12 March 2012

অ্যান্ড্রয়েড মার্কেট এখন 'গুগল প্লে' ANDROID MARKET NOW CALL 'GOOGLE PLAY'


গুগল তাদের অ্যান্ড্রয়েড মার্কেটের নাম বদলে ফেলেছে বলে জানা গেছে। কয়েকটি সেবা একত্রিত করে এই সেবার নাম দেয়া হয়েছে গুগল প্লে। খবর ম্যাশএবল-এর।

সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড মার্কেটের সব কন্টেন্ট এবং গুগল মিউজিক ও ইবুক স্টোরকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। এখন থেকে গুগল প্লে নামে একইসঙ্গে গুগলের এসব সেবার প্রচারণা চালানো হবে।

ম্যাশএবল জানিয়েছে, মূলত গুগলের সেবা সম্পর্কে ব্যবহারকারীদের আরো স্পষ্ট ধারণা দিতেই নামে এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে অনেকেই হয়তো মনে করতেন যে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড ও কেনা যায়, কিন্তু তারা গুগলের মিউজিক সেবা বা ইবুক সেবা সম্পর্কে জানতেন না। তাদের এসব সেবা সম্পর্কে জানানোর জন্য আলাদাভাবে বিজ্ঞাপন দিতে হতো গুগলকে।

তবে এক নামের আওতায় এসব সেবা নিয়ে আসায় পুরো প্রক্রিয়াটা যেমন সহজ হয়ে যাবে, তেমনি নতুন গ্রাহক সংখ্যাও বাড়বে বলে আশা করছে গুগল।

No comments:

Post a Comment