সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তারা ফেইসবুকের মতো সোশাল নেটওয়ার্কে সন্দেহভাজনের ওপর নজর রাখতে ও তথ্য পেতে দ্রুততর কোনো রাস্তা খুঁজছে। খবর ম্যাশএবল-এর।
এদিকে সিনেট এক প্রতিবেদনে বলেছে, উচ্চপদস্থ এফবিআই ও সরকারি কর্মকর্তারা বিভিন্ন ইন্টারনেট ইন্ডাস্ট্রি লিডারদের সঙ্গে দেখা করে নতুন এক প্রস্তাবিত আইনের বিরোধিতা না করার জন্য অনুরোধ করছেন। সূত্র জানিয়েছে, ওই আইন অনুযায়ী এফবিআই সহজেই তাদের সন্দেহভাজনের ব্যাপারে যাবতীয় তথ্য পেতে পারবে এবং তাদের অনলাইন কর্মকাণ্ডে নজর রাখতে পারবে।
এফবিআই বলছে, যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেটভিত্তিক হয়ে পড়ায় ফোনে ওয়্যারটেপের মাধ্যমে আড়ি পাতার মতো পুরনো পদ্ধতি আর চলছে না। তাই নতুন এই আইন পাস হলে সোশাল নেটওয়ার্কগুলোকে তাদের সাইটের কোড পরিবর্তন করতে হবে যাতে এফবিআই যে কারো সব কর্মকাণ্ড ও যোগাযোগ মাধ্যমের ওপর নজর রাখতে পারে। ম্যাশএবল জানিয়েছে, আইন পাস হলে ভিওআইপি, ইনস্ট্যান্ট মেসেজিং (চ্যাট) এবং ইমেইলের ওপর নজর রাখা সম্ভব হবে।
No comments:
Post a Comment