জাভা
প্লাগইনের নিরাপত্তা ব্যবস্থায় খুঁত থাকায় ইন্টারনেটের মাধ্যমে হ্যাক হবার
ঝুঁকিতে রয়েছে বিশ্বব্যাপী ১’শ কোটিরও বেশি কম্পিউটার। জাভা প্লাগইনের ওই
খুঁতটি ব্যবহার করে চাইলেই কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করতে পারবে
হ্যাকাররা। খবর ম্যাশএবল-এর।
শীর্ষস্থানীয় একটি কম্পিউটার সিকিউরিটি ডেভেলপার প্রতিষ্ঠানের বরাতে ম্যাশএবল জানিয়েছে, জাভা ৫, ৬, ৭ ভার্সন এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর আসা জাভা ৭ আপডেট ১০-এর নিরাপত্তা ব্যবস্থায় খুঁত রয়েছে।
এদিকে জাভা নির্মাতা ওরাকল জানিয়েছে, পরবর্তী সিকিউরিটি আপডেটেই ঠিক করে ফেলা হবে নিরাপত্তা ব্যবস্থার সমস্যাটি। তার আগ পর্যন্ত কম্পিউটারের জাভা প্লাগইনগুলো ডিজঅ্যাবল করে রাখার পরামর্শ দিয়েছেন সিকিউরিটি এক্সপার্টরা।
শীর্ষস্থানীয় একটি কম্পিউটার সিকিউরিটি ডেভেলপার প্রতিষ্ঠানের বরাতে ম্যাশএবল জানিয়েছে, জাভা ৫, ৬, ৭ ভার্সন এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর আসা জাভা ৭ আপডেট ১০-এর নিরাপত্তা ব্যবস্থায় খুঁত রয়েছে।
এদিকে জাভা নির্মাতা ওরাকল জানিয়েছে, পরবর্তী সিকিউরিটি আপডেটেই ঠিক করে ফেলা হবে নিরাপত্তা ব্যবস্থার সমস্যাটি। তার আগ পর্যন্ত কম্পিউটারের জাভা প্লাগইনগুলো ডিজঅ্যাবল করে রাখার পরামর্শ দিয়েছেন সিকিউরিটি এক্সপার্টরা।