01 October 2012

এবার সাইবার আক্রমণের শিকার কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার সাইবার আক্রমণের শিকার কানাডা। শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে পরপর দু’বার সাইবার আক্রমণের শিকার হবার কথা জানিয়েছে কানাডা। খবর রয়টার্স-এর।

কানাডার ওপর সাইবার আক্রমণে চীনের হাত থাকার কথা জানিয়েছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ইনকর্পোরেটেড। কানাডার দু’টি এনার্জি ফার্মের ওপর সাইবার আক্রমণের সঙ্গে জড়িত হ্যাকাররা বেইজিংভিত্তিক সার্ভার ব্যবহার করেছে বলেই নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে ডেল। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কানাডার পাবলিক সেফটি মিনিস্ট্রির মুখপাত্র জন-পল ডুভাল এ ব্যাপারে জানান, ‘সাইবার আক্রমণ দু’টির ব্যাপারে অবগত রয়েছে কানাডার সাইবার ইনসিডেন্ট রেসপন্স সেন্টার।’ আক্রমণের সঙ্গে চীন জড়িত কিনা, এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ডুভাল। সাইবার আক্রমণের শিকার এনার্জি ফার্ম দু’টির নামও প্রকাশ করেনি কানাডা কর্তৃপক্ষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিষ্ঠানের ওপর সাইবার আক্রমণের মদদদাতা হিসেবে চীনের দিকে সন্দেহের তীরটি রয়েছে অনেকদিন ধরেই। তবে বরাবরের মতোই সাইবার আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

No comments:

Post a Comment