবি করেছেন, তারা এই সাইট বন্ধের বিরোধিতা করবেন।
তবে ডোমেইনের মালিকানা অ্যাপলের হাতে যাক বা না যাক, এই ঘটনার মধ্য দিয়ে পরবর্তী আইফোনের নাম আইফোন ৫ হবে, এই ধারণা আরও পাকাপোক্ত হয়েছে ব্লগার ও প্রযুক্তিবিদদের মাঝে।
No comments:
Post a Comment