অনলাইন গেইম নির্মাতা জিঙ্গার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে ইলেকট্রনিক আর্টস (ইএ)। জিঙ্গার নতুন ‘দি ভিল’ গেইমটি ‘দি সিমস সোশাল’ গেইমের কপিরাইট লক্সঘন করেছে বলে অভিযোগ করেছে ইএ। খবর ইয়াহু নিউজ-এর।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলাটি করা হয়।
ভিডিও গেইম প্রকাশক ইএ শুক্রবার জানায়, নতুন গেইম ‘দি ভিল’-এর সঙ্গে ‘দি সিমস সোশাল’-এর মিল সন্দেহাতীত, যা আরো বছরখানেক আগেই ছাড়া হয়েছিলো। ইএ বলছে, সাধারণভাবে দেখলে গেইম দুটি হুবহু এক।
দু’টি গেইমই ফেসবুকে খেলা যায়। খেলোয়াড়েরা ভার্চুয়াল জগতে চরিত্র নির্মাণ করেন যারা ওখানেই থাকে, কাজ করে এবং নিজেদের ভেতর যোগাযোগ করে।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলাটি করা হয়।
ভিডিও গেইম প্রকাশক ইএ শুক্রবার জানায়, নতুন গেইম ‘দি ভিল’-এর সঙ্গে ‘দি সিমস সোশাল’-এর মিল সন্দেহাতীত, যা আরো বছরখানেক আগেই ছাড়া হয়েছিলো। ইএ বলছে, সাধারণভাবে দেখলে গেইম দুটি হুবহু এক।
দু’টি গেইমই ফেসবুকে খেলা যায়। খেলোয়াড়েরা ভার্চুয়াল জগতে চরিত্র নির্মাণ করেন যারা ওখানেই থাকে, কাজ করে এবং নিজেদের ভেতর যোগাযোগ করে।
No comments:
Post a Comment