|
Up coming Technologies, new technologies, information desk on new IT products, adopt procedures of Information Management Systems(IMS) in the Globe, a big Horizon of a country with a shortest possible time by made Development in IT sectors, In-spite of burden huge manpower can bring bless for a developing countries one & only when IT sector BooM !?! also latest news & activities of ITU, APT, TRI, BTRC etc..
21 March 2012
আফগানিস্তানে নারীদের জন্য প্রথম ইন্টারনেট ক্যাফে
20 March 2012
Linux and Android, together at last
The newest Linux kernel, version 3.3, includes code from Google's Android project. That should help both Android and other Linux-based projects.
Linux and Android are two closely linked open-source projects, but they've been as notable for how distant they are from each other--until yesterday.
That's when Linus Torvalds, leader of the Linux kernel project, released a version of the operating system core that bridges between the two worlds. Version 3.3 of the Linux kernel is the beginning of the end of isolation between these two projects.
Down under the covers, every Android phone is a Linux phone. Although programmers writing Android apps generally use a Java-like interface, a Google-customized version of Linux handles underlying details such as keyboard input, multitasking among different chores, and keeping needed data readily at hand in memory.
But Google's Android work has been a "fork"--a separate code base that's branched off from the main repository Torvalds oversees at the Kernel.org Web site.
The result of merging Google's Android Linux with Torvalds "mainline" version, if all goes well, should be easier programming and therefore faster progress for all parties involved. Google can benefit from new features added to mainline Linux sooner and with fewer hassles keeping its code in sync with the mainline kernel. And others using Linux in mobile devices can benefit from improvements that previously had to be retrieved from Google's separate fork.
Google lifts code liberally from many open-source projects, often contributing its own additions back as well as launching its own open-source works. But sometimes the company prefers to work more in isolation from a project's primary developers, which can lead to tensions given the generally collaborative, code-sharing ethos.
Back into the fold with Linux 3.3Another example where Google's Android team is linking up with its open-source brethren is with the WebKit browser engine. Google had worked on its stock Android browser as a separate fork of WebKit, but with the arrival of Chrome for Android, the mobile version of its browser is being integrated with the ordinary WebKit project.
Torvalds announced the release of Linux 3.3last night on the Linux kernel mailing list. He made no specific note of the Android merge, but it's been under way for months. Tim Bird, a Sony programmer who works on the Linux Foundation's consumer-electronics project,announced the "Android mainlining project" in December.
"I would like to announce the beginning of a project to make a concerted effort to mainline patches and features from Android into the mainline Linux kernel," Bird said.
His words came shortly after Torvalds himself in November tried to ease tensions between the two camps. He said in an interview with Muktware's Swapnil Bhartiya:
Every time there is a fork, and I think actually forks are good things, it means somebody sees a need and a technical reason to do something different from the standard kernel. But most forks are failures. They find that the things they needed were not actually worth doing and as a result most forks die. Some forks are successful--Google with Android has really been very successful.
Now, we are talking about how to say, 'Hey you were right, we were wrong, you were successful doing something right.' We are talking about how to merge the good parts.
Greg Kroah-Hartman, a longtime kernel developer and new Linux Foundation fellow, said to expect Android kernel components in Linux 3.3 on Google+ at the same time. And in a February interview with Muktware, he said, "The 3.3 kernel release will let you boot an Android userspace with no modifications, but not very good power management. The 3.4 kernel release will hopefully have the power management hooks that Android needs in it, along with a few other minor missing infrastructure pieces that didn't make it into the 3.3 kernel release."
Boot to Android
"Boot an Android userspace" means that a developer could run Android on a standard Kernel.org kernel rather than having to fetch one Google's customized version.
"Boot an Android userspace" means that a developer could run Android on a standard Kernel.org kernel rather than having to fetch one Google's customized version.
That could be handy for many programmers--the large number using Linux in electronics devices with memory and processor power limits, for example. And Mozilla, with its B2G (Boot to Gecko) project for a Linux-based browser operating system, also stands to benefit from the integration. It's currently using the Android open-source project (AOSP) software.
At a February meeting of the Android mainlining project, programmers dug into the details of the merge.
One area where there has been tension is with a Google technology called WakeLock, which lets a programmer tell the kernel that a particular computing process should prevent the computer from going into a low-power sleep state.
Linux Weekly News documented the initial loathing of WakeLock, which Google developed in isolation. That displeasure doubtless meant more work for Google mending fences than if it had worked closely with mainline kernel developers at the outset.
But Google had its own priorities, and collaboration takes time. And apparently those fences weren't unmendable.
12 March 2012
গুগল ম্যাপসকে বাদ দিলো অ্যাপল
অ্যাপল সম্প্রতি তাদের আইফোন ও আইপ্যাডের জন্য নতুন আইফটো অ্যাপ্লিকেশন রিলিজ করেছে। কিন্তু এর মধ্যে জিওট্যাগিং সুবিধা দিতে যে ম্যাপ রয়েছে, তা গুগল ম্যাপস নয়। খবর হাফিংটন পোস্টের।
সূত্র জানিয়েছে, গুগল ম্যাপস-এ সাধারণত গুগলের লোগো থাকে এবং দেখামাত্রই বোঝা যায় এটি গুগল ম্যাপ। কিন্তু আইফটোর সঙ্গে যে ম্যাপ জুড়ে দেয়া হয়েছে তাতে গুগলের নামগন্ধ নেই। এ ছাড়াও এতে তথ্যাদি অনেক কম এবং খুব একটা জুম করার সুবিধা নেই।
জানা গেছে, গুগলকে বাদ দিয়ে ওপেন সোর্স প্রজেক্ট ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনের তৈরি ম্যাপ ব্যবহার করছে অ্যাপল। এই অলাভজনক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে ম্যাপ তৈরি করা এবং যাদের প্রয়োজন তাদেরকে দেয়া। ফাউন্ডেশনটি তাদের সাইটেও অ্যাপলকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে।
তবে আইফটো ডেস্কটপ সংস্করণ এখনো গুগল ম্যাপস ব্যবহার করে বলেই জানা গেছে।
সূত্র জানিয়েছে, গুগল ম্যাপস-এ সাধারণত গুগলের লোগো থাকে এবং দেখামাত্রই বোঝা যায় এটি গুগল ম্যাপ। কিন্তু আইফটোর সঙ্গে যে ম্যাপ জুড়ে দেয়া হয়েছে তাতে গুগলের নামগন্ধ নেই। এ ছাড়াও এতে তথ্যাদি অনেক কম এবং খুব একটা জুম করার সুবিধা নেই।
জানা গেছে, গুগলকে বাদ দিয়ে ওপেন সোর্স প্রজেক্ট ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশনের তৈরি ম্যাপ ব্যবহার করছে অ্যাপল। এই অলাভজনক প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে ম্যাপ তৈরি করা এবং যাদের প্রয়োজন তাদেরকে দেয়া। ফাউন্ডেশনটি তাদের সাইটেও অ্যাপলকে স্বাগত জানিয়েছে বলে জানা গেছে।
তবে আইফটো ডেস্কটপ সংস্করণ এখনো গুগল ম্যাপস ব্যবহার করে বলেই জানা গেছে।
অ্যান্ড্রয়েড মার্কেট এখন 'গুগল প্লে' ANDROID MARKET NOW CALL 'GOOGLE PLAY'
গুগল তাদের অ্যান্ড্রয়েড মার্কেটের নাম বদলে ফেলেছে বলে জানা গেছে। কয়েকটি সেবা একত্রিত করে এই সেবার নাম দেয়া হয়েছে গুগল প্লে। খবর ম্যাশএবল-এর।
সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড মার্কেটের সব কন্টেন্ট এবং গুগল মিউজিক ও ইবুক স্টোরকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এখন থেকে গুগল প্লে নামে একইসঙ্গে গুগলের এসব সেবার প্রচারণা চালানো হবে।
ম্যাশএবল জানিয়েছে, মূলত গুগলের সেবা সম্পর্কে ব্যবহারকারীদের আরো স্পষ্ট ধারণা দিতেই নামে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে অনেকেই হয়তো মনে করতেন যে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড ও কেনা যায়, কিন্তু তারা গুগলের মিউজিক সেবা বা ইবুক সেবা সম্পর্কে জানতেন না। তাদের এসব সেবা সম্পর্কে জানানোর জন্য আলাদাভাবে বিজ্ঞাপন দিতে হতো গুগলকে।
তবে এক নামের আওতায় এসব সেবা নিয়ে আসায় পুরো প্রক্রিয়াটা যেমন সহজ হয়ে যাবে, তেমনি নতুন গ্রাহক সংখ্যাও বাড়বে বলে আশা করছে গুগল।
সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড মার্কেটের সব কন্টেন্ট এবং গুগল মিউজিক ও ইবুক স্টোরকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এখন থেকে গুগল প্লে নামে একইসঙ্গে গুগলের এসব সেবার প্রচারণা চালানো হবে।
ম্যাশএবল জানিয়েছে, মূলত গুগলের সেবা সম্পর্কে ব্যবহারকারীদের আরো স্পষ্ট ধারণা দিতেই নামে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে অনেকেই হয়তো মনে করতেন যে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড ও কেনা যায়, কিন্তু তারা গুগলের মিউজিক সেবা বা ইবুক সেবা সম্পর্কে জানতেন না। তাদের এসব সেবা সম্পর্কে জানানোর জন্য আলাদাভাবে বিজ্ঞাপন দিতে হতো গুগলকে।
তবে এক নামের আওতায় এসব সেবা নিয়ে আসায় পুরো প্রক্রিয়াটা যেমন সহজ হয়ে যাবে, তেমনি নতুন গ্রাহক সংখ্যাও বাড়বে বলে আশা করছে গুগল।
গ্রেপ্তারের প্রতিবাদে ফের হামলা চালালো হ্যাকাররা
সম্প্রতি কিছু হ্যাকার অ্যান্টিসেক পরিচয়ে একটি কোম্পানির ওয়েবসাইটে হানা দিয়েছে যারা যুক্তরাষ্ট্রে পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কাছে পণ্য বিক্রি করে। খবর বিবিসির।
সূত্র জানিয়েছে, নিউ ইয়র্ক আয়রনওয়ার্কের হোমপেজে পোস্ট করা মেসেজে বলা হয়েছে, ‘ট্রিবিউট টু জেরেমি হ্যামোন্ড।’ উল্লেখ্য, হ্যামোন্ড গত বছর ট্র্যাটফোর নামের একটি নেটওয়ার্কে হ্যাক করার অপরাধে অভিযুক্ত হন এবং গত সোমবার শিকাগোতে গ্রেপ্তার হন।
এছাড়াও এফবিআই আরও পাঁচজনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে যাদের মধ্যে রয়েছেন আরেক হ্যাকার সংগঠন লুলজসেক-এর নেতা যিনি সাবু নামে পরিচিত। পরে তিনি গ্রুপের অন্য সদস্যদের ধরিয়ে দিতে এফবিআই-এর হয়ে কাজ করেছেন বলেও জানা গেছে।
'লুলজসেক' নেতার সহযোগিতায় ৭ হ্যাকার গ্রেফতার
সম্প্রতি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, তাদের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন দশ লাখেরও বেশি মানুষ। খবর বিবিসির।
এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, এদের মধ্যে পাঁচজন ছিলেন ‘লুলজসেক’ নামের হ্যাকার সংগঠনে এবং একজন ছিলেন অ্যান্টিসেক নামের সংগঠনের সদস্য। সংস্থাটি আরো জানিয়েছে, লুলজসেক সংগঠনের নেতা হেকটর এক্সেভিয়ার গত আগস্টে ১২টি অপরাধের দায় স্বীকার করেছেন।
বিবিসি জানিয়েছে, এই লুলজসেক গ্রুপের নেতাই এরপর থেকে গ্রুপের অন্যান্য সদস্যদের ধরিয়ে দিতে গোপনে এফবিআই-এর হয়ে কাজ করেছেন। আর তার ফলেই এসব সদস্যদের নাগাল পেয়েছে এফবিআই।
22 February 2012
কি বোর্ডে চলছে সাইবার লড়াই >> CYBER WAR against Social aspects !?!
‘বাংলাদেশ সাইবার আর্মি নামের একটি গ্রুপের JingoBD নামে এক হ্যাকার ভারতীয় ৪৫টি ওয়েবসাইট হ্যাক করেছে। একই গ্রুপের অপর হ্যাকার R3x0Man হ্যাক করেছে ২৫৫ টি ভারতীয় ওয়েবসাইট।’ তথ্যগুলো পরিবেশন করেছে টাইমস অফ ইন্ডিয়া।
গত কয়েকদিন যাবত ওয়েব বিশ্বে অন্যতম আলোচিত ঘটনা বাংলাদেশ এবং ভারতীয় ওয়েবসাইটগুলোর নাজুক অবস্থা এবং হ্যাকিং। টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি রিপোর্ট বলছে, ‘হ্যাকিংয়ের একদিন পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট আবার ঠিক করা হয়েছে। এই সাইটটি তৈরি করেছিলেন হটমেইল প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া।’
গত কয়েকদিন যাবত ওয়েব বিশ্বে অন্যতম আলোচিত ঘটনা বাংলাদেশ এবং ভারতীয় ওয়েবসাইটগুলোর নাজুক অবস্থা এবং হ্যাকিং। টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি রিপোর্ট বলছে, ‘হ্যাকিংয়ের একদিন পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট আবার ঠিক করা হয়েছে। এই সাইটটি তৈরি করেছিলেন হটমেইল প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া।’
তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা জেডডি নেট সম্প্রতি খবরে বলেছে, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামের একটি হ্যাকার সংগঠন ভারতীয় ২০ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে। ভারতের সঙ্গে সাইবার যুদ্ধ শুরু হয়েছে বলে দলটি দাবী করেছে। টাইমস অফ ইন্ডিয়াও একে বলেছে সাইবার ওয়ার।
শুরু হলো কীভাবে
টাইমস অফ ইন্ডিয়ার মতে, ভারতীয় কিছু সংখ্যক হ্যাকার বাংলাদেশ সরকারের কয়েকটি ওয়েবসাইট হ্যাক করার পরপরই বাংলাদেশী হ্যাকাররা এই ‘সাইবার ওয়ার’-এ সামিল হয়।
শুরু হলো কীভাবে
টাইমস অফ ইন্ডিয়ার মতে, ভারতীয় কিছু সংখ্যক হ্যাকার বাংলাদেশ সরকারের কয়েকটি ওয়েবসাইট হ্যাক করার পরপরই বাংলাদেশী হ্যাকাররা এই ‘সাইবার ওয়ার’-এ সামিল হয়।
কারা করছে এই হ্যাকিং
ওয়েবসাইট এবং ইন্টারনেটবিষয়ক বিভিন্ন পরিচিতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় পরিচয় এখানে সবসময় আরোপ করা যায় না। একটি প্রতিষ্ঠানে অফিস হতে পারে বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি হতে পারে ভারতে এবং সেটি হোস্ট করা থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে বাংলাদেশী বা ভারতীয় ওয়েবসাইট বলতে সাধারণভাবে ধরে নেয়া হয় ওই ওয়েবসাইটগুলোর মালিক কর্তৃপক্ষের রাষ্ট্রীয় পরিচয়টিই। সেই হিসেবেই ‘ভারতীয়’ ওয়েবসাইট হ্যাক করার কৃতিত্ব দাবী করছে হ্যাকারদের গ্রুপগুলো। তবে এই হ্যাকিংয়ের কারণ হিসেবে একদিকে সামনে চলে এসেছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক বিষয়। অপরদিকে এটি ছাড়িয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সীমানাও। কারণ বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী অনেক হ্যাকারও এই লড়াইয়ে সামিল হচ্ছেন বলে দাবী এসেছে হ্যাকারদের গ্রুপগুলো থেকেই।
ওয়েবসাইট এবং ইন্টারনেটবিষয়ক বিভিন্ন পরিচিতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় পরিচয় এখানে সবসময় আরোপ করা যায় না। একটি প্রতিষ্ঠানে অফিস হতে পারে বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি হতে পারে ভারতে এবং সেটি হোস্ট করা থাকতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখানে বাংলাদেশী বা ভারতীয় ওয়েবসাইট বলতে সাধারণভাবে ধরে নেয়া হয় ওই ওয়েবসাইটগুলোর মালিক কর্তৃপক্ষের রাষ্ট্রীয় পরিচয়টিই। সেই হিসেবেই ‘ভারতীয়’ ওয়েবসাইট হ্যাক করার কৃতিত্ব দাবী করছে হ্যাকারদের গ্রুপগুলো। তবে এই হ্যাকিংয়ের কারণ হিসেবে একদিকে সামনে চলে এসেছে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক বিষয়। অপরদিকে এটি ছাড়িয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সীমানাও। কারণ বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী অনেক হ্যাকারও এই লড়াইয়ে সামিল হচ্ছেন বলে দাবী এসেছে হ্যাকারদের গ্রুপগুলো থেকেই।
কারণটা কী
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এর হাতে গুলি করে হত্যার ঘটনা বরাবরই সোশাল মিডিয়ায় আলোচিত হয়ে থাকে। বিভিন্ন বাংলা ব্লগেও এ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা ও পর্যালোচনা দেখা যায়। তবে সম্প্রতি এই ইস্যুই উঠে এসেছে হ্যাকিংয়ের কারণ হিসেবে।
বিভিন্ন সময়ে ভারতের ওয়েবসাইটগুলো হ্যাক করে সেগুলোর ঠিকানা অথবা স্ক্রিনশট ফেইসবুকে পোস্ট করছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো বার্তা এবং ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে এই গ্রুপের হ্যাকাররা জানিয়েছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সাইবার যুদ্ধ চলতে থাকবে। সীমান্ত হত্যাকাণ্ড ছাড়াও তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর এবং ভারতীয় টিভি মিডিয়া বাংলাদেশে বন্ধ অথবা বাংলাদেশি মিডিয়া ভারতে প্রচারের ব্যবস্থা নেয়ারও দাবি জানায় এই সংগঠনটি।
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-এর হাতে গুলি করে হত্যার ঘটনা বরাবরই সোশাল মিডিয়ায় আলোচিত হয়ে থাকে। বিভিন্ন বাংলা ব্লগেও এ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা ও পর্যালোচনা দেখা যায়। তবে সম্প্রতি এই ইস্যুই উঠে এসেছে হ্যাকিংয়ের কারণ হিসেবে।
বিভিন্ন সময়ে ভারতের ওয়েবসাইটগুলো হ্যাক করে সেগুলোর ঠিকানা অথবা স্ক্রিনশট ফেইসবুকে পোস্ট করছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো বার্তা এবং ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে এই গ্রুপের হ্যাকাররা জানিয়েছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সাইবার যুদ্ধ চলতে থাকবে। সীমান্ত হত্যাকাণ্ড ছাড়াও তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর এবং ভারতীয় টিভি মিডিয়া বাংলাদেশে বন্ধ অথবা বাংলাদেশি মিডিয়া ভারতে প্রচারের ব্যবস্থা নেয়ারও দাবি জানায় এই সংগঠনটি।
পাবলিক রিলেশন, দূর শিক্ষণ
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামে হ্যাকারদের ওই সংগঠন তাদের বিভিন্ন কার্যক্রমের নিয়মিত আপডেট প্রকাশ করতে বেছে নিয়েছে ফেইসবুক। একইনামে ফেইসবুকে একটি পেজ খুলেছে সংগঠনটি যা ইতোমধ্যেই প্রায় ২৯ হাজার ব্যবহারকারী লাইক করেছেন। পাশাপাশি তারা নিয়মিত ইমেইলে আপডেট পাঠাচ্ছেন সংবাদ মাধ্যমগুলোয়।
আপডেট জানানোর পাশাপাশি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর মাধ্যমে হ্যাকিং বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল বিলি হচ্ছে প্রতিনিয়ত।
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামে হ্যাকারদের ওই সংগঠন তাদের বিভিন্ন কার্যক্রমের নিয়মিত আপডেট প্রকাশ করতে বেছে নিয়েছে ফেইসবুক। একইনামে ফেইসবুকে একটি পেজ খুলেছে সংগঠনটি যা ইতোমধ্যেই প্রায় ২৯ হাজার ব্যবহারকারী লাইক করেছেন। পাশাপাশি তারা নিয়মিত ইমেইলে আপডেট পাঠাচ্ছেন সংবাদ মাধ্যমগুলোয়।
আপডেট জানানোর পাশাপাশি সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর মাধ্যমে হ্যাকিং বিষয়ক বিভিন্ন টিউটোরিয়াল বিলি হচ্ছে প্রতিনিয়ত।
কি হলো ওই সাইটগুলোর
হ্যাক করা সাইটের তালিকা থেকে অনেকগুলো সাইট ভিজিট করে দেখা গেছে, খুব শিগগিরই অধিকাংশ ওয়েবসাইট পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ। ভারতের পুলিশ ডিপার্টমেন্টসহ বেশ কিছু মন্ত্রণালয়ের ওয়েবসাইট বৃহস্পতিবার ঠিকঠাক অবস্থায় দেখা গেছে। এছাড়া সম্প্রতি হ্যাক করা কিছু ওয়েবসাইটের মধ্যে রয়েছে গ্র্যান্ড সুইটস অ্যান্ড স্ন্যাক্স এর সাইট যেখানে বৃহস্পতিবার বিএসএফ-এর গুলিতে সীমান্তে নিহত হওয়া ফেলানীর ঝুলন্ত মৃতদেহ ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবি দেখা গেছে। যেসব সাইট ব্ল্যাক হ্যাট হ্যাকাররা আক্রমণ করেছেন বলে দাবি করেছেন, সেগুলোর মধ্যে বিএসএফ-এর ওয়েবসাইট ছাড়াও রয়েছে জনপ্রিয় সব ওয়েবসাইট যেমন মাহিন্দ্র এক্সপ্রেস, ভ্যালেন্টাইনগিফটইন্ডিয়া, শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়, বলিউড মিউজিক, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলিকম, ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ ইত্যাদি।
হ্যাক করা সাইটের তালিকা থেকে অনেকগুলো সাইট ভিজিট করে দেখা গেছে, খুব শিগগিরই অধিকাংশ ওয়েবসাইট পুনরুদ্ধার করেছে কর্তৃপক্ষ। ভারতের পুলিশ ডিপার্টমেন্টসহ বেশ কিছু মন্ত্রণালয়ের ওয়েবসাইট বৃহস্পতিবার ঠিকঠাক অবস্থায় দেখা গেছে। এছাড়া সম্প্রতি হ্যাক করা কিছু ওয়েবসাইটের মধ্যে রয়েছে গ্র্যান্ড সুইটস অ্যান্ড স্ন্যাক্স এর সাইট যেখানে বৃহস্পতিবার বিএসএফ-এর গুলিতে সীমান্তে নিহত হওয়া ফেলানীর ঝুলন্ত মৃতদেহ ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের দাবি দেখা গেছে। যেসব সাইট ব্ল্যাক হ্যাট হ্যাকাররা আক্রমণ করেছেন বলে দাবি করেছেন, সেগুলোর মধ্যে বিএসএফ-এর ওয়েবসাইট ছাড়াও রয়েছে জনপ্রিয় সব ওয়েবসাইট যেমন মাহিন্দ্র এক্সপ্রেস, ভ্যালেন্টাইনগিফটইন্ডিয়া, শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়, বলিউড মিউজিক, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলিকম, ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ ইত্যাদি।
কীভাবে সম্ভব হলো এতো সাইট হ্যাক করা
হ্যাকিং এর এক আপডেটে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি সার্ভারে রুট অ্যাক্সেস পেয়ে যাওয়ায় একইসঙ্গে প্রচুর ওয়েবসাইটে আক্রমণ করা সম্ভব হচ্ছে। এ ছাড়াও তারা একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন যার মাধ্যমে ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণ করে একটি ওয়েবসাইটকে সাময়িকভাবে অচল করে দেয়া যায়। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড ও চালানোর নিয়মাবলি বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে শেয়ার হতে দেখা গেছে। সেইসঙ্গে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স-এর ফেইসবুক পেজ ঘেঁটে এই পুরো ঘটনায় বাংলাদেশিদের বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
তবে একেবারেই বসে নেই ভারতীয় হ্যাকাররা। ‘ইন্ডিয়ান সাইবার আর্মি’ নামে তারাও বেশ কিছু বাংলাদেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে ইয়াহু নিউজের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স দাবি করেছে, ভারতীয় হ্যাকাররা আক্রমণ চালিয়েছে ৪০০ ওয়েবসাইটে যার জবাবে বাংলাদেশিরা অচল করে দিয়েছে ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট।
বিশেষজ্ঞ মত
আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিডিকম অনলাইন-এ ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, ‘বাংলাদেশ থেকে যে সাইটগুলো হ্যাকিং হয়েছে বলে দাবী করা হয়েছে সে সাইটগুলো ভিজিট করে হ্যাকিংয়ের সত্যতা পাওয়া গেছে। ফলে হ্যাক যে হচ্ছে সেটা সত্যি। এতে লোকজনের আবেগ ও সমর্থন যথেষ্টই আছে বলেও দেখা যাচ্ছে বিভিন্ন ফোরামে।’
ভারতীয় পাল্টা হ্যাকিংয়ে আমাদের ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা বিষয়ে সুমন বলেন, ‘সাধারণত হ্যাকিংয়ের শিকার বেশিরভাগ ক্ষেত্রে সরকারি সাইটগুলোই হয়। কারণ দেখা গেছে সরকারি সাইটের নিরাপত্তা দুর্বল হয়। এটা কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাস্তবতাই এটা। আমাদের সুবিধা হলো বিশাল আকারের কোনো অনলাইন ডেটাবেইজ আমরা এখনো তৈরি করতে পারিনি যে আমরা ক্ষতির আশঙ্কায় থাকবো। বলা চলে, পুরোপুরি প্রযুক্তিনির্ভর এখনো না হতে পারার সুবিধা পাচ্ছি আমরা।’
পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত দেশটির বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার কাজ চালিয়েই যাবে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি ও অন্যান্য হ্যাকিং গ্রুপগুলো। অন্তত ফেইসবুক ও ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টরা।
হ্যাকিং এর এক আপডেটে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স জানিয়েছে, ভারতের বেশ কয়েকটি সার্ভারে রুট অ্যাক্সেস পেয়ে যাওয়ায় একইসঙ্গে প্রচুর ওয়েবসাইটে আক্রমণ করা সম্ভব হচ্ছে। এ ছাড়াও তারা একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছেন যার মাধ্যমে ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণ করে একটি ওয়েবসাইটকে সাময়িকভাবে অচল করে দেয়া যায়। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড ও চালানোর নিয়মাবলি বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে শেয়ার হতে দেখা গেছে। সেইসঙ্গে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স-এর ফেইসবুক পেজ ঘেঁটে এই পুরো ঘটনায় বাংলাদেশিদের বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
তবে একেবারেই বসে নেই ভারতীয় হ্যাকাররা। ‘ইন্ডিয়ান সাইবার আর্মি’ নামে তারাও বেশ কিছু বাংলাদেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে ইয়াহু নিউজের সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স দাবি করেছে, ভারতীয় হ্যাকাররা আক্রমণ চালিয়েছে ৪০০ ওয়েবসাইটে যার জবাবে বাংলাদেশিরা অচল করে দিয়েছে ২০ হাজার ভারতীয় ওয়েবসাইট।
বিশেষজ্ঞ মত
আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিডিকম অনলাইন-এ ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, ‘বাংলাদেশ থেকে যে সাইটগুলো হ্যাকিং হয়েছে বলে দাবী করা হয়েছে সে সাইটগুলো ভিজিট করে হ্যাকিংয়ের সত্যতা পাওয়া গেছে। ফলে হ্যাক যে হচ্ছে সেটা সত্যি। এতে লোকজনের আবেগ ও সমর্থন যথেষ্টই আছে বলেও দেখা যাচ্ছে বিভিন্ন ফোরামে।’
ভারতীয় পাল্টা হ্যাকিংয়ে আমাদের ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কা বিষয়ে সুমন বলেন, ‘সাধারণত হ্যাকিংয়ের শিকার বেশিরভাগ ক্ষেত্রে সরকারি সাইটগুলোই হয়। কারণ দেখা গেছে সরকারি সাইটের নিরাপত্তা দুর্বল হয়। এটা কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাস্তবতাই এটা। আমাদের সুবিধা হলো বিশাল আকারের কোনো অনলাইন ডেটাবেইজ আমরা এখনো তৈরি করতে পারিনি যে আমরা ক্ষতির আশঙ্কায় থাকবো। বলা চলে, পুরোপুরি প্রযুক্তিনির্ভর এখনো না হতে পারার সুবিধা পাচ্ছি আমরা।’
পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের ঘোষণা আসার আগ পর্যন্ত দেশটির বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার কাজ চালিয়েই যাবে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি ও অন্যান্য হ্যাকিং গ্রুপগুলো। অন্তত ফেইসবুক ও ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টরা।
29 January 2012
Sweet Success: Global 100 Operators Report 2011
A Latin American company makes it into the top 10 for the first time, as the world's biggest telecoms operators seek to leverage the growth potential of the region. | |
The top 10 operators in the new Global 100 ranking include a name from Latin America for the first time.
America Movil's recent endeavours to build up its business both at home in Mexico and int he Latin American region as a whole have pushed it up to number nine in the rankings, up from 15th place in both 2010 and 2009. And with lofty ambitions to do more, the mobile operator group could mount a credible challenge for a higher placing in coming years.
The telco added more than €15 billion to its revenues in 2010, recording a turnover of €36.75 billion, in no small part due to the consolidation of fixed-line operator Telmex into its results from 1 July 2010. America Movil is currently in the process of acquiring the 40% of Telmex it does not already own. It has also recorded strong growth in key markets, particularly its Mexican wireless business and its Brazilian operation, which each contributed more than 25% to turnover.
America Movil has ambitious growth plans, insisting in its most recent 20-F report that it aims to build on its position, and crucially its subscriber base, in Latin America and the Caribbean, "both by developing our existing businesses and by making strategic acquisitions when opportunities arise."
However, the operator's strategy has triggered some concerns that it might sacrifice profitability for growth. America Movil CFO Carlos Garcia Moreno Elizondo told analysts on a conference call on its Q2 results in July that the company will keep a close eye on EBITDA, but that it will prioritise growth. "We have been always careful on EBITDA, but I think what we need to do is to take advantage of the growth in Latin America," he said.
|
Google+ opens up to teenagers
Datawind to launch £99 tablet with bundled Internet in UK
|
Subscribe to:
Posts (Atom)